ETV Bharat / sports

পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় যুবকের পাগড়ি খোলা নিয়ে মমতার উদ্দেশে টুইট হরভজনের - BJP কর্মী-সমর্থক

একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ যুবককে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । এই ভিডিয়ো দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন হরভজন সিং ।

Harbhajan Singh
Harbhajan Singh
author img

By

Published : Oct 9, 2020, 11:01 PM IST

দিল্লি, 9 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে পিস্তল সহ গ্রেপ্তার হন বলবিন্দর সিং নামে এক যুবক । পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় শিখ সম্প্রদায়ের ওই যুবকের পাগড়ি খুলে যায় । আর তার পরই শুরু হয়েছে বিতর্ক ৷ অনেকেই এই ঘটনাটিকে ভালোভাবে নেন ৷ এবার এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন হরভজন সিং । বিষয়টি দেখার জন্য তাঁকে অনুরোধ করেন তিনি ।

গতকাল অভিযানের শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা BJP কর্মী-সমর্থকদের বাস আটকায় পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেলও পাঠানো হয় । একাধিক জায়গায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ।

সেরকমই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ যুবককে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । বলবিন্দর সিং নামে ওই যুবকের থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ ৷ বলবিন্দর যুব মোর্চার রাজ্য কমিটির এক সদস্যের দেহরক্ষী বলে জানা গেছে । আর তার পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত বলে দাবি BJP-র ।

এই ভিডিয়োটি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় ৷ অনেকেই টুইটারে সেই ভিডিয়োটি শেয়ার করে ৷ আর তা দেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান হরভজন ।

দিল্লি, 9 অক্টোবর : যুব মোর্চার নবান্ন অভিযানে পিস্তল সহ গ্রেপ্তার হন বলবিন্দর সিং নামে এক যুবক । পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সময় শিখ সম্প্রদায়ের ওই যুবকের পাগড়ি খুলে যায় । আর তার পরই শুরু হয়েছে বিতর্ক ৷ অনেকেই এই ঘটনাটিকে ভালোভাবে নেন ৷ এবার এনিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন হরভজন সিং । বিষয়টি দেখার জন্য তাঁকে অনুরোধ করেন তিনি ।

গতকাল অভিযানের শুরু থেকেই বিভিন্ন প্রান্ত থেকে আসা BJP কর্মী-সমর্থকদের বাস আটকায় পুলিশ । রাস্তা বন্ধ করে দেওয়া হয় । লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেলও পাঠানো হয় । একাধিক জায়গায় BJP কর্মী-সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের ।

সেরকমই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, এক শিখ যুবককে ধরেছে পুলিশ । ধস্তাধস্তির সময় তাঁর পাগড়ি খুলে যাচ্ছে । বলবিন্দর সিং নামে ওই যুবকের থেকে একটি পিস্তলও উদ্ধার করেছে পুলিশ ৷ বলবিন্দর যুব মোর্চার রাজ্য কমিটির এক সদস্যের দেহরক্ষী বলে জানা গেছে । আর তার পিস্তলটি লাইসেন্সপ্রাপ্ত বলে দাবি BJP-র ।

এই ভিডিয়োটি ভাইরাল হতেই বিতর্ক শুরু হয় ৷ অনেকেই টুইটারে সেই ভিডিয়োটি শেয়ার করে ৷ আর তা দেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবস্থা নেওয়ার আবেদন জানান হরভজন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.