ETV Bharat / sports

'এক থ্রোয়েই সব শেষ', ভারতের পর বিশ্বকাপের স্বপ্নভঙ্গ নিউজ়িল্যান্ডের !

author img

By

Published : Jul 15, 2019, 12:26 PM IST

সেদিন ধোনি কেঁদেছিলেন । গতকাল কাঁদলেন মার্টিন গাপ্টিল । বিশ্বকাপ যে হাতছাড়া হল দু'জনেরই ।

রান

লর্ডস, 15 জুলাই : মাত্র পাঁচ দিন । পাঁচদিন আগেই এক থ্রোয়ে ভারতবাসীর চোখে জল এনে দিয়েছিলেন মার্টিন গাপ্টিল । নিউজ়িল্যান্ড ওপেনার বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ । কিন্তু, সেমিফাইনালের মঞ্চে এক থ্রোয়ে একশো তিরিশ কোটির স্বপ্নভঙ্গ হয়েছিল সেদিন । ধোনিও কেঁদেছিলেন । স্টেডিয়ামে চোখের জল মুছতে মুছতে সহ-খেলোয়াড়দের জড়িয়ে ধরছিলেন রোহিত শর্মা । কোহলি টুপিটা একবার খুলে মাথায় হাত দিয়ে ফের পরে নিলেন । এই ছিল সেদিনের দৃশ্য ।

এই সংক্রান্ত আরও খবর : নিজের 'দেশ'কে হারিয়ে কলঙ্কমোচন স্টোকসের

কেটেছে মাত্র চারদিন । 14 জুলাই । রবিবার । স্থান - লর্ডস । এত তাড়াতাড়ি যে 'সেই অপরাধে'-র প্রায়শ্চিত্ত করতে হবে ভাবতে পারেননি গাপ্টিল । তিনিও এক থ্রোয়েই রান আউট । এবার হাতছাড়়া হল বিশ্বকাপ । ম্যাচ টাই হয়েও ।

এই সংক্রান্ত আরও খবর : এক থ্রোয়ে বাজিমাত, ব্যর্থ গাপটিলই সেমিফাইনালের নায়ক !

ম্যাচ টাই ঘিরে বিতর্ক রয়েছে । বিতর্ক উঠেছে বাই চার রান ঘিরেও । সেসব তো থাকবেই । টানটান ফাইনালে এসব না হয় 'ছোট্ট ঘটনা' । তবে, গাপ্টিলের রান আউটটাই যেন বড় হয়ে দেখা দিচ্ছে ।

বিশেষজ্ঞরা বলছেন, সেদিন ধোনিই পারতেন ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুলতে । কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় গাপ্টিলের থ্রো । কাঁদতে কাঁদতে যখন ধোনি ড্রেসিংরুমে ফিরছেন তখন সব স্বপ্ন শেষ । সমর্থকরা কাঁদছেন । গাপ্টিলের মুখে যুদ্ধজয়ের হাসি । নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন গাপ্টিলকে কোলে তুলে নিয়েছেন । ব্যাট হাতে ব্যর্থ হয়েও গাপ্টিল যেন তাঁর সারথী । ম্যাচ শেষে কেন বলেওছিলেন,"আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

পাশেও ছিল ভারতবাসী । ভালো খেলার । ফাইনালে দেশ খেলছে না, সুতরাং ভালো ক্রিকেটের সমর্থক হওয়াই শ্রেয় । তবে, সুপার ওভারে গাপ্টিল রান আউট হতে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল । অনেকেই মনে মনে বলে উঠলেন, "কর্মের ফল ।" সেদিন হেসেছিলেন গাপ্টিল । আজ কাঁদলেন । তবে, স্মিত হাসিটা লেগেই ছিল কেন উইলিয়ামসনের মুখে । আসল চ্যাম্পিয়ন তো তিনিই ।

লর্ডস, 15 জুলাই : মাত্র পাঁচ দিন । পাঁচদিন আগেই এক থ্রোয়ে ভারতবাসীর চোখে জল এনে দিয়েছিলেন মার্টিন গাপ্টিল । নিউজ়িল্যান্ড ওপেনার বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ । কিন্তু, সেমিফাইনালের মঞ্চে এক থ্রোয়ে একশো তিরিশ কোটির স্বপ্নভঙ্গ হয়েছিল সেদিন । ধোনিও কেঁদেছিলেন । স্টেডিয়ামে চোখের জল মুছতে মুছতে সহ-খেলোয়াড়দের জড়িয়ে ধরছিলেন রোহিত শর্মা । কোহলি টুপিটা একবার খুলে মাথায় হাত দিয়ে ফের পরে নিলেন । এই ছিল সেদিনের দৃশ্য ।

এই সংক্রান্ত আরও খবর : নিজের 'দেশ'কে হারিয়ে কলঙ্কমোচন স্টোকসের

কেটেছে মাত্র চারদিন । 14 জুলাই । রবিবার । স্থান - লর্ডস । এত তাড়াতাড়ি যে 'সেই অপরাধে'-র প্রায়শ্চিত্ত করতে হবে ভাবতে পারেননি গাপ্টিল । তিনিও এক থ্রোয়েই রান আউট । এবার হাতছাড়়া হল বিশ্বকাপ । ম্যাচ টাই হয়েও ।

এই সংক্রান্ত আরও খবর : এক থ্রোয়ে বাজিমাত, ব্যর্থ গাপটিলই সেমিফাইনালের নায়ক !

ম্যাচ টাই ঘিরে বিতর্ক রয়েছে । বিতর্ক উঠেছে বাই চার রান ঘিরেও । সেসব তো থাকবেই । টানটান ফাইনালে এসব না হয় 'ছোট্ট ঘটনা' । তবে, গাপ্টিলের রান আউটটাই যেন বড় হয়ে দেখা দিচ্ছে ।

বিশেষজ্ঞরা বলছেন, সেদিন ধোনিই পারতেন ভারতকে বিশ্বকাপ ফাইনালে তুলতে । কিন্তু, বাধা হয়ে দাঁড়ায় গাপ্টিলের থ্রো । কাঁদতে কাঁদতে যখন ধোনি ড্রেসিংরুমে ফিরছেন তখন সব স্বপ্ন শেষ । সমর্থকরা কাঁদছেন । গাপ্টিলের মুখে যুদ্ধজয়ের হাসি । নিউজ়িল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন গাপ্টিলকে কোলে তুলে নিয়েছেন । ব্যাট হাতে ব্যর্থ হয়েও গাপ্টিল যেন তাঁর সারথী । ম্যাচ শেষে কেন বলেওছিলেন,"আমি আশা করব ভারতের ক্রিকেটপ্রেমীরা খুব বেশি রেগে নেই । এটা ঘটনা ক্রিকেট নিয়ে ভারতে যে আবেগ রয়েছে, তা সম্ভবত বিশ্বের আর কোনও দেশে নেই । আমরা ভাগ্যবান যে এমন একটা খেলার সঙ্গে জড়িয়ে রয়েছি যার পেছনে ভারতের মতো দেশ রয়েছে । আশা করব 150 কোটি ভারতীয়র সমর্থন আমরাও পাবো ।"

পাশেও ছিল ভারতবাসী । ভালো খেলার । ফাইনালে দেশ খেলছে না, সুতরাং ভালো ক্রিকেটের সমর্থক হওয়াই শ্রেয় । তবে, সুপার ওভারে গাপ্টিল রান আউট হতে উচ্ছ্বাসের বাঁধ ভাঙল । অনেকেই মনে মনে বলে উঠলেন, "কর্মের ফল ।" সেদিন হেসেছিলেন গাপ্টিল । আজ কাঁদলেন । তবে, স্মিত হাসিটা লেগেই ছিল কেন উইলিয়ামসনের মুখে । আসল চ্যাম্পিয়ন তো তিনিই ।


New Delhi, July 15 (ANI): Launch of Chandrayaan-2 has been called off by Indian Space Research Organisation (ISRO) due to technical snag. Former Director of Public Interface DRDO, Ravi Gupta spoke to ANI on the matter and said that it was the right decision. Gupta said, "It was the right decision to call off Chandrayaan-2 launch. We could not have taken any chance in such a big mission. Several rounds of testing are performed of every part. Every movement needs to be monitored at every second."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.