ETV Bharat / sports

অধিনায়ক হিসেবে ছয় মারার রেকর্ডে ধোনিকে পিছনে ফেললেন মরগ্যান - SIX

ধোনির রেকর্ড ভাঙলেন ইয়ন মরগ্যান । অধিনায়ক হিসেবে 332 ম্যাচে 211 ছয় মেরেছিলেন ধোনি । আয়ারল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে 212 তম ছয় মেরে সেই রেকর্ড ভাঙলেন ইয়ন মরগ্যান ।

MORGAN
MORGAN
author img

By

Published : Aug 5, 2020, 8:20 PM IST

সাউদাম্পটন, 5 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান । সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েন তিনি । তবে একদিনের ম্যাচে তাঁর 14 তম শতরান কোনও কাজে লাগেনি । সিরিজ়ের শেষ ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দেয় আয়ারল্যান্ড ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইয়ন মরগ্যান 212 তম ছয়টি মারেন । অধিনায়ক হিসেবে 332 ম্যাচে 211 টি ছয় মেরে তালিকায় শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । 163 তম ম্যাচে তাঁকে টপকে গেলেন মরগ্যান । অধিনায়ক হিসেবে 171টি ছয় মেরে তালিকায় তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং । চতুর্থ স্থানে থাকা নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মেরেছেন 170 ছয় ।

অধিনায়ক হিসেবে পিছিয়ে গেলেও আন্তর্জাতিক কেরিয়ারে ধোনি এখনও মরগ্যানের থেকে এগিয়ে । মরগ্যান 333 আন্তর্জাতিক ম্যাচে 328টি ছয় মেরেছেন ।আর 526 ম্যাচে 359টি ছয় মেরেছেন ধোনি ।

সাউদাম্পটন, 5 অগাস্ট : মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙে দিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগ্যান । সাউদাম্পটনে আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে অধিনায়ক হিসেবে একদিনের ম্যাচে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়েন তিনি । তবে একদিনের ম্যাচে তাঁর 14 তম শতরান কোনও কাজে লাগেনি । সিরিজ়ের শেষ ম্যাচে ইংল্যান্ডকে 7 উইকেটে হারিয়ে দেয় আয়ারল্যান্ড ।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইয়ন মরগ্যান 212 তম ছয়টি মারেন । অধিনায়ক হিসেবে 332 ম্যাচে 211 টি ছয় মেরে তালিকায় শীর্ষে ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি । 163 তম ম্যাচে তাঁকে টপকে গেলেন মরগ্যান । অধিনায়ক হিসেবে 171টি ছয় মেরে তালিকায় তিনে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং । চতুর্থ স্থানে থাকা নিউজ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম মেরেছেন 170 ছয় ।

অধিনায়ক হিসেবে পিছিয়ে গেলেও আন্তর্জাতিক কেরিয়ারে ধোনি এখনও মরগ্যানের থেকে এগিয়ে । মরগ্যান 333 আন্তর্জাতিক ম্যাচে 328টি ছয় মেরেছেন ।আর 526 ম্যাচে 359টি ছয় মেরেছেন ধোনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.