ETV Bharat / sports

লাল বলে আর আগুন ঝরাবেন না স্টেইন

টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন ডেল স্টেইন ৷ তবে খেলবেন একদিনের ও T-20 ক্রিকেট ৷ টেস্ট থেকে অবসর নেওয়ার সময় আবেগতাড়িত হয়ে পড়েন স্টেইন ৷

ডেল
author img

By

Published : Aug 6, 2019, 12:04 AM IST

কেপটাউন, 5 অগাস্ট : লাল বলে আর আগুন ঝরাবেন না প্রোটিয়া স্পিডস্টার ডেল স্টেইন ৷ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন ৷ সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত ৷ 93 টি টেস্টে 439 টি উইকেট নিয়ে চলতি বছরেই শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ৷

অবসর ঘোষণা করতে গিয়ে স্টেইন বলেন , "আজ আমি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট থেকে সরে যাচ্ছি ৷ আমার মতে টেস্টই ক্রিকেটের সেরাতম সংস্করণ । এই সংস্করণ সবসময় আপনাকে মানসিক, শারীরিক, মানসিকভাবে পরীক্ষা নিতে থাকে ৷ আর টেস্ট খেলতে পারব না এটা আমি ভাবতেই পারছি না ৷ মনে হচ্ছে কেউ আমার প্রাণ কেড়ে নিচ্ছে ৷ এখন আমার ক্যারিয়ারের বাকি অংশের জন্য ওয়ানডে এবং T-20তে মনোনিবেশ করতে চাই । "

2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত 263 সপ্তাহ টেস্ট ক্রিকেটের বোলারদের শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন স্টেইন ৷ 2008 সালে জিতেছিলেন টেস্ট ক্রিকেটার অফ দা ইয়ার পুরস্কার ৷ 2016 সালে কাঁধের হাড় ভাঙার পর থেকেই আর নিজের সেরাটা দিতে পারেননি এই প্রোটিয়া স্পিডস্টার ৷ স্টেইনের অবসরে সাদা জার্সি হারাল এক বর্ণময় ক্রিকেটারকে ৷

কেপটাউন, 5 অগাস্ট : লাল বলে আর আগুন ঝরাবেন না প্রোটিয়া স্পিডস্টার ডেল স্টেইন ৷ টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নিলেন ৷ সীমিত ওভারের ক্রিকেটে মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত ৷ 93 টি টেস্টে 439 টি উইকেট নিয়ে চলতি বছরেই শন পোলককে টপকে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন ৷

অবসর ঘোষণা করতে গিয়ে স্টেইন বলেন , "আজ আমি আমার সবচেয়ে প্রিয় ফরম্যাট থেকে সরে যাচ্ছি ৷ আমার মতে টেস্টই ক্রিকেটের সেরাতম সংস্করণ । এই সংস্করণ সবসময় আপনাকে মানসিক, শারীরিক, মানসিকভাবে পরীক্ষা নিতে থাকে ৷ আর টেস্ট খেলতে পারব না এটা আমি ভাবতেই পারছি না ৷ মনে হচ্ছে কেউ আমার প্রাণ কেড়ে নিচ্ছে ৷ এখন আমার ক্যারিয়ারের বাকি অংশের জন্য ওয়ানডে এবং T-20তে মনোনিবেশ করতে চাই । "

2008 সাল থেকে 2014 সাল পর্যন্ত 263 সপ্তাহ টেস্ট ক্রিকেটের বোলারদের শীর্ষস্থানটা ধরে রেখেছিলেন স্টেইন ৷ 2008 সালে জিতেছিলেন টেস্ট ক্রিকেটার অফ দা ইয়ার পুরস্কার ৷ 2016 সালে কাঁধের হাড় ভাঙার পর থেকেই আর নিজের সেরাটা দিতে পারেননি এই প্রোটিয়া স্পিডস্টার ৷ স্টেইনের অবসরে সাদা জার্সি হারাল এক বর্ণময় ক্রিকেটারকে ৷

Chennai (TN), Aug 05 (ANI): 4-year-old prodigy from Tamil Nadu's Chennai broke Triumph World Record by identifying all Asian countries flags. P. Veyashini identified all the 49 Asian countries with their capitals. She took only 84 seconds to recognise the countries and their capitals.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.