দিল্লি, 26 সেপ্টেম্বর : 22 গজ থেকে দূরে থেকেও জনপ্রিয়তার নিরিখে এখনও ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি । শুধু তাই না ভারতীয়দের মধ্যে সব থেকে শ্রদ্ধেয়দের তালিকায় ধোনি রয়েছেন দ্বিতীয় স্থানে । তাঁর উপরে কেবলমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । এমনই বলছে ইউগভ-এর সমীক্ষা ।
বিশ্বব্য়াপী 41টি দেশের মোট 42 হাজার মানুষকে নিয়ে সমীক্ষার ফল স্বরূপ এই তালিকা তৈরি করেছে সংস্থাটি । এর মধ্য়ে দু’টি আলাদা বিভাগ রাখা হয় । বিশ্বের সবচেয়ে শ্রদ্ধেয় পুরুষ ও মহিলাকেই আলাদা করে বেছে নিয়েছে তারা । সমীক্ষা রিপোর্ট বলছে, ভারতে মোদির পরেই পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে অনুপ্রাণিত করেছেন দেশের বিশ্বকাপ জয়ী অধিনায়ক । বক্সার মেরি কমকে মহিলা হিসাবে সবচেয় বেশি মানুষ শ্রদ্ধা করেন ।
সমীক্ষা জানিয়েছে, মোদির অ্যাডমিরেশন রেটিং 15.66%, ধোনি 8.58% । এই তালিকায় তিনে রয়েছেন সচিন তেন্ডুলকর (5.81%), চারে বিরাট কোহলি (4.46%) । মহিলাদের মধ্যে মেরি কমের অ্যাডমিরেশন রেটিং 10.36% । এরপরেই রয়েছেন কিরণ বেদী, লতা মঙ্গেশকর, সুষমা স্বরাজ ও দীপিকা পাড়ুকোন ।
সমীক্ষা অনুযায়ী গোটা বিশ্বে সবচেয়ে সম্মাননীয় পুরুষের শিরোপা পেয়েছেন বিল গেটস । বিশ্বে সবচেয়ে সম্মাননীয় নারী মিশেল ওবামা ।