ETV Bharat / sports

দ্বিতীয় দিনেই ঘুরে দাঁড়াল ইংল্যান্ড, লাঞ্চের আগেই 5 উইকেট হারাল পাকিস্তান - পাকিস্তান

দিনের শুরুতেই উইকেট হারিয়ে স্কোরবোর্ড সচল রাখার থেকে ক্রিজে টিকে থাকা শ্রেয় মনে করেন পাকিস্তান ব্যাটসম্যানরা ৷ লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের রানরেট ছিল 1.84 ৷ অর্থাৎ এর থেকেই বোঝা যায় কতটা চাপে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৷

ইংল্যান্ড বনাম পাকিস্তান
ইংল্যান্ড বনাম পাকিস্তান
author img

By

Published : Aug 6, 2020, 6:50 PM IST

ম্যাঞ্চেস্টার, 6 অগাস্ট : দ্বিতীয় দিনের 6 নম্বর বল ৷ ইংল্যান্ডের বোলার জেমস আন্ডারসন ফুল লেন্থে ও অফ সাইডে রাখেন ৷ বল গতকাল থেকে অপরাজিত থাকা বাবর আজমের ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপের হাতে যায় ৷ এইভাবেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড ৷

দিনের শুরুতেই উইকেট হারিয়ে স্কোরবোর্ড সচল রাখার থেকে ক্রিজে টিকে থাকা শ্রেয় মনে করেন পাকিস্তান ব্যাটসম্যানরা ৷ লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের রানরেট ছিল 1.84 ৷ অর্থাৎ এর থেকেই বোঝা যায় কতটা চাপে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৷

বাবর আজমের উইকেট হারিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান, তখনই দ্বিতীয় আঘাত হানে ইংল্যান্ড ৷ আজমের আউট হওয়ার 11 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আসাদ শাফিক ৷ ম্যাঞ্চেস্টারের বাউন্সি হার্ড পিচে ব্রডের নিখুঁত লাইন লেন্থে ব্যাটের কানায় লাগানো ছাড়া অন্য কোনও রাস্তা খুঁজে পাননি শাফিক ৷ তবে তার আগে 41টি বলে কোনও রান করতে পারেনি পাকিস্তান ৷ এর থেকেই বোঝা যায় দ্বিতীয় দিনে নিজেদের লাইন লেন্থে কতটা নিখুঁত ছিলেন ব্রিটিশ বোলাররা ৷

আরও পড়ুন :- শিলিগুড়িতে নিখোঁজ জাতীয় স্তরের টিটি-তে সোনাজয়ী খেলোয়াড়

সকালের 26 ওভারের মধ্যে 11 ওভারই মেডেন খেলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ৷ গতকাল নিজের 8 ওভারে 32 রান দেওয়া আন্ডারসন আজ সকালে 7 ওভারে খরচ করলেন মাত্র 12 রান ৷ অন্যদিকে ব্রড তাঁর 5 ওভারের মধ্যে 4 ওভারই মেডেন নিলেন ৷

পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান 41 বল খেলে করলেন 9 রান ৷ ক্রিস ওকসের দুরন্ত বলে নিজের উইকেট খোয়ান তিনি ৷

ম্যাঞ্চেস্টার, 6 অগাস্ট : দ্বিতীয় দিনের 6 নম্বর বল ৷ ইংল্যান্ডের বোলার জেমস আন্ডারসন ফুল লেন্থে ও অফ সাইডে রাখেন ৷ বল গতকাল থেকে অপরাজিত থাকা বাবর আজমের ব্যাটের কানায় লেগে সেকেন্ড স্লিপের হাতে যায় ৷ এইভাবেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ইংল্যান্ড ৷

দিনের শুরুতেই উইকেট হারিয়ে স্কোরবোর্ড সচল রাখার থেকে ক্রিজে টিকে থাকা শ্রেয় মনে করেন পাকিস্তান ব্যাটসম্যানরা ৷ লাঞ্চ পর্যন্ত পাকিস্তানের রানরেট ছিল 1.84 ৷ অর্থাৎ এর থেকেই বোঝা যায় কতটা চাপে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৷

বাবর আজমের উইকেট হারিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পাকিস্তান, তখনই দ্বিতীয় আঘাত হানে ইংল্যান্ড ৷ আজমের আউট হওয়ার 11 রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন আসাদ শাফিক ৷ ম্যাঞ্চেস্টারের বাউন্সি হার্ড পিচে ব্রডের নিখুঁত লাইন লেন্থে ব্যাটের কানায় লাগানো ছাড়া অন্য কোনও রাস্তা খুঁজে পাননি শাফিক ৷ তবে তার আগে 41টি বলে কোনও রান করতে পারেনি পাকিস্তান ৷ এর থেকেই বোঝা যায় দ্বিতীয় দিনে নিজেদের লাইন লেন্থে কতটা নিখুঁত ছিলেন ব্রিটিশ বোলাররা ৷

আরও পড়ুন :- শিলিগুড়িতে নিখোঁজ জাতীয় স্তরের টিটি-তে সোনাজয়ী খেলোয়াড়

সকালের 26 ওভারের মধ্যে 11 ওভারই মেডেন খেলেন পাকিস্তানি ব্যাটসম্যানরা ৷ গতকাল নিজের 8 ওভারে 32 রান দেওয়া আন্ডারসন আজ সকালে 7 ওভারে খরচ করলেন মাত্র 12 রান ৷ অন্যদিকে ব্রড তাঁর 5 ওভারের মধ্যে 4 ওভারই মেডেন নিলেন ৷

পাকিস্তানের উইকেট রক্ষক ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান 41 বল খেলে করলেন 9 রান ৷ ক্রিস ওকসের দুরন্ত বলে নিজের উইকেট খোয়ান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.