কলকাতা, 21 জানুয়ারি : ব্রিসবেনে ভারতের ঐতিহাসিক জয় মন জিতে নিয়েছে বিষেণ সিং বেদীর ৷ বললেন, এটা ভারতীয় ক্রিকেটের সেরা মুহূর্ত ৷
অস্ট্রেলিয়ান ক্রিকেটের বধ্যভূমি হিসেবে পরিচিত গাব্বার মাঠ ৷ খুব কমই সফরকারী দল এই মাঠে অস্ট্রেলিয়াকে হারাতে পেরেছে ৷ গত 32 বছর ধরে গাব্বার মাঠে অপরাজিত ছিল অস্ট্রেলিয়া ৷ অজ়িদের সেই গর্বকে দুরমুশ করে দিয়েছে ভারতের 11 জন তরুণ ক্রিকেটার ৷ সামার অব সেভেন্টি ফোরের সদস্য ভেবেছিলেন সামার অব থার্টিসিক্সের ধাক্কায় বর্তমান ভারতীয় দল ভেসে যাবে । কলঙ্কজনক বিকেল ফিরে আসবে । কিন্তু মেলবোর্নে প্রত্যাঘাতের পর গাব্বায় টিম ইন্ডিয়ার সিংহ গর্জনে ক্যাঙ্গারু বাহিনীর পশ্চাতগমন । তাতেই বেদীর চোখে মুগ্ধতা । ফোনের ওপার থেকে আবেগতাড়িত গলায় বললেন, "কোনও সন্দেহ নেই ভারতীয় ক্রিকেট ইতিহাসের সেরা মুহূর্ত । পুরো দলকে কুর্নিশ জানাচ্ছি । তবে আমি অধিনায়ক আজিঙ্কে রাহানেকে কৃতিত্ব দিতে চাই । সব শক্তি এবং সম্মান নিয়ে দলকে ঘুরে দাড়াতে উদ্বুদ্ধ করেছে ৷"
এখানেই থামলেন না তিনি । বললেন, "ভারতীয় দল হঠাৎ করেই নিজেদের মান উঁচু তারে বেঁধেছে । চোটের তালিকা দীর্ঘায়িত হলেও তা সামলে এই পারফরম্যান্স কোনও বিশেষণে বর্ণনা করা সম্ভব নয় ।"
একই সঙ্গে সাফল্যের আলোয় উচ্ছ্বসিত ভারতীয় ক্রিকেট ভক্তদের সতর্ক করেছেন বিষেণ সিং বেদী । বলছেন, "আমি আশা করব দ্রুত অদূর ভবিষ্যতে ব্যর্থতার তিক্ততা এলে তা স্বাভাবিকভাবে গ্রহণ করবে সকলে । ক্রিকেট যেভাবে আসে সেভাবেই যেন গ্রহণ করে সকলে ।"