ETV Bharat / sports

ফিরলেন দেশে, এবারের IPL রায়না-হীন - 2020 আইপিএল থেকে ছিটকে গেলেন সুরেশ রায়না

ইতিমধ্যেই আরব আমিরশাহি থেকে দেশে ফিরেছেন সুরেশ রায়না ৷

ব্যক্তিগত কারণে দেশে ফিরলেন রায়না, খেলবেন না IPL-এ
ব্যক্তিগত কারণে দেশে ফিরলেন রায়না, খেলবেন না IPL-এ
author img

By

Published : Aug 29, 2020, 12:11 PM IST

Updated : Aug 29, 2020, 1:27 PM IST

আবু ধাবি, 29 অগাস্ট : একদিন আগেই একজন ক্রিকেটার সহ 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এবার ফের খারাপ খবর চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ ব্যক্তিগত কারণে আমিরশাহিতে 2020 IPL-এ খেলবেন না CSK-এর তারকা অলরাউন্ডার সুরেশ রায়না ৷ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন তিনি ৷ এই বিষয়ে CSK CEO কেএস বিশ্বনাথন বলেছেন, "ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ এবারের IPL-এ তাঁকে পাওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে সুরেশের পরিবারকে সম্পূর্ণভাবে সাহায্য করবে চেন্নাই সুপার কিংস ৷ "

33 বছরের রায়না সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ আরব আমিরশাহি যাওয়ার আগে CSK-এর প্রি ডিপার্চার ক্যাম্পে যোগ দেওয়ার দিন দুয়েকের মধ্যে ক্রিকেট জগতকে স্তব্ধ করে দিয়ে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি ৷ প্রাক্তন অধিনায়কের এই সিদ্ধান্তের আধঘণ্টার মধ্যে রায়নাও অবসর ঘোষণা করে দেন ৷ তারপর 21 অগাস্ট গোটা টিমের সঙ্গে আমিরশাহি উড়ে যান ৷ ভারতীয় দলের জার্সি গায়ে তাঁদের আর দেখা যাবে না ৷ তাই সদ্য প্রাক্তন হওয়া এই দুই ক্রিকেটারকে IPL-এ খেলতে দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট অনুরাগীরা ৷ যদিও এই মরশুমে অনুরাগীদের সেই ইচ্ছে আর পূরণ হচ্ছে না ৷ ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন রায়না ৷

  • Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.

    KS Viswanathan
    CEO

    — Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ক্রোড়পতি লিগে এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না CSK ৷ একে কোরোনার ধাক্কা তার উপর রায়না ছিটকে যাওয়ায় ঘরে-বাইরে কোণঠাসা তিনবারের চ্যাম্পিয়নরা ৷ রায়না হলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৷ পাশাপাশি IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ প্রথম স্থানে থাকা বিরাট কোহলির (5412) পিছনেই রয়েছেন রায়না (5368) ৷ এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ 102টি ক্যাচ নেওয়ার নজিরও রয়েছে রায়নার ঝুলিতে ৷

আবু ধাবি, 29 অগাস্ট : একদিন আগেই একজন ক্রিকেটার সহ 12 জন কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ এবার ফের খারাপ খবর চেন্নাই সুপার কিংস শিবিরে ৷ ব্যক্তিগত কারণে আমিরশাহিতে 2020 IPL-এ খেলবেন না CSK-এর তারকা অলরাউন্ডার সুরেশ রায়না ৷ ইতিমধ্যেই দেশে ফিরে এসেছেন তিনি ৷ এই বিষয়ে CSK CEO কেএস বিশ্বনাথন বলেছেন, "ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন সুরেশ রায়না ৷ এবারের IPL-এ তাঁকে পাওয়া যাবে না ৷ এই পরিস্থিতিতে সুরেশের পরিবারকে সম্পূর্ণভাবে সাহায্য করবে চেন্নাই সুপার কিংস ৷ "

33 বছরের রায়না সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ৷ আরব আমিরশাহি যাওয়ার আগে CSK-এর প্রি ডিপার্চার ক্যাম্পে যোগ দেওয়ার দিন দুয়েকের মধ্যে ক্রিকেট জগতকে স্তব্ধ করে দিয়ে অবসর ঘোষণা করেন মহেন্দ্র সিং ধোনি ৷ প্রাক্তন অধিনায়কের এই সিদ্ধান্তের আধঘণ্টার মধ্যে রায়নাও অবসর ঘোষণা করে দেন ৷ তারপর 21 অগাস্ট গোটা টিমের সঙ্গে আমিরশাহি উড়ে যান ৷ ভারতীয় দলের জার্সি গায়ে তাঁদের আর দেখা যাবে না ৷ তাই সদ্য প্রাক্তন হওয়া এই দুই ক্রিকেটারকে IPL-এ খেলতে দেখার জন্য মুখিয়ে ছিল ক্রিকেট অনুরাগীরা ৷ যদিও এই মরশুমে অনুরাগীদের সেই ইচ্ছে আর পূরণ হচ্ছে না ৷ ব্যক্তিগত কারণে দেশে ফিরে এসেছেন রায়না ৷

  • Suresh Raina has returned to India for personal reasons and will be unavailable for the remainder of the IPL season. Chennai Super Kings offers complete support to Suresh and his family during this time.

    KS Viswanathan
    CEO

    — Chennai Super Kings (@ChennaiIPL) August 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ফলে 19 সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা ক্রোড়পতি লিগে এই তারকা ক্রিকেটারকে পাচ্ছে না CSK ৷ একে কোরোনার ধাক্কা তার উপর রায়না ছিটকে যাওয়ায় ঘরে-বাইরে কোণঠাসা তিনবারের চ্যাম্পিয়নরা ৷ রায়না হলেন চেন্নাইয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারী ৷ পাশাপাশি IPL-এর ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি ৷ প্রথম স্থানে থাকা বিরাট কোহলির (5412) পিছনেই রয়েছেন রায়না (5368) ৷ এছাড়া টুর্নামেন্টে সর্বোচ্চ 102টি ক্যাচ নেওয়ার নজিরও রয়েছে রায়নার ঝুলিতে ৷

Last Updated : Aug 29, 2020, 1:27 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.