ETV Bharat / sports

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম একাদশে সম্ভবত থাকছে না ব্রড

author img

By

Published : Jul 6, 2020, 2:01 PM IST

বুধবার সাউদাম্পটনে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ় প্রথম টেস্ট ৷ সেই ম্যাচের প্রথম একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা নেই থ্রি লায়ন্সদের অন্যতম সেরা পেসার স্টুয়ার্ট ব্রডের ৷

Stuart Broad might miss first Test
Stuart Broad might miss first Test

সাউদাম্পটন, 6 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাউদাম্পটনে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ৷ ম্যাচের প্রথম একাদশে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ ফলে সাউদাম্পটনের এগিয়াস বোলে জেমস অ্যান্ডারসনকে সঙ্গ দেবেন জোফ্রা আর্চার ও মার্ক উড ৷

দা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আট বছরে এই প্রথমবার ঘরোয়া টেস্টে দলের বাইরে থাকতে হবে ব্রডকে ৷ কারণ, ইংল্যান্ডের জোফ্রা আর্চার ও মার্ক উডের মতো দুই গতিময় পেসারকে খেলানোর দিকে বেশি জোর দিচ্ছে ম্যানেজমেন্ট ৷ উড ও আর্চার দু'জনই চোটের কবলে পড়েছিলেন ৷ তবে বর্তমানে দু'জনই ফিট ও মাঠে নামার জন্য তৈরি ৷ টিমে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন ডমিনিক বেস ৷ ফলে চূড়ান্ত একাদশে হয়ত দলের বাইরে রাখা হবে স্টুয়ার্ট ব্রডকে ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে কোনও অতিরিক্ত ব্যাটসম্যান থাকবে না ৷ এমনকী টিমের মধ্যে দু'টি দলে ভাগ করে খেলা অনুশীলন ম্যাচে ভালো পারফর্ম করা ক্রিস ওকসেরও প্রথম একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই ৷

34 বছর বয়সি ব্রড শেষবার 2012 সালে ঘরোয়া টেস্টে বিশ্রাম পেয়েছিলেন ৷ সেবারও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টের পরপরই পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্টে নামবে থ্রি লায়ন্সরা ৷ ফলে, দলের ফাস্ট বোলারকে সতেজ রাখতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটকিপার), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, মার্ক উড, ক্রিস ওকস ৷

সাউদাম্পটন, 6 জুলাই: ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে সাউদাম্পটনে বুধবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ৷ ম্যাচের প্রথম একাদশে ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রডের জায়গা পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ৷ ফলে সাউদাম্পটনের এগিয়াস বোলে জেমস অ্যান্ডারসনকে সঙ্গ দেবেন জোফ্রা আর্চার ও মার্ক উড ৷

দা গার্ডিয়ানে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, আট বছরে এই প্রথমবার ঘরোয়া টেস্টে দলের বাইরে থাকতে হবে ব্রডকে ৷ কারণ, ইংল্যান্ডের জোফ্রা আর্চার ও মার্ক উডের মতো দুই গতিময় পেসারকে খেলানোর দিকে বেশি জোর দিচ্ছে ম্যানেজমেন্ট ৷ উড ও আর্চার দু'জনই চোটের কবলে পড়েছিলেন ৷ তবে বর্তমানে দু'জনই ফিট ও মাঠে নামার জন্য তৈরি ৷ টিমে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন ডমিনিক বেস ৷ ফলে চূড়ান্ত একাদশে হয়ত দলের বাইরে রাখা হবে স্টুয়ার্ট ব্রডকে ৷ রিপোর্টে আরও বলা হয়েছে, বুধবার থেকে শুরু হতে চলা টেস্টে কোনও অতিরিক্ত ব্যাটসম্যান থাকবে না ৷ এমনকী টিমের মধ্যে দু'টি দলে ভাগ করে খেলা অনুশীলন ম্যাচে ভালো পারফর্ম করা ক্রিস ওকসেরও প্রথম একাদশে ঠাঁই পাওয়ার সম্ভাবনা নেই ৷

34 বছর বয়সি ব্রড শেষবার 2012 সালে ঘরোয়া টেস্টে বিশ্রাম পেয়েছিলেন ৷ সেবারও প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টের পরপরই পাকিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্টে নামবে থ্রি লায়ন্সরা ৷ ফলে, দলের ফাস্ট বোলারকে সতেজ রাখতে ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷

ইংল্যান্ড টেস্ট স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), জেমস অ্যান্ডারসন, জোফ্রা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার (উইকেটকিপার), জ্যাক ক্রলি, জো ডেনলি, ওলি পোপ, ডম সিবলি, মার্ক উড, ক্রিস ওকস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.