ঢাকা, 20 জুন: কোরোনায় আক্রান্ত হলেন বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার নাফিস ইকবাল ৷ তিনি টাইগারদের সীমিত ওভারের অধিনায়ক তামিম ইকবালের দাদা ৷ এক বাংলাদেশি সংবাদপত্রে এই খবর প্রকাশিত হয়েছে ৷
দা ডেলি স্টার নামে ওই বাংলাদেশি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী, নাফিস নিজেই কোরোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন ৷ বর্তমানে তিনি চট্টগ্রামে নিজের বাড়িতে আইসোলেশনে রয়েছেন ৷ বছর চৌত্রিশের নাফিসের কোরোনায় আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর অনুরাগীরা ৷ 2003 সালে বাংলাদেশের জাতীয় দলের হয়ে অভিষেক হয় নাফিসের ৷ যদিও 2006 সাল পর্যন্ত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি এই ডানহাতি ওপেনিং ব্যাটসম্যানের ৷ বাংলাদেশের জাতীয় দলের হয়ে 11টি টেস্ট ও 16টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন নাফিস ৷
তবে শুধু নাফিসই নন, বাংলাদেশের বর্তমান উন্নয়ন কোচ ও প্রাক্তন প্রথম শ্রেণির ক্রিকেটার আশিকুর রহমানের শরীরেও কোরোনা ভাইরাসের খোঁজ পাওয়া গেছে ৷ প্রসঙ্গত, পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যেই শাহিদ আফ্রিদি, তৌফিক উমর এবং জাফর সরফরাজ কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷