ETV Bharat / sports

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় প্রাক্তন পাক অধিনায়কের - সানা মীর

খারাপ ফর্মের কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন । তারপর থেকেই অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন সানা ।

sana mir
sana mir
author img

By

Published : Apr 25, 2020, 4:54 PM IST

লাহোর, 25 এপ্রিল: 15 বছরের ক্রিকেট জীবনের ইতি টানলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মির । শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই পাক অফস্পিনার ।

গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন সানা । যে কারণে পাকিস্তানের ইংল্যান্ড সফরে তাঁকে পাওয়া যায়নি । এরপর খারাপ ফর্মের কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন । তারপর থেকেই অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন সানা । বুঝতে পেরেছিলেন সরে দাঁড়ানোর এটাই সেরা সময় । 34 বছরের সানা বলেছেন, "গত কয়েকটা মাসে আমি চিন্তাভাবনা করার সময় পেয়েছি । আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় । দেশ এবং ক্রিকেটের জন্য আমি আমার সেরাটা দিয়েছি বলেই বিশ্বাস করি ।"

পাক মহিলা ক্রিকেট দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা ছিলেন মির । পাশাপাশি ব্যাট হাতেও সাবলীল ছিলেন তিনি । 2018 সালে ICC মহিলা ওয়ান ডে র্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় একনম্বর উঠে এসেছিলেন এই অফস্পিনার । বিশ্বের যে নয়জন মহিলা ক্রিকেটার 100টি উইকেটের পাশাপাশি 1000 রানের মালিক, সানা হলেন তাঁদের মধ্যে একজন ।

2005 সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সানা মিরের অভিষেক হয় । পাকিস্তানের হয়ে এ পর্যন্ত 226টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । তার মধ্যে 2009 থেকে 2017 পর্যন্ত সবুজ বাহিনীর অধিনায়ক হিসেবে খেলেছেন 137টি ম্যাচ ।

লাহোর, 25 এপ্রিল: 15 বছরের ক্রিকেট জীবনের ইতি টানলেন পাকিস্তানের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সানা মির । শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন এই পাক অফস্পিনার ।

গত নভেম্বরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন সানা । যে কারণে পাকিস্তানের ইংল্যান্ড সফরে তাঁকে পাওয়া যায়নি । এরপর খারাপ ফর্মের কারণে চলতি বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ পড়েন । তারপর থেকেই অবসর নিয়ে চিন্তাভাবনা শুরু করে দিয়েছিলেন সানা । বুঝতে পেরেছিলেন সরে দাঁড়ানোর এটাই সেরা সময় । 34 বছরের সানা বলেছেন, "গত কয়েকটা মাসে আমি চিন্তাভাবনা করার সময় পেয়েছি । আমার মনে হয়েছে সরে দাঁড়ানোর জন্য এটাই সঠিক সময় । দেশ এবং ক্রিকেটের জন্য আমি আমার সেরাটা দিয়েছি বলেই বিশ্বাস করি ।"

পাক মহিলা ক্রিকেট দলের বোলিং বিভাগের অন্যতম ভরসা ছিলেন মির । পাশাপাশি ব্যাট হাতেও সাবলীল ছিলেন তিনি । 2018 সালে ICC মহিলা ওয়ান ডে র্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় একনম্বর উঠে এসেছিলেন এই অফস্পিনার । বিশ্বের যে নয়জন মহিলা ক্রিকেটার 100টি উইকেটের পাশাপাশি 1000 রানের মালিক, সানা হলেন তাঁদের মধ্যে একজন ।

2005 সালে করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে সানা মিরের অভিষেক হয় । পাকিস্তানের হয়ে এ পর্যন্ত 226টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন । তার মধ্যে 2009 থেকে 2017 পর্যন্ত সবুজ বাহিনীর অধিনায়ক হিসেবে খেলেছেন 137টি ম্যাচ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.