দিল্লি, 7 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের বিপর্যয়ে চিন্তায় দেশের ক্রিকেট মহল ৷ চেন্নাইয়ে টেস্ট খেলায় ব্যস্ত ঋষভ পন্থ থেকে প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ, হরভজন সিংরা দুশ্চিন্তা প্রকাশ করেছেন ৷ সবার একটাই কামনা, উদ্ধারকাজ যেন সফল হয় ৷
ভয়াবহ হিমবাহ ধসে লন্ডভন্ড উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা ৷ রবিবার সকালে আচমকা ভেঙে পড়ে নন্দা দেবী হিমবাহ । ফলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে ৷ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ মৃতের সংখ্যা একশো থেকে দেড়শো পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷ এই অবস্থায় রাজ্যটির মঙ্গল কামনায় টুইট করেছেন বর্তমান থেকে প্রাক্তন ক্রিকেটাররা ৷ চেন্নাইয়ে আজ ইংল্যান্ডের বিরুদ্ধে অল্পের জন্য শতরান হাতছাড়া করেন ঋষভ পন্থ ৷ মাঠ থেকে বেরিয়ে উত্তরাখণ্ড নিয়ে টুইট করেন দিল্লির উইকেটকিপার ব্যাটসম্যান ৷ লেখেন, "উত্তরাখণ্ডের বিপর্যয়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি আমার সমবেদনা রয়েছে ৷ আশা করছি উদ্ধারকাজ সফল হোক ৷"
-
My sincere condolences and prayers for the families of those affected by the Uttarakhand flash floods. I hope that the rescue operations underway are able to help those in trouble.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">My sincere condolences and prayers for the families of those affected by the Uttarakhand flash floods. I hope that the rescue operations underway are able to help those in trouble.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021My sincere condolences and prayers for the families of those affected by the Uttarakhand flash floods. I hope that the rescue operations underway are able to help those in trouble.
— Rishabh Pant (@RishabhPant17) February 7, 2021
টুইট করেছেন সীমিত ওভারের ওপেনিং ব্যাটসম্যান শিখর ধাওয়ানও ৷ তিনি লেখেন, "উত্তরাখণ্ডে যাঁরা বিপর্যয়ের মুখে পড়েছেন তাঁদের প্রতি আমার প্রার্থনা রইল ৷"
-
Thoughts and Prayers go out for the safety of everyone affected by the #Uttrakhand Tragedy. 🙏🏽
— Shikhar Dhawan (@SDhawan25) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Thoughts and Prayers go out for the safety of everyone affected by the #Uttrakhand Tragedy. 🙏🏽
— Shikhar Dhawan (@SDhawan25) February 7, 2021Thoughts and Prayers go out for the safety of everyone affected by the #Uttrakhand Tragedy. 🙏🏽
— Shikhar Dhawan (@SDhawan25) February 7, 2021
-
Prayers with the people of #Uttarakhand.
— Virender Sehwag (@virendersehwag) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
If you are stuck in any affected area and need any kind of help, please contact Disaster Operations Center number at 1070 or 9557444486.
">Prayers with the people of #Uttarakhand.
— Virender Sehwag (@virendersehwag) February 7, 2021
If you are stuck in any affected area and need any kind of help, please contact Disaster Operations Center number at 1070 or 9557444486.Prayers with the people of #Uttarakhand.
— Virender Sehwag (@virendersehwag) February 7, 2021
If you are stuck in any affected area and need any kind of help, please contact Disaster Operations Center number at 1070 or 9557444486.
বিপর্যয়ের শিকার হওয়া মানুষদের জন্য এমারজেন্সি হেল্পলাইন নম্বর শেয়ার করেছেন বীরেন্দ্র সেহওয়াগ ৷ তিনি লেখেন, "উত্তরাখণ্ডের মানুষদের জন্য আমার প্রার্থনা রইল ৷ ক্ষতিগ্রস্ত এলাকায় কেউ যদি আটকে পড়েন বা কোনওরকম সাহায্যের প্রয়োজন পড়ে তাহলে ডিজ়াস্টার অপারেশন সেন্টারের এই 1070 অথবা 9557444486 নম্বরে ফোন করবেন ৷
-
Distressing news coming from #Uttarakhand about a glacier burst. Praying for everyone’s safety in the affected areas.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Distressing news coming from #Uttarakhand about a glacier burst. Praying for everyone’s safety in the affected areas.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 7, 2021Distressing news coming from #Uttarakhand about a glacier burst. Praying for everyone’s safety in the affected areas.
— Suresh Raina🇮🇳 (@ImRaina) February 7, 2021
দুশ্চিন্তা প্রকাশ করেছেন হরভজন সিং এবং সুরেশ রায়নাও ৷ ভাজ্জি লেখেন, "উত্তরাখণ্ডবাসীদের বলছি শক্ত থাকুন ৷ সকলে যাতে সুস্থ থাকে সেই প্রার্থনা করছি ৷" রায়না লেখেন, উত্তরাখণ্ডের বিপর্যয়ের খবর খুব দুঃখজনক ৷ ক্ষতিগ্রস্ত এলাকার সবার জন্য প্রার্থনা করছি ৷"
-
Stay strong people of #Uttarakhand 🙏🙏 praying for everyone’s well being..
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 7, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Stay strong people of #Uttarakhand 🙏🙏 praying for everyone’s well being..
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 7, 2021Stay strong people of #Uttarakhand 🙏🙏 praying for everyone’s well being..
— Harbhajan Turbanator (@harbhajan_singh) February 7, 2021