ETV Bharat / sports

অন্যদের তুলনায় দিল্লি ক্য়াপিটালসের রিজ়ার্ভ বেঞ্চ যথেষ্ট শক্তিশালী : অশ্বিন - অন্যদের তুলনায় দিল্লি ক্য়াপিটালসের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী বলছেন অশ্বিন

পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে দিল্লি ক্যাপিটালস ৷

Ashwin
Ashwin
author img

By

Published : Oct 6, 2020, 3:15 PM IST

দুবাই, 6 অক্টোবর : অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রর অনুপস্থিতি বুঝতেই দিলেন না অক্ষর পটেল ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চার ওভারে 18 রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি ৷ তাঁর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি বলেন, এই ঘটনা বুঝিয়ে দেয় যে দিল্লির রিজ়ার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ৷ তাঁর মতে, IPL-এর অন্য দলের তুলনায় ক্যাপিটালসের বেঞ্চ যথেষ্ট ভালো ৷

চোট-আঘাত নিয়েই চলতি IPL-এ এগিয়ে চলেছে দিল্লি ক্যাপিটালস ৷ প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও পরে অমিত মিশ্র ৷ দিল্লির দুই তারকা স্পিনারই চোটের কবলে পড়েন ৷ অশ্বিন সুস্থ হয়ে কামব্যাক করলেও আঙুলের চোটে এবারের IPL অভিযান শেষ হয়ে গেছে অমিত মিশ্রর ৷ RCB-র বিরুদ্ধে ম্যাচের আগে এই খবর স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছিল ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ৷ মিশ্রর জায়গায় প্রথম একাদশে রাখা হয় অক্ষর পটেলকে ৷ যদিও এই অভিজ্ঞ স্পিনারের অভাব বুঝতেই দেননি তিনি ৷ RCB ওপেনার অ্যারন ফিঞ্চ ও মইন আলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ৷ চার ওভারে দেন 18 রান ৷ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 59 রানে জয়ের পর অশ্বিন বলেন, "আমার কাঁধে যখন চোট লেগেছিল তখন অমিত সেই অভাব পূরণ করেছে ৷ এখন ও চোট পেয়েছে ৷ অক্ষর সেই জায়গায় এসে ওর অভাব পূরণ করছে ৷ আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী ৷ অন্যদের তুলনায় যথেষ্ট ভালো ৷ তবে অমিতকে মিস করব ৷" অক্ষরের পারফরম্যান্সেরও প্রশংসা করেন অশ্বিন ৷

শুনুন অশ্বিনের বক্তব্য

সোমবার 196 রান তাড়া করতে নামা RCB-কে 137 রানে আটকে দেয় দিল্লি ক্যাপিটালসের বোলাররা ৷ একমাত্র বিরাট কোহলি ছাড়া অন্য কেউ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ ওপেনার দেবদূত পড়িক্কলের গুরুত্বপূণ উইকেট তুলে নেন অশ্বিন ৷ কাগিসো রাবাডা ও অ্যানরিখ নর্জে ছয়টি উইকেট নেন ৷ স্পিনাররা নেন 3টি উইকেট ৷ এই জয়ের ফলে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস ৷

দুবাই, 6 অক্টোবর : অভিজ্ঞ স্পিনার অমিত মিশ্রর অনুপস্থিতি বুঝতেই দিলেন না অক্ষর পটেল ৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে চার ওভারে 18 রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন তিনি ৷ তাঁর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রবিচন্দ্রন অশ্বিন ৷ তিনি বলেন, এই ঘটনা বুঝিয়ে দেয় যে দিল্লির রিজ়ার্ভ বেঞ্চ কতটা শক্তিশালী ৷ তাঁর মতে, IPL-এর অন্য দলের তুলনায় ক্যাপিটালসের বেঞ্চ যথেষ্ট ভালো ৷

চোট-আঘাত নিয়েই চলতি IPL-এ এগিয়ে চলেছে দিল্লি ক্যাপিটালস ৷ প্রথমে রবিচন্দ্রন অশ্বিন ও পরে অমিত মিশ্র ৷ দিল্লির দুই তারকা স্পিনারই চোটের কবলে পড়েন ৷ অশ্বিন সুস্থ হয়ে কামব্যাক করলেও আঙুলের চোটে এবারের IPL অভিযান শেষ হয়ে গেছে অমিত মিশ্রর ৷ RCB-র বিরুদ্ধে ম্যাচের আগে এই খবর স্বাভাবিকভাবেই চিন্তায় ফেলেছিল ক্যাপিটালস ম্যানেজমেন্টকে ৷ মিশ্রর জায়গায় প্রথম একাদশে রাখা হয় অক্ষর পটেলকে ৷ যদিও এই অভিজ্ঞ স্পিনারের অভাব বুঝতেই দেননি তিনি ৷ RCB ওপেনার অ্যারন ফিঞ্চ ও মইন আলির গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ৷ চার ওভারে দেন 18 রান ৷ ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 59 রানে জয়ের পর অশ্বিন বলেন, "আমার কাঁধে যখন চোট লেগেছিল তখন অমিত সেই অভাব পূরণ করেছে ৷ এখন ও চোট পেয়েছে ৷ অক্ষর সেই জায়গায় এসে ওর অভাব পূরণ করছে ৷ আমাদের বেঞ্চ যথেষ্ট শক্তিশালী ৷ অন্যদের তুলনায় যথেষ্ট ভালো ৷ তবে অমিতকে মিস করব ৷" অক্ষরের পারফরম্যান্সেরও প্রশংসা করেন অশ্বিন ৷

শুনুন অশ্বিনের বক্তব্য

সোমবার 196 রান তাড়া করতে নামা RCB-কে 137 রানে আটকে দেয় দিল্লি ক্যাপিটালসের বোলাররা ৷ একমাত্র বিরাট কোহলি ছাড়া অন্য কেউ বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি ৷ ওপেনার দেবদূত পড়িক্কলের গুরুত্বপূণ উইকেট তুলে নেন অশ্বিন ৷ কাগিসো রাবাডা ও অ্যানরিখ নর্জে ছয়টি উইকেট নেন ৷ স্পিনাররা নেন 3টি উইকেট ৷ এই জয়ের ফলে পাঁচটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে আট পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.