দুবাই, 10 অক্টোবর : 22 গজে বিশাল উত্তেজনার মুহূর্তেও একজনের মাথা থাকে কুল ৷ চোখে মুখে ফুটে ওঠে না দুশ্চিন্তার ছায়া ৷ আর অন্যজন পুরোপুরি উলটো ৷ আগ্রাসী মনোভাবের ৷ ক্যাপ্টেন হট তকমাটা সেই কারণেই পাওয়া ৷ প্রথমজন মহেন্দ্র সিং ধোনি ও দ্বিতীয়জন বিরাট কোহলি ৷ শনিবাসরীয় IPL-এ আজ মুখোমুখি এই দুই ভিন্ন মেরুর দুই অধিনায়ক ৷
পরিসংখ্যান বলছে, IPL-এ বরাবরই আগ্রাসী কোহলিকে টেক্কা দিয়ে গেছে ধোনির ঠান্ডা মাথার নেতৃত্ব ৷ তারজন্যই ধোনির নেতৃত্বে তিন তিনবার ট্রফি জিতেছে চেন্নাই সুপার কিংস ৷ অন্যদিকে জয় তো দূরের কথা ফাইনালে পা রাখার সৌভাগ্যই হয়নি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ৷ কিন্তু এবারের পরিস্থিতি একটু আলাদা ৷ দেখতে গেলে অনেকটাই আলাদা ৷ এবার পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে RCB ৷ পয়েন্ট সংখ্যা 6 ৷ অন্যবারের তুলনায় দুরন্ত দেখাচ্ছে কোহলির টিমকে ৷ অন্যদিকে ছয়টি ম্যাচ খেলে চেন্নাইয়ের পয়েন্ট মাত্র চার ৷ ব্যাটিং, বোলিং সব বিভাগেই সেই দুর্ধর্ষ চেন্নাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ সবচেয়ে বেশি চর্চায় রয়েছেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ৷ আগের মতো ব্যাটে ধার নেই ৷ ফিনিশারের ভূমিকা পালন করতে পারছেন না ৷
-
Fully F O C U S E D.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 10, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
It’s Match Day! 🤩#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #CSKvRCB pic.twitter.com/qQ2wYBOyJJ
">Fully F O C U S E D.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 10, 2020
It’s Match Day! 🤩#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #CSKvRCB pic.twitter.com/qQ2wYBOyJJFully F O C U S E D.
— Royal Challengers Bangalore (@RCBTweets) October 10, 2020
It’s Match Day! 🤩#PlayBold #IPL2020 #WeAreChallengers #Dream11IPL #CSKvRCB pic.twitter.com/qQ2wYBOyJJ
তবে নিজেদের শেষ ম্যাচে হেরেছে দুটি দলই ৷ CSK-র টিমের বাইরে বসতে হতে পারে কেদার যাদবকে ৷ নাইটদের বিরুদ্ধে কেদারের ব্যাট জয়ে এনে দিতে পারেনি ৷ ব্যাপক সমালোচিত হন তিনি ৷ ফর্মে ফিরেছেন শেন ওয়াটসন ৷ লাগাতার ভালো পারফরম্যান্স ফাফ ডুপ্লেসির ৷ তা সত্ত্বেও চেন্নাইয়ের মিডল অর্ডার নিয়ে দুশ্চিন্তা রয়েই যাচ্ছে ৷ ক্যাপ্টেন ধোনি ছন্দ হারিয়ে ফেলেছেন ৷ যাদব বাইরে থাকলে রুতুরাজ গায়কোয়াড় বা এন জগদীশন নামতে পারেন ৷ নাইটদের বিরুদ্ধে চেন্নাইয়ের বোলাররা ভালো পারফর্ম করেছিলেন ৷ ডোয়েন ব্র্যাভো তিনটি উইকেট নিয়েছিলেন ৷ পীয়ূষ চাওলার পরিবর্তে আসা করণ শর্মা রান দিলেও একটি উইকেট তোলেন ৷ পেস বিভাগে থাকছেন দীপক চাহার, স্যাম কুরান এবং শার্দূল ঠাকুর ৷
অন্যদিকে বেঙ্গালুরুর সবচেয়ে বড় স্বস্তি হল- ফর্মে ফিরেছেন ক্যাপ্টেন কোহলি ৷ বিরাট-ডিভিলিয়ার্স ছাড়াও দায়িত্ব তুলে নিয়েছেন তরুণ দেবদত্ত পড়িক্কাল এবং অ্যারন ফিঞ্চ ৷ স্পিন বিভাগ নিয়ে চিন্তা না থাকলেও বিরাটকে ভাবাচ্ছে পেস ব্রিগেড ৷ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ধোনির ক্রিকেট মস্তিস্ককে টেক্কা দিয়ে জয়ের লক্ষ্যে মরিয়া হয়ে থাকবে কোহলিরা ৷