ETV Bharat / sports

বক্সিং ডে টেস্ট জয়ে সিরিজ জেতার গন্ধ পাচ্ছেন বাংলার প্রাক্তনরা

author img

By

Published : Dec 29, 2020, 8:44 PM IST

রাহানের নেতৃত্বকে বুদ্ধিদীপ্ত বলছেন দীপ দাশগুপ্ত ।

Deep
Deep

কলকাতা, 29 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের প্রথম বল থেকে দাপিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে । পুরো দলের অসাধারণ পারফরম্যান্স, কোনও প্রশংসাই যথেষ্ট নয় । তাই দলের প্রতিটি সদস্যকে বিরাট অভিনন্দন জানিয়েছেন সদ্য প্রাক্তন জাতীয় নির্বাচক দেবাং গান্ধি । নিজে খেলোয়াড়, তাই জানেন অস্ট্রেলিয়ার মাটিতে পারফরম্যান্স করা কতটা কঠিন । তার ওপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে ফের একজোট করার কাজটা রাহানে দারুণ করেছে বলে মনে করেন দেবাং ।

তাঁর কথায়, "36 রানে অলআউটের ধাক্কা কাটানো কোনও দলের পক্ষেই সহজ নয় । তার ওপর অধিনায়ক, শামির চোট । এই অবস্থায় পুরো দলটা একজোট হয়েছে । ব্যাট হাতে রাহানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । দ্বিতীয় ইনিংসে গিলকে দেখে আমি উচ্ছ্বসিত । পুরো দলটা বাউন্স ব্যাক করেছে । তাই বাকি দুটোতে লড়াই হবে । আমরা জিতলে অবাক হব না ।" আশার বাণী দেবাং গান্ধির গলায় ।

সিরিজের বল গড়ানোর আগেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন দীপ দাশগুপ্ত । অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।পাশাপাশি দুটো দলের ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করেই ভবিষ্যৎবাণী ছিল দীপের । তাঁর কথায়, “এখনও পর্যন্ত দুটো দলের বোলাররা পারফরম্যান্স করেছে । পিঙ্ক বল টেস্টটা বাদ দিচ্ছি । ছত্রিশের ডিবাকল রোজ হয় না । তবে তাঁর থেকে বেরিয়ে আসার জন্য যে জোরালো মানসিক অবস্থা দরকার তা এই দলটি দেখিয়েছে ।"

তিনি আরও বলেন, “শুভমান গিল, সিরাজ সত্যি চমকে দিয়েছে । আমি তুলনা করছি না । তবে রাহানে স্মার্ট নেতৃত্ব দিয়েছেন । ব্যাট হাতেও অসাধারণ । বক্সিং ডে টেস্টে পূজারা, জাদেজা, উমেশ প্রত্যেকে নিজেকে ছাপিয়ে গিয়েছেন । এই জয় দলের সম্মিলিত প্রয়াসের ফসল । আশা করব বাকি দুটো টেস্টে সাহসী লড়াই হবে । আর আমরা সাহসী ক্রিকেট খেলেছি । তাই সিরিজ নিয়ে আশাবাদী ।"

কলকাতা, 29 ডিসেম্বর : বক্সিং ডে টেস্টের প্রথম বল থেকে দাপিয়ে দলকে নেতৃত্ব দিয়েছেন অজিঙ্ক রাহানে । পুরো দলের অসাধারণ পারফরম্যান্স, কোনও প্রশংসাই যথেষ্ট নয় । তাই দলের প্রতিটি সদস্যকে বিরাট অভিনন্দন জানিয়েছেন সদ্য প্রাক্তন জাতীয় নির্বাচক দেবাং গান্ধি । নিজে খেলোয়াড়, তাই জানেন অস্ট্রেলিয়ার মাটিতে পারফরম্যান্স করা কতটা কঠিন । তার ওপর বিরাট কোহলির অনুপস্থিতিতে দলকে ফের একজোট করার কাজটা রাহানে দারুণ করেছে বলে মনে করেন দেবাং ।

তাঁর কথায়, "36 রানে অলআউটের ধাক্কা কাটানো কোনও দলের পক্ষেই সহজ নয় । তার ওপর অধিনায়ক, শামির চোট । এই অবস্থায় পুরো দলটা একজোট হয়েছে । ব্যাট হাতে রাহানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন । দ্বিতীয় ইনিংসে গিলকে দেখে আমি উচ্ছ্বসিত । পুরো দলটা বাউন্স ব্যাক করেছে । তাই বাকি দুটোতে লড়াই হবে । আমরা জিতলে অবাক হব না ।" আশার বাণী দেবাং গান্ধির গলায় ।

সিরিজের বল গড়ানোর আগেই দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ভবিষ্যৎবাণী করেছিলেন দীপ দাশগুপ্ত । অস্ট্রেলিয়ার মাটিতে খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ।পাশাপাশি দুটো দলের ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরম্যান্স বিশ্লেষণ করেই ভবিষ্যৎবাণী ছিল দীপের । তাঁর কথায়, “এখনও পর্যন্ত দুটো দলের বোলাররা পারফরম্যান্স করেছে । পিঙ্ক বল টেস্টটা বাদ দিচ্ছি । ছত্রিশের ডিবাকল রোজ হয় না । তবে তাঁর থেকে বেরিয়ে আসার জন্য যে জোরালো মানসিক অবস্থা দরকার তা এই দলটি দেখিয়েছে ।"

তিনি আরও বলেন, “শুভমান গিল, সিরাজ সত্যি চমকে দিয়েছে । আমি তুলনা করছি না । তবে রাহানে স্মার্ট নেতৃত্ব দিয়েছেন । ব্যাট হাতেও অসাধারণ । বক্সিং ডে টেস্টে পূজারা, জাদেজা, উমেশ প্রত্যেকে নিজেকে ছাপিয়ে গিয়েছেন । এই জয় দলের সম্মিলিত প্রয়াসের ফসল । আশা করব বাকি দুটো টেস্টে সাহসী লড়াই হবে । আর আমরা সাহসী ক্রিকেট খেলেছি । তাই সিরিজ নিয়ে আশাবাদী ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.