মুম্বই, 14 মে: কয়েকদিন আগে মহেন্দ্র সিং ধোনিকে বিশ্বের সেরা ফিনিশার, পাওয়ারফুল ব্যাটসম্যান বলে প্রশংসা করেছিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল । ভালো ফিনিশার হওয়ার জন্য ধোনিকে নাকি টিপসও দিয়েছিলেন তিনি । টুইটারে গ্রেগের মন্তব্যের জবাব দিয়েছেন হরভজন সিং । তাঁর মতে, গ্রেগ চ্যাপেলের অধীনে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে ভারতীয় ক্রিকেট দল ।
প্রতিটি বলে ছয় মারার চেষ্টা করলে আউট হওয়ার ঝুঁকি থেকে যায় । প্রতিটি বল বাউন্ডারির বাইরে পাঠানোর চেয়ে ধোনিকে গ্রাউন্ড শট খেলার পরামর্শ দিয়েছিলেন গ্রেগ চ্যাপেল । সম্প্রতি একটি সাক্ষাৎকারে ধোনি সম্পর্কে এই মন্তব্য করেন গ্রেগ চ্যাপেল । এর জবাবে হরভজন টুইটে লেখেন, "ধোনিকে গ্রাউন্ড শট খেলতে বলেছিল কারণ দলের বাকি সবাইকে বাউন্ডারিতে পাঠানোর কাজ করছিল গ্রেগ । ও তো অন্য খেলা খেলতে ব্যস্ত ছিল । ওর সময়ে ভারতীয় ক্রিকেট চরম খারাপ সময় দেখেছে ।"
2005 থেকে 2007 পর্যন্ত ভারতীয় দলের দায়িত্বে ছিলেন গ্রেগ চ্যাপেল । তাঁর অধীনে সবচেয়ে বেশি বিতর্ক দেখা দিয়েছিল দলের অন্দরে । গ্রেগের সঙ্গে দলের কয়েকজন সিনিয়র সদস্যের মতবিরোধ উঠেছিল চরমে । দায়িত্ব নিয়ে প্রথমেই সৌরভকে নেতৃত্ব থেকে সরিয়েছিলেন চ্যাপেল । এমনকী জাতীয় দল থেকেও বাদ পড়েন তিনি ।
-
He asked Dhoni to play along the ground coz coach was hitting everyone out the park.. He was playing different games 😜#worstdaysofindiancricketundergreg 😡😡😡 https://t.co/WcnnZbHqSx
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">He asked Dhoni to play along the ground coz coach was hitting everyone out the park.. He was playing different games 😜#worstdaysofindiancricketundergreg 😡😡😡 https://t.co/WcnnZbHqSx
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2020He asked Dhoni to play along the ground coz coach was hitting everyone out the park.. He was playing different games 😜#worstdaysofindiancricketundergreg 😡😡😡 https://t.co/WcnnZbHqSx
— Harbhajan Turbanator (@harbhajan_singh) May 13, 2020