কেপটাউন, 5 অগাস্ট : লাল বলে আর আগুন ঝরাবেন না প্রোটিয়া স্পিডস্টার ডেল স্টেইন ৷ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন ৷ সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত ৷ 93 টি টেস্টে 439 টি উইকেট নিয়ে চলতি বছরেই শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ৷
অবসর ঘোষণা করতে গিয়ে স্টেইন বলেন , "আজ আমি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট থেকে সরে যাচ্ছি ৷ আমার মতে টেস্টই ক্রিকেটের সেরাতম সংস্করণ । এই সংস্করণ সবসময় আপনাকে মানসিক, শারীরিক, মানসিকভাবে পরীক্ষা নিতে থাকে ৷ আর টেস্ট খেলতে পারব না এটা আমি ভাবতেই পারছি না ৷ মনে হচ্ছে কেউ আমার প্রাণ কেড়ে নিচ্ছে ৷ এখন আমার ক্যারিয়ারের বাকি অংশের জন্য ওয়ানডে এবং T-20তে মনোনিবেশ করতে চাই । "
2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত 263 সপ্তাহ টেস্ট ক্রিকেটের বোলারদের শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন স্টেইন ৷ 2008 সালে জিতেছিলেন টেস্ট ক্রিকেটার অফ দা ইয়ার পুরস্কার ৷ 2016 সালে কাঁধের হাড় ভাঙার পর থেকেই আর নিজের সেরাটা দিতে পারেননি এই প্রোটিয়া স্পিডস্টার ৷ স্টেইনের অবসরে সাদা জার্সি হারাল এক বর্ণময় ক্রিকেটারকে ৷