ETV Bharat / sports

IPL-এ দল না পাওয়ায় হতাশা ! আত্মঘাতী মুম্বইয়ের ক্রিকেটার - IPL 2020

সোমবার রাতে শোয়ার ঘর থেকে দেহ উদ্ধার হয় মুম্বইয়ের ক্রিকেটার করণ তিওয়ারির । তিনি মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন ।

KARAN
KARAN
author img

By

Published : Aug 12, 2020, 7:51 PM IST

মুম্বই , 12 অগাস্ট : দেহ উদ্ধার হল মুম্বইয়ের ক্রিকেটার করণ তিওয়ারির । সোমবার রাতে শোয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । করণ মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন । কয়েকদিন আগে শেষ করেছেন লেভেল-1 কোচিং। IPL-এ কোনও দল না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন । তাই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

পুলিশ সূত্রে খবর, IPL-এর কোনও দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করবেন বলে তিনি নাকি এক ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়েছিলেন । ওই বন্ধু বিষয়টি করণের বোনকে জানিয়েছিলেন । বোন জানিয়েছিলেন তাঁর মাকেও । এরই মাঝে সোমবার রাত ১০টা নাগাদ তাঁর দেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা ।

BCCI-র নিয়ম হচ্ছে, IPL-এর নিলামে উঠতে হলে রাজ্য দলের যে কোনও ক্যাটাগরিতে খেলতে হবে । করণ গত মরশুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPLদলগুলোর অনুশীলনের সময় নেটে বোলিং করতেন। 2019 সালে ক্লাব স্তরে ভালো পারফর্ম করেও মুম্বই দলের কোনও বিভাগে সুযোগ পাননি করণ । ফলে অধরা থেকে যায় IPL খেলার স্বপ্ন ।

করণের এক বন্ধু বলেন, " ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল। খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। কয়েকদিন আগে নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিয়ো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়েছিল । ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে ভাবতে পারিনি।

শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে করণ পরিচিত ছিলেন "জুনিয়র ডেল স্টেইন" নামে।

মুম্বই , 12 অগাস্ট : দেহ উদ্ধার হল মুম্বইয়ের ক্রিকেটার করণ তিওয়ারির । সোমবার রাতে শোয়ার ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা । করণ মুম্বইয়ের সুভেনিয়র ক্রিকেট ক্লাব ও ইউনাইটেড ফ্রেন্ডস স্পোর্টস ক্লাবে খেলেছেন । কয়েকদিন আগে শেষ করেছেন লেভেল-1 কোচিং। IPL-এ কোনও দল না পাওয়ায় মানসিক অবসাদে ভুগছিলেন । তাই তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের প্রাথমিক অনুমান ।

পুলিশ সূত্রে খবর, IPL-এর কোনও দলে সুযোগ না পাওয়ায় আত্মহত্যা করবেন বলে তিনি নাকি এক ঘনিষ্ঠ বন্ধুকে জানিয়েছিলেন । ওই বন্ধু বিষয়টি করণের বোনকে জানিয়েছিলেন । বোন জানিয়েছিলেন তাঁর মাকেও । এরই মাঝে সোমবার রাত ১০টা নাগাদ তাঁর দেহ ঝুলতে দেখেন পরিবারের সদস্যরা ।

BCCI-র নিয়ম হচ্ছে, IPL-এর নিলামে উঠতে হলে রাজ্য দলের যে কোনও ক্যাটাগরিতে খেলতে হবে । করণ গত মরশুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে IPLদলগুলোর অনুশীলনের সময় নেটে বোলিং করতেন। 2019 সালে ক্লাব স্তরে ভালো পারফর্ম করেও মুম্বই দলের কোনও বিভাগে সুযোগ পাননি করণ । ফলে অধরা থেকে যায় IPL খেলার স্বপ্ন ।

করণের এক বন্ধু বলেন, " ওর খুব আশা ছিল রাজ্য দলে সুযোগ পাবে। কয়েকজনের সঙ্গে এ নিয়ে কথাও চলছিল। খুবই সম্ভাবনাময় ক্রিকেটার ছিল। কয়েকদিন আগে নিজের বোলিং আর ব্যাটিংয়ের ভিডিয়ো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাসে দিয়েছিল । ও এমন প্রাণঘাতী সিদ্ধান্ত নেবে ভাবতে পারিনি।

শারীরিক গঠন আর বোলিং অ্যাকশনে ডেল স্টেইনের সঙ্গে অনেক মিল থাকায় স্থানীয় ক্রিকেটে করণ পরিচিত ছিলেন "জুনিয়র ডেল স্টেইন" নামে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.