ওয়েলিংটন, 29 ডিসেম্বর : বছর শেষে ফের ক্রিকেট বিশ্বে শোকের ছায়া । 64 বছর বয়সে প্রয়াত হলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জন ফুলটন রেড । দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি । প্রাক্তন কিউই ক্রিকেটারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ।
1956 সালের 3 মার্চ অকল্যান্ডে জন্মগ্রহণকারী জন রেড 1979 সালে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন । 1979 থেকে 1986 পর্যন্ত জন রিড 19টি টেস্ট ও 25টি একদিনের আন্তর্জাতিকে অংশ নেন । তার টেস্ট ব্যাটিং গড় ছিল 46.28 । তার মধ্যে ছয়টি টেস্ট শতরান রয়েছে । এছাড়াও 27.52 গড়ে ওডিআইয়ে রান তুলেছেন তিনি । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনের গাব্বায় 108 রানের ইনিংস খেলেছিলেন । সেই টেস্ট ইনিংস ও 41 রানে জিতেছিল নিউজিল্যান্ড ।
মার্টিন ক্রোর সঙ্গে জুটি বেঁধে তখনকার দিনে 225 রানের রেকর্ড পার্টনারশিপ গড়েন । তবে জন রেডের একটি রেকর্ড এখনও ভাঙতে পারেননি বর্তমান প্রজন্মের কিউই ক্রিকেটাররা । টেস্টে দ্রুততম 1 হাজার রানের রেকর্ড এখনও অক্ষত আছে ।