ETV Bharat / sports

ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল ভারত - ইয়ান চ্যাপেল

সম্প্রতি শ্রীলঙ্কা থেকে 0-2 ফলে টেস্ট সিরিজ জিতে ভারতে এসেছে ইংল্যান্ড ৷ তা সত্ত্বেও ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের কারণে চ্যাপেল বিরাট কোহলিদের অনেকটাই এগিয়ে রাখছেন ৷ তবে, ইংল্যান্ডের কাছে বেন স্টোকস অনেক বড় সম্পদ বলে তাঁর বইয়ে লিখেছেন ইয়ান চ্যাপেল ৷

Former Australia captain Ian Chappell reckons India will start as favourites in the Test series against England
ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল ভারত
author img

By

Published : Jan 31, 2021, 6:42 PM IST

31 জানুয়ারি : আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে একমাত্র সেরা দল হিসেবে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ এক কলামে এমনটাই জানিয়েছেন প্রাক্তন এই অজ়ি ক্রিকেটার ৷ সেখানে তিনি লিখেছেন, ব্যাটিংয়ের টপ অর্ডারের গভীরতা এবং সেই সঙ্গে বিরাট কোহলির দলের সঙ্গে যোগ দেওয়া ভারতীয় দলকে আরও শক্তিশালী করেছে ৷ সেই সঙ্গে ভাল পেস ও স্পিন অ্যাটাক ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন তিনি ৷

ওই কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল হিসেবে মাঠে নামবে ভারতীয় দল ৷ সেই সঙ্গে যখন আপনি ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির না যুক্ত করবেন, তৎক্ষণাত এই দলটি বুলেটপ্রুফ আস্তরণে পরিণত হবে ৷ এর সঙ্গে আর অশ্বিন, হার্দিক পান্ডিয়া এবং ইশান্ত শর্মার নাম যোগ করলে ভারত অপরাজেয় হয়ে উঠবে ৷’’

সম্প্রতি শ্রীলঙ্কা থেকে 0-2 ফলে টেস্ট সিরিজ জিতে ভারতে এসেছে ইংল্যান্ড ৷ তা সত্ত্বেও ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের কারণে চ্যাপেল বিরাট কোহলিদের অনেকটাই এগিয়ে রাখছেন ৷ তবে, ইংল্যান্ডের কাছে বেন স্টোকস অনেক বড় সম্পদ বলে তাঁর লিখিছেন ইয়ান চ্যাপেল ৷ তিনি লিখেছেন, ‘‘ ইংল্যান্ডের কাছে বেন স্টোকসের মতো প্রিমিয়াম কোয়ালিটির খেলোয়াড় রয়েছে ৷ যা ভারতের থেকে ইংল্যান্ডের দল নির্বাচনে অনেক সাহায্য় করবে ৷ সেই সঙ্গে জোফরা আর্চারের পেস ইংল্যান্ডের বোলিং বিভাগে বাড়তি রসদ জোগাবে ৷’’

আরও পড়ুন : বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির কোনও দুর্বলতা নেই, মত মইন আলির

তবে, ভারতীয় ব্যাটিং এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বলে মনে করেন ইয়ান চ্যাপেল ৷ যেখানে শুভমান গিলের মতো তরুণ ওপেনার ভারতের কাছে অন্য়তম হাতিয়ার বলে কলামে উল্লেখ করেছেন ইয়ান চ্যাপেল ৷

31 জানুয়ারি : আসন্ন টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে একমাত্র সেরা দল হিসেবে মনে করছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক ইয়ান চ্যাপেল ৷ এক কলামে এমনটাই জানিয়েছেন প্রাক্তন এই অজ়ি ক্রিকেটার ৷ সেখানে তিনি লিখেছেন, ব্যাটিংয়ের টপ অর্ডারের গভীরতা এবং সেই সঙ্গে বিরাট কোহলির দলের সঙ্গে যোগ দেওয়া ভারতীয় দলকে আরও শক্তিশালী করেছে ৷ সেই সঙ্গে ভাল পেস ও স্পিন অ্যাটাক ভারতীয় দলের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বলে মনে করেন তিনি ৷

ওই কলামে ইয়ান চ্যাপেল লিখেছেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ জয়ের পর ইংল্যান্ডের বিরুদ্ধে সেরা দল হিসেবে মাঠে নামবে ভারতীয় দল ৷ সেই সঙ্গে যখন আপনি ব্যাটিং অর্ডারে বিরাট কোহলির না যুক্ত করবেন, তৎক্ষণাত এই দলটি বুলেটপ্রুফ আস্তরণে পরিণত হবে ৷ এর সঙ্গে আর অশ্বিন, হার্দিক পান্ডিয়া এবং ইশান্ত শর্মার নাম যোগ করলে ভারত অপরাজেয় হয়ে উঠবে ৷’’

সম্প্রতি শ্রীলঙ্কা থেকে 0-2 ফলে টেস্ট সিরিজ জিতে ভারতে এসেছে ইংল্যান্ড ৷ তা সত্ত্বেও ভারতীয় ব্যাটিংয়ের টপ অর্ডারের কারণে চ্যাপেল বিরাট কোহলিদের অনেকটাই এগিয়ে রাখছেন ৷ তবে, ইংল্যান্ডের কাছে বেন স্টোকস অনেক বড় সম্পদ বলে তাঁর লিখিছেন ইয়ান চ্যাপেল ৷ তিনি লিখেছেন, ‘‘ ইংল্যান্ডের কাছে বেন স্টোকসের মতো প্রিমিয়াম কোয়ালিটির খেলোয়াড় রয়েছে ৷ যা ভারতের থেকে ইংল্যান্ডের দল নির্বাচনে অনেক সাহায্য় করবে ৷ সেই সঙ্গে জোফরা আর্চারের পেস ইংল্যান্ডের বোলিং বিভাগে বাড়তি রসদ জোগাবে ৷’’

আরও পড়ুন : বিশ্বমানের ক্রিকেটার বিরাট কোহলির কোনও দুর্বলতা নেই, মত মইন আলির

তবে, ভারতীয় ব্যাটিং এক্ষেত্রে অনেকটাই এগিয়ে বলে মনে করেন ইয়ান চ্যাপেল ৷ যেখানে শুভমান গিলের মতো তরুণ ওপেনার ভারতের কাছে অন্য়তম হাতিয়ার বলে কলামে উল্লেখ করেছেন ইয়ান চ্যাপেল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.