ETV Bharat / sports

ICC পরিচালনার জন্য সৌরভ যথেষ্ট দক্ষ : ডেভিড গাওয়ার - Sourav Ganguly

সৌরভ গঙ্গোপাধ্যায় ICC -র প্রধান হলে অবাক হবেন না প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ার ৷ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থাকে পরিচালনা করার জন্য সৌরভ যথেষ্ট দক্ষ বলেই মত তাঁর ৷

image
সৌরভ
author img

By

Published : May 15, 2020, 9:39 PM IST

মুম্বই, 15 মে : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালনা করার মতো সমস্ত যোগ্যতা আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এমনই মত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ারের ৷ টুইটারে ভক্তদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি ৷

গাওয়ার বলেন, ‘‘আমি মনে করি সৌরভ খুব ভালো ব্যক্তি ও রাজনৈতিকভাবে দক্ষ ৷ সবাইকে এক জায়গায় নিয়ে কাজ করার ওঁর মনোভাবও ভালো ৷ কিন্তু আমার মতে দক্ষ হাতে BCCI পরিচালনা করা আরও কঠিন কাজ ৷ ICC -র প্রধান হওয়া সম্মানের ৷ কিন্তু যদি তুমি শক্তির ভরকেন্দ্র দেখ, BCCI পরিচালনা করা অবশ্যই কঠিন কাজ ৷ BCCI পরিচালনা করতে একজনকে সবদিক থেকে দক্ষ হতে হবে ৷’’

সৌরভ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘আমি সৌরভের সঙ্গে বহুবার কথা বলেছি ৷ ও নিঃসন্দহে একজন দুরন্ত ক্রিকেটার ছিল ৷ বহু বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি BCCI পরিচালনা করতে তোমাকে অনেক কিছু জানতে হবে ৷’’

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কথা বলেন গাওয়ার ৷ টেস্ট ম্যাচের অস্তিত্ব বাঁচানোর জন্যই এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা বলেই তাঁর মত ৷

মুম্বই, 15 মে : আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল পরিচালনা করার মতো সমস্ত যোগ্যতা আছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৷ এমনই মত প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক ডেভিড গাওয়ারের ৷ টুইটারে ভক্তদের সঙ্গে কথা বলার সময় একথা জানান তিনি ৷

গাওয়ার বলেন, ‘‘আমি মনে করি সৌরভ খুব ভালো ব্যক্তি ও রাজনৈতিকভাবে দক্ষ ৷ সবাইকে এক জায়গায় নিয়ে কাজ করার ওঁর মনোভাবও ভালো ৷ কিন্তু আমার মতে দক্ষ হাতে BCCI পরিচালনা করা আরও কঠিন কাজ ৷ ICC -র প্রধান হওয়া সম্মানের ৷ কিন্তু যদি তুমি শক্তির ভরকেন্দ্র দেখ, BCCI পরিচালনা করা অবশ্যই কঠিন কাজ ৷ BCCI পরিচালনা করতে একজনকে সবদিক থেকে দক্ষ হতে হবে ৷’’

সৌরভ সম্পর্কে বলতে গিয়ে তিনি আরও বলেন, ‘‘আমি সৌরভের সঙ্গে বহুবার কথা বলেছি ৷ ও নিঃসন্দহে একজন দুরন্ত ক্রিকেটার ছিল ৷ বহু বছরের অভিজ্ঞতা থেকে আমি যেটা শিখেছি BCCI পরিচালনা করতে তোমাকে অনেক কিছু জানতে হবে ৷’’

টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়েও কথা বলেন গাওয়ার ৷ টেস্ট ম্যাচের অস্তিত্ব বাঁচানোর জন্যই এই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনা বলেই তাঁর মত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.