ETV Bharat / sports

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড শো, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা - স্টুয়ার্ট ব্রড

ইংল্যান্ডের পেসারদের গতি আর সুইংয়ে নাভিশ্বাস উঠেছে ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের । দ্বিতীয় দিনের শেষে 6টি উইকেট খুঁইয়ে 137 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ় ।

ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড শো, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা
ওল্ড ট্র্যাফোর্ডে ব্রড শো, ব্যাকফুটে ক্যারিবিয়ানরা
author img

By

Published : Jul 26, 2020, 12:45 PM IST

ম্যাঞ্চেস্টার, 26 জুলাই: ম্যাঞ্চেস্টারে স্টুয়ার্ট ব্রডের অলরাউন্ড পারফরম্যান্স ব্যাকফুটে ঠেলে দিল ক্যারিবিয়ানদের । ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান করেন ব্রড । পরে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং অর্ডারেও ধস নামান । ব্রড, অ্যান্ডারসনের মতো পেসারদের গতির সামনে টিকতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা । প্রথম ইনিংসে ইংল্যান্ডের 369 রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে 137 রান তুলতে পেরেছেন জেসন হোল্ডাররা । হাতে রয়েছে চারটি উইকেট ।

তবে প্রথম ইনিংসে তিনশোর আগে অলআউট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল ইংল্যান্ড শিবিরে । আগের দিনের অপরাজিত থাকা ওলি পোপ ও জস বাটলার দ্বিতীয়দিন মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি । 91 রানে অপরাজিত থাকা পোপ খাতায় কোনও রান যোগ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন । পোপকে ফেরানোর পর বাটলারকেও (67) আউট করেন শ্যানন গ্যাব্রিয়েল । তখনও তিনশোর গণ্ডি পার করেনি ইংল্যান্ড । কিন্তু তখনও আসল খেলা বাকি ছিল । নয় নম্বরে নেমে 45 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর সাড়ে তিনশোর উপর নিয়ে যান স্টুয়ার্ট ব্রড । তাঁর দৌলতে প্রথম ইনিংসে 369 রান তোলে ইংল্যান্ড । জবাবে অল্প আলোয় দ্বিতীয়দিনের খেলা শেষ হওয়ার আগে 137 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ় । হারিয়েছে ৬টি উইকেট । আরও আধঘণ্টা খেলা গড়ালে ক্যারিবিয়ানদের অবস্থা আরও খারাপ দিকে গড়াতে পারতে । 2টি করে উইকেট নিয়েছেন ব্রড ও অ্যান্ডারসন ।

প্রথম ইনিংসে হোল্ডাররা এখনও 232 রানে পিছিয়ে । অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডাওরিচের মাথায় এখন পাহাড় প্রমাণ চাপ । দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য ।

ম্যাঞ্চেস্টার, 26 জুলাই: ম্যাঞ্চেস্টারে স্টুয়ার্ট ব্রডের অলরাউন্ড পারফরম্যান্স ব্যাকফুটে ঠেলে দিল ক্যারিবিয়ানদের । ইংল্যান্ডের প্রথম ইনিংসে ব্যাট হাতে ঝোড়ো অর্ধশতরান করেন ব্রড । পরে ওয়েস্ট ইন্ডিজ়ের ব্যাটিং অর্ডারেও ধস নামান । ব্রড, অ্যান্ডারসনের মতো পেসারদের গতির সামনে টিকতে পারেননি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা । প্রথম ইনিংসে ইংল্যান্ডের 369 রানের জবাবে দ্বিতীয় দিনের শেষে 137 রান তুলতে পেরেছেন জেসন হোল্ডাররা । হাতে রয়েছে চারটি উইকেট ।

তবে প্রথম ইনিংসে তিনশোর আগে অলআউট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল ইংল্যান্ড শিবিরে । আগের দিনের অপরাজিত থাকা ওলি পোপ ও জস বাটলার দ্বিতীয়দিন মাঠে নেমে বেশিক্ষণ টিকতে পারেননি । 91 রানে অপরাজিত থাকা পোপ খাতায় কোনও রান যোগ না করেই প্যাভিলিয়নের পথ ধরেন । পোপকে ফেরানোর পর বাটলারকেও (67) আউট করেন শ্যানন গ্যাব্রিয়েল । তখনও তিনশোর গণ্ডি পার করেনি ইংল্যান্ড । কিন্তু তখনও আসল খেলা বাকি ছিল । নয় নম্বরে নেমে 45 বলে 62 রানের ঝোড়ো ইনিংস খেলে দলের স্কোর সাড়ে তিনশোর উপর নিয়ে যান স্টুয়ার্ট ব্রড । তাঁর দৌলতে প্রথম ইনিংসে 369 রান তোলে ইংল্যান্ড । জবাবে অল্প আলোয় দ্বিতীয়দিনের খেলা শেষ হওয়ার আগে 137 রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ় । হারিয়েছে ৬টি উইকেট । আরও আধঘণ্টা খেলা গড়ালে ক্যারিবিয়ানদের অবস্থা আরও খারাপ দিকে গড়াতে পারতে । 2টি করে উইকেট নিয়েছেন ব্রড ও অ্যান্ডারসন ।

প্রথম ইনিংসে হোল্ডাররা এখনও 232 রানে পিছিয়ে । অধিনায়ক জেসন হোল্ডার ও শেন ডাওরিচের মাথায় এখন পাহাড় প্রমাণ চাপ । দলের স্কোর সম্মানজনক জায়গায় পৌঁছে দেওয়াই এখন তাদের মূল লক্ষ্য ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.