ETV Bharat / sports

দলের চাপ সহজে সামলেছেন কোহলি : ফিঞ্চ - অ্যারন ফিঞ্চ

2014 সালে টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি । 2017 সালে ধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তিন ফরম্যাটে অধিনায়ক কোহলি ।

Aron finch on Virat kohli
বিরাট কোহলি কে নিয়ে যা বললেন অ্যারন ফিঞ্চ
author img

By

Published : Jul 1, 2020, 7:47 PM IST

দিল্লি, 1 জুলাই : বিরাট কোহলির প্রশংসায়পঞ্চমুখ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ । তিনি বলেন, “তিন ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্বদেওয়া যথেষ্ট দায়িত্বের কাজ । বিরাট কোহলি সেই দায়িত্ব পালনে সক্ষম ।

ধোনিটেস্ট দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় 2014 সালে দলের দায়িত্ব নেন বিরাট কোহলি ।2017 সালেধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হন বিরাট । ফিঞ্চবলেন, “ভারতেরহয়ে খেলার চাপ এবং নেতৃত্ব দেওয়ার চাপ একদম আলাদা । কিন্তু কোহলি দু'টো দায়িত্ব খুব সুন্দরভাবে পালনকরেছেন । ধোনির কাছ থেকে বিরাটের কাঁধে অধিনায়কের দায়িত্ব যাওয়া ছোটখাটো কোনওবিষয় নয় । বিরাটের কাছে প্রত্যেকের আশা অনেক বেশি ছিল । সেই অনুযায়ী কোহলিতাঁঁর দায়িত্ব পালন করেছেন ।"

ক্রিকেটমাঠে ধোনি ও কোহলির মধ্যে সম্পর্ক কেমন ? ফিঞ্চ বলেন, “স্টাম্পের পিছনে ধোনির থাকাটা কোহলিরকাছে প্লাস পয়েন্ট । আপনারা দেখবেন ফিল্ডারদের মাঠে সেট করা থেকে অন্যান্য ছোটবিষয়ে কোহলিকে সাহায্য করেন ধোনি । ওরা দু'জনে একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধকরেন । অন্য দলগুলির ক্ষেত্রে দেখবেন নেতৃত্ব চলে গেলে অনেক কিছু পালটে যায় ।কিন্তু ধোনি ও কোহলির মানসিকতা ভারতীয় ক্রিকেটের সবথেকে আকর্ষণীয় বিষয় । এরা দু'জনে দু'জনের মতো করে ভারতীয় দলেকে নেতৃত্বদিয়েছে ।" ধোনি নেতৃত্ব ছাড়ার পর দলের জন্য যে ভূমিকা পালন করেছেন তারপ্রশংসা করেন ফিঞ্চ । তাঁঁর মতে, রিকি পন্টিং নেতৃত্ব থেকে সরার পর ঠিক যেভাবে তাঁঁরঅধিনায়কদের সাহায্য করতেন । ধোনি সেভাবে সাহায্য করেন ।" 2011 সালে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পরঅস্ট্রেলিয়ার নেতৃত্ব ছাড়েন পন্টিং ।

দিল্লি, 1 জুলাই : বিরাট কোহলির প্রশংসায়পঞ্চমুখ অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলের অধিনায়ক অ্যারন ফিঞ্চ । তিনি বলেন, “তিন ফরম্যাটে ভারতীয় দলকে নেতৃত্বদেওয়া যথেষ্ট দায়িত্বের কাজ । বিরাট কোহলি সেই দায়িত্ব পালনে সক্ষম ।

ধোনিটেস্ট দল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় 2014 সালে দলের দায়িত্ব নেন বিরাট কোহলি ।2017 সালেধোনি নেতৃত্ব থেকে সরে দাঁড়ালে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক হন বিরাট । ফিঞ্চবলেন, “ভারতেরহয়ে খেলার চাপ এবং নেতৃত্ব দেওয়ার চাপ একদম আলাদা । কিন্তু কোহলি দু'টো দায়িত্ব খুব সুন্দরভাবে পালনকরেছেন । ধোনির কাছ থেকে বিরাটের কাঁধে অধিনায়কের দায়িত্ব যাওয়া ছোটখাটো কোনওবিষয় নয় । বিরাটের কাছে প্রত্যেকের আশা অনেক বেশি ছিল । সেই অনুযায়ী কোহলিতাঁঁর দায়িত্ব পালন করেছেন ।"

ক্রিকেটমাঠে ধোনি ও কোহলির মধ্যে সম্পর্ক কেমন ? ফিঞ্চ বলেন, “স্টাম্পের পিছনে ধোনির থাকাটা কোহলিরকাছে প্লাস পয়েন্ট । আপনারা দেখবেন ফিল্ডারদের মাঠে সেট করা থেকে অন্যান্য ছোটবিষয়ে কোহলিকে সাহায্য করেন ধোনি । ওরা দু'জনে একে অপরের সঙ্গে স্বাচ্ছন্দ্যবোধকরেন । অন্য দলগুলির ক্ষেত্রে দেখবেন নেতৃত্ব চলে গেলে অনেক কিছু পালটে যায় ।কিন্তু ধোনি ও কোহলির মানসিকতা ভারতীয় ক্রিকেটের সবথেকে আকর্ষণীয় বিষয় । এরা দু'জনে দু'জনের মতো করে ভারতীয় দলেকে নেতৃত্বদিয়েছে ।" ধোনি নেতৃত্ব ছাড়ার পর দলের জন্য যে ভূমিকা পালন করেছেন তারপ্রশংসা করেন ফিঞ্চ । তাঁঁর মতে, রিকি পন্টিং নেতৃত্ব থেকে সরার পর ঠিক যেভাবে তাঁঁরঅধিনায়কদের সাহায্য করতেন । ধোনি সেভাবে সাহায্য করেন ।" 2011 সালে বিশ্বকাপ থেকে ছিটকে দেওয়ার পরঅস্ট্রেলিয়ার নেতৃত্ব ছাড়েন পন্টিং ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.