ETV Bharat / sports

লকডাউনে ধোনির ক্লাসে ছুটি নেই - MS Dhoni

লকডাউনের পরিস্থিতিতে অনলাইনে ক্রিকেট অনুশীলনে ভুল শুধরে দিচ্ছে এমএস ধোনি অ্যাকাডেমি ৷

Dhoni's class does not have vacations in lockdown
লকডাউনে ধোনির ক্লাসে ছুটি নেই
author img

By

Published : Apr 6, 2020, 8:22 PM IST

কলকাতা, 6এপ্রিল : লকডাউনে সবকিছু বন্ধ হলেও মাহি স্যারের ক্লাসে ছুটি নেই । ক্রিকেটার জীবনের বেলাশেষে নতুন প্রতিভার অন্বেষণে ক্রিকেট কোচিং স্কুল খুলেছেন মহেন্দ্র সিং ধোনি । 16টি কেন্দ্র রয়েছে । এবং তার তিনটি সিঙ্গাপুর, দুবাই, ইংল্যান্ডের মত দেশে ৷ যাত্রা শুরুর প্রথম দিন অনলাইনে অ্যাপের মাধ্যমে ক্রিকেট শেখানোর কথা বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি অ্যাকাডেমির কর্তারা । মাহির ছোটবেলার কোচ কেশব ব্যানার্জী সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন । ভাবনার অভিনবত্বের কথা বলেছিলেন । এবং বর্তমান পরিস্থিতিতে সেদিনের সেই ভাবনা ক্রিকেট শিক্ষার অন্যতম পথ তা মানছেন সবাই । মাঠের কোচিং এর সঙ্গে তুলনা টানতে চান না মেন্টর কেশব ব্যানার্জী । বলছেন শিক্ষার্থীরা তাদের টেকনিক সংক্রান্ত ত্রুটিতে আটকে পড়লে তা অ্যাপের মাধ্যমে শুধরে দেওয়ার ব্যবস্থা রয়েছে ।

ধোনির অ্যাকাডেমির কোচ বাংলার প্রাক্তন ক্রিকেটার সত্রাজিৎ লাহিড়ি । তিনি জানিয়েছেন অনলাইনে ক্রিকেটের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা তারা শুরু করেছিলেন । লকডাউনের পরিস্থিতিতে তা যে কাজে আসছে বলাইবাহুল্য । তবে মাঠের কোচিংয়ের সঙ্গে অ্যাপের কোচিংয়ের তুলনা চান না । যারা বাড়িতে শ্যাডো প্র্যাকটিস করছে তাদের কোনও জায়গায় সমস্যায় পড়লে তা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে । কোচেরা তা দেখে এবং আলোচনা করে সেই ভুল শুধরে দেওয়ার চেষ্টা করছেন ।

এমএস ধোনি অ্যাকাডেমির মেন্টর কেশব ব্যানার্জী বলছেন অনলাইনে ক্রিকেট শেখানো হচ্ছে তা বললে ভুল ধারণা হয় । তবে অনলাইনে শিক্ষার্থীদের ভুল শুধরে দেওয়া হচ্ছে,সেকথা ঠিক ।

সিনিয়র পর্যায়ে অনুশীলনে ভুল শুধরে দেওয়ার জন্যে ধোনি, স্টিফেন ফ্লেমিং, ইমরান তাহিরের মত ব্যক্তিত্ব রয়েছেন । তবে তাদের কাছে অনুশীলনে ভুল শুধরে দেওয়ার কোনও সুপারিশ যায়নি । এবং তা যাওয়ার মত পরিস্থিতি এখনও হয়নি বলে মানছেন কেশব ব্যানার্জী।

মাহির ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট শিক্ষা বন্ধ যে নয় তা মানছেন কেশব ব্যানার্জী থেকে সত্রাজিৎ লাহিড়ি । তবে সিঙ্গাপুর, দুবাই, ইংল্যান্ডের অ্যাকাডেমি বন্ধ । সেখানকার কোচেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

কলকাতা, 6এপ্রিল : লকডাউনে সবকিছু বন্ধ হলেও মাহি স্যারের ক্লাসে ছুটি নেই । ক্রিকেটার জীবনের বেলাশেষে নতুন প্রতিভার অন্বেষণে ক্রিকেট কোচিং স্কুল খুলেছেন মহেন্দ্র সিং ধোনি । 16টি কেন্দ্র রয়েছে । এবং তার তিনটি সিঙ্গাপুর, দুবাই, ইংল্যান্ডের মত দেশে ৷ যাত্রা শুরুর প্রথম দিন অনলাইনে অ্যাপের মাধ্যমে ক্রিকেট শেখানোর কথা বলেছিলেন মহেন্দ্র সিং ধোনি অ্যাকাডেমির কর্তারা । মাহির ছোটবেলার কোচ কেশব ব্যানার্জী সেদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন । ভাবনার অভিনবত্বের কথা বলেছিলেন । এবং বর্তমান পরিস্থিতিতে সেদিনের সেই ভাবনা ক্রিকেট শিক্ষার অন্যতম পথ তা মানছেন সবাই । মাঠের কোচিং এর সঙ্গে তুলনা টানতে চান না মেন্টর কেশব ব্যানার্জী । বলছেন শিক্ষার্থীরা তাদের টেকনিক সংক্রান্ত ত্রুটিতে আটকে পড়লে তা অ্যাপের মাধ্যমে শুধরে দেওয়ার ব্যবস্থা রয়েছে ।

ধোনির অ্যাকাডেমির কোচ বাংলার প্রাক্তন ক্রিকেটার সত্রাজিৎ লাহিড়ি । তিনি জানিয়েছেন অনলাইনে ক্রিকেটের সঙ্গে পরিচয় করানোর চেষ্টা তারা শুরু করেছিলেন । লকডাউনের পরিস্থিতিতে তা যে কাজে আসছে বলাইবাহুল্য । তবে মাঠের কোচিংয়ের সঙ্গে অ্যাপের কোচিংয়ের তুলনা চান না । যারা বাড়িতে শ্যাডো প্র্যাকটিস করছে তাদের কোনও জায়গায় সমস্যায় পড়লে তা ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে । কোচেরা তা দেখে এবং আলোচনা করে সেই ভুল শুধরে দেওয়ার চেষ্টা করছেন ।

এমএস ধোনি অ্যাকাডেমির মেন্টর কেশব ব্যানার্জী বলছেন অনলাইনে ক্রিকেট শেখানো হচ্ছে তা বললে ভুল ধারণা হয় । তবে অনলাইনে শিক্ষার্থীদের ভুল শুধরে দেওয়া হচ্ছে,সেকথা ঠিক ।

সিনিয়র পর্যায়ে অনুশীলনে ভুল শুধরে দেওয়ার জন্যে ধোনি, স্টিফেন ফ্লেমিং, ইমরান তাহিরের মত ব্যক্তিত্ব রয়েছেন । তবে তাদের কাছে অনুশীলনে ভুল শুধরে দেওয়ার কোনও সুপারিশ যায়নি । এবং তা যাওয়ার মত পরিস্থিতি এখনও হয়নি বলে মানছেন কেশব ব্যানার্জী।

মাহির ক্রিকেট অ্যাকাডেমির ক্রিকেট শিক্ষা বন্ধ যে নয় তা মানছেন কেশব ব্যানার্জী থেকে সত্রাজিৎ লাহিড়ি । তবে সিঙ্গাপুর, দুবাই, ইংল্যান্ডের অ্যাকাডেমি বন্ধ । সেখানকার কোচেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.