ETV Bharat / sports

দ্বিতীয় টেস্টের দল ঘোষণা ইংল্যান্ডের, ফিরলেন জো রুট

অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে প্রথমেই ভুল সিদ্ধান্ত নেন বেন স্টোকস ৷ বোলিং সহায়ক উইকেটে টস জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেন তিনি ৷ যা নিয়ে পরে ভুগতে হয় ইংল্যান্ড দলকে ৷ এছাড়া শেষ দুই বছরে ইংল্যান্ডের টেস্টে সেরা বোলার স্ট্রুয়ার্ট ব্রডকে বসিয়ে জোফ্রে আর্চারকে খেলানোয় সমালোচনায় বিদ্ধ হন স্টোকস ৷

image
ইংল্য়ান্ড দল
author img

By

Published : Jul 15, 2020, 10:30 PM IST

ম্যাঞ্চেস্টার, 15 জুলাই : কোরোনা পরবর্তী ক্রিকেটের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে জো রুট বিহীন ইংল্যান্ড ৷ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে 4 উইকেটে পরাজয় হয় ইংল্যান্ডের ৷ তাই পরের ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া ব্রিটিশরা ৷ দলে ফিরলেন জো রুট ৷ দ্বিতীয় বার বাবা হয়েই অধিনায়কত্বের দায়িত্ব নিলেন জো ৷

তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচে অধিনায়কত্বের দায়ভার বর্তায় অলরাউন্ডার বেন স্টোকের কাঁধে ৷ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে প্রথমেই ভুল সিদ্ধান্ত নেন তিনি ৷ বোলিং সহায়ক উইকেটে টস জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস ৷ যা নিয়ে পরে ভুগতে হয় ইংল্যান্ড দলকে ৷ এছাড়া শেষ দুই বছরে ইংল্যান্ডের টেস্টে সেরা বোলার স্ট্রুয়ার্ট ব্রডকে বসিয়ে জোফ্রে আর্চারকে খেলানোয় সমালোচনায় বিদ্ধ হন বেন স্টোকস ৷ এমনকী অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন স্ট্রুয়ার্ট ব্রড ৷ সেই সমালোচনা থামাতে আসরে নামতে হয় অধিনায়ককেও ৷

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রুট ৷ দ্বিতীয় সন্তানের বাবা হয়ে ফের তিনি ফিরছেন ইংল্যান্ড দলে ৷ রবিবার সাউদম্পাটনে দলের হারের পর্যালোচনায় বসেছিল ইংল্যান্ড দল ৷ তবে তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-0 ম্যাচে পিছিয়ে থেকেও 3-1 ব্যবধানে সিরিজ় জেতা ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যেহেতু তিন ম্যাচের সিরিজ়, তাই পরের ম্যাচেই দলকে সমতায় ফিরতে হবে ৷ অন্যথায় ঘরের মাঠে সিরিজ জেতার সুযোগ হারাবে বিশ্বজয়ীরা ৷

এদিকে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে হুঙ্কার ছাড়ছে ডারেন শামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় ৷ তারাও যে সিরিজ় জয়ের মনোভাব নিয়ে ইংল্যান্ড এসেছে তা স্পষ্ট করে দেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স ৷

জো রুট ফিরলেও 13 জনের দল থেকে বাদ পড়লেন জো ড্যানলি ৷ প্রথম ম্যাচের দুই ইনিংসে এই ব্যাটসম্যানের সংগ্রহ ছিল যথাক্রমে 18 ও 29 ৷ তবে শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং বিভাগেও পরিবর্তন করে আগামীকাল নামছে ইংল্যান্ড ৷ মার্ক উড ও জিমি আন্ডারসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের নির্বাচকরা ৷ পরিবর্তে দলে ফিরলেন স্ট্রুয়ার্ট ব্রড ও স্যাম কুরান ৷

ম্যাঞ্চেস্টার, 15 জুলাই : কোরোনা পরবর্তী ক্রিকেটের প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছে জো রুট বিহীন ইংল্যান্ড ৷ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে 4 উইকেটে পরাজয় হয় ইংল্যান্ডের ৷ তাই পরের ম্যাচেই জয়ে ফিরতে মরিয়া ব্রিটিশরা ৷ দলে ফিরলেন জো রুট ৷ দ্বিতীয় বার বাবা হয়েই অধিনায়কত্বের দায়িত্ব নিলেন জো ৷

তিন ম্যাচের সিরিজ়ে প্রথম ম্যাচে অধিনায়কত্বের দায়ভার বর্তায় অলরাউন্ডার বেন স্টোকের কাঁধে ৷ অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে প্রথমেই ভুল সিদ্ধান্ত নেন তিনি ৷ বোলিং সহায়ক উইকেটে টস জিতেও ব্যাট করার সিদ্ধান্ত নেন স্টোকস ৷ যা নিয়ে পরে ভুগতে হয় ইংল্যান্ড দলকে ৷ এছাড়া শেষ দুই বছরে ইংল্যান্ডের টেস্টে সেরা বোলার স্ট্রুয়ার্ট ব্রডকে বসিয়ে জোফ্রে আর্চারকে খেলানোয় সমালোচনায় বিদ্ধ হন বেন স্টোকস ৷ এমনকী অধিনায়ক ও কোচের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে হতাশা প্রকাশ করেন স্ট্রুয়ার্ট ব্রড ৷ সেই সমালোচনা থামাতে আসরে নামতে হয় অধিনায়ককেও ৷

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য প্রথম টেস্ট না খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন রুট ৷ দ্বিতীয় সন্তানের বাবা হয়ে ফের তিনি ফিরছেন ইংল্যান্ড দলে ৷ রবিবার সাউদম্পাটনে দলের হারের পর্যালোচনায় বসেছিল ইংল্যান্ড দল ৷ তবে তাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-0 ম্যাচে পিছিয়ে থেকেও 3-1 ব্যবধানে সিরিজ় জেতা ৷ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে যেহেতু তিন ম্যাচের সিরিজ়, তাই পরের ম্যাচেই দলকে সমতায় ফিরতে হবে ৷ অন্যথায় ঘরের মাঠে সিরিজ জেতার সুযোগ হারাবে বিশ্বজয়ীরা ৷

এদিকে প্রথম ম্যাচেই জয় তুলে নিয়ে হুঙ্কার ছাড়ছে ডারেন শামির নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ় ৷ তারাও যে সিরিজ় জয়ের মনোভাব নিয়ে ইংল্যান্ড এসেছে তা স্পষ্ট করে দেন ক্যারিবিয়ান কোচ ফিল সিমন্স ৷

জো রুট ফিরলেও 13 জনের দল থেকে বাদ পড়লেন জো ড্যানলি ৷ প্রথম ম্যাচের দুই ইনিংসে এই ব্যাটসম্যানের সংগ্রহ ছিল যথাক্রমে 18 ও 29 ৷ তবে শুধু ব্যাটিংয়ে নয়, বোলিং বিভাগেও পরিবর্তন করে আগামীকাল নামছে ইংল্যান্ড ৷ মার্ক উড ও জিমি আন্ডারসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের নির্বাচকরা ৷ পরিবর্তে দলে ফিরলেন স্ট্রুয়ার্ট ব্রড ও স্যাম কুরান ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.