কলকাতা, 24 নভেম্বর : বেঙ্গল টি-20 ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচে মোহনবাগান মুখোমুখি হবে কাস্টমসের । 6 দলীয় টুর্নামেন্ট শুরু হওয়ার সঙ্গে কলকাতা ময়দানে ফিরবে ক্রিকেট । ইতিমধ্যে আয়োজনে কোনও ত্রুটি না রাখার ব্যাপারে সতর্ক ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল ।
কোরোনা প্যানডেমিক পরিস্থিতি এখনও অব্যাহত ৷ তাই অংশগ্রহণকারী ছয় দলের ক্রিকেটারদের কোরোনা পরীক্ষা করা হয়েছে । তাতেই অভিমন্যু ঈশ্বরণসহ ছয় ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে । বাকিদের সবাই সুস্থ এবং তাঁদের জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়েছে ।
ক্রিকেট অ্যাসোসিশন অফ বেঙ্গলের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেছেন, ‘‘এই টুর্নামেন্ট নতুনদের প্রতিভা তুলে ধরার মঞ্চ । যেখানে তাঁরা সেরাদের সঙ্গে নিজেদের প্রমাণ করতে পারবেন । মানসিকভাবে এই টুর্নামেন্ট গত 8 মাস বদ্ধ হয়ে থাকা থেকে মুক্ত হওয়ার সুযোগ ।’’
সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেছেন, ‘‘এই টুর্নামেন্টে অংশগ্রহণ ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা ।’’ এদিকে প্রথম ম্যাচে খেলতে নামার আগে মোহনবাগান তাদের দলের প্রতি আস্থাশীল । তারুণ্য এবং অভিজ্ঞতায় মেশানো দল । কোচ সঞ্জীব গোয়েল বলেছেন, "আকাশদীপ, সায়ন ঘোষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শিবিরে ছিল । সেই অভিজ্ঞতায় তাঁরা আরও ভালো খেলতে উদ্বুদ্ধ হবেন । অধিনায়ক অনুষ্টুপ মজুমদার গতবছর দুরন্ত ফর্মে ছিলেন । তাছাড়া মনোজ তিওয়ারি, দেবব্রত দাসের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে রয়েছেন । নজর টানতে পারেন প্রিন্স যাদব, অহ্কুর পাল, অনুরাগ তিওয়ারিরা ।’’
কোরোনা আক্রান্ত হওয়ার কারণে ইস্টবেঙ্গল অভিমন্যু ঈশ্বরণ, অভিষেক রামণকে পাবে না । তা সত্ত্বেও চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত বলে জানিয়েছেন কোচ শিবসাগর সিং । তাই 6 দলীয় টুর্নামেন্ট ঘিরে শীতের ময়দানে ক্রিকেট ফিরছে মুক্তির বার্তা নিয়ে ।