ETV Bharat / sports

অ্যান্ডারসনের 600 উইকেট, শুভেচ্ছার বন্যায় ভাসলেন ইংলিশ পেসার - শেন ওয়ার্ন

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে উইকেটের বিচারে আন্ডারসনের সামনে মুথাইয়া মুরলীধরণ, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে ৷

জেমস আন্ডারসন
জেমস আন্ডারসন
author img

By

Published : Aug 26, 2020, 8:13 PM IST

Updated : Aug 27, 2020, 3:02 PM IST

দিল্লি, 26 অগাস্ট : বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে 600 উইকেটের নজির গড়ছেন জেমস অ্যান্ডারসন ৷ একই সঙ্গে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি ৷ আর অ্যান্ডারসনের এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব ৷

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে উইকেটের বিচারে অ্যান্ডারসনের সামনে মুথাইয়া মুরলীধরণ, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়ার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটে সৌরভ লিখেছেন, ‘‘ জেমস অ্যান্ডারসন, তোমাকে শুভেচ্ছা জানাই ৷ একজন পেসার হিসেবে 156টি টেস্ট ম্যাচ খেলা, এক কথায় অসাধারণ ৷ তুমি প্রত্যেক তরুণ পেস বোলারের অনুপ্রেরণা ৷’’

  • Well done james Anderson @jimmy9 .. this milestone is just greatness ..156 test matches as fast bowler is just unthinkable..u will make every young fast bowler believe that greatness is achievable .@bcci @ECB_cricket

    — Sourav Ganguly (@SGanguly99) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার ভিভিয়ান রিচার্ড অ্যান্ডারসনের 600 টেস্ট উইকেটকে একটি অসাধারণ রেকর্ড বলে বর্ণনা করেছেন ৷

আর মাত্র 5টি টেস্ট ম্যাচ খেললেই ইংল্যান্ডের জার্সি পরে সর্বাধিক টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়ে ফেলবেন জিমি অ্যান্ডারসন ৷ বর্তমানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 161টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার বলেন, ‘‘ অসাধারণ জিমি ৷ অদ্ভুত উপলব্ধি ৷ একজন ফাস্ট বোলার হিসেবে 156 টেস্ট খেলা যথেষ্ট কৃতিত্বের ৷’’

প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমের মতে, ‘‘কঠিন পরিশ্রম, প্যাশন ও হার না মানা মনোভাবই আন্ডারসনকে অন্য মাত্রায় পৌঁছেছে ৷ ও একজন চ্যাম্পিয়ন বোলার ৷ ওর কেরিয়ারের জন্য শুভেচ্ছা ৷

  • Champion bowler James Anderson! Congrats on reaching the first-ever 600 wickets for a fast bowler.. hard work, passion and never-day-die approach have been the hallmark of your career.. doyen of fast bowlers, best wishes for the rest of your career @jimmy9

    — Wasim Akram (@wasimakramlive) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইংল্যান্ডের হয়ে বর্তমানে সর্বাধিক উইকেট শিকারি অ্যান্ডারসন ৷ গত মাসেই টেস্ট কেরিয়ারে 500 উইকেট তুলে নজির গড়েছিলেন স্ট্রুয়ার্ট ব্রড ৷ বর্তমানে ইংল্যান্ডের হয়ে উইকেট শিকারের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন ৷

দিল্লি, 26 অগাস্ট : বিশ্বের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে 600 উইকেটের নজির গড়ছেন জেমস অ্যান্ডারসন ৷ একই সঙ্গে বিশ্বের চতুর্থ বোলার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি ৷ আর অ্যান্ডারসনের এই কৃতিত্বকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব ৷

ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্যাটে উইকেটের বিচারে অ্যান্ডারসনের সামনে মুথাইয়া মুরলীধরণ, শেন ওয়ার্ন ও অনিল কুম্বলে ৷ ভারতের প্রাক্তন অধিনায়ক ও ক্রিকেট কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়ার সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় টুইট করে অ্যান্ডারসনকে শুভেচ্ছা জানিয়েছেন ৷ টুইটে সৌরভ লিখেছেন, ‘‘ জেমস অ্যান্ডারসন, তোমাকে শুভেচ্ছা জানাই ৷ একজন পেসার হিসেবে 156টি টেস্ট ম্যাচ খেলা, এক কথায় অসাধারণ ৷ তুমি প্রত্যেক তরুণ পেস বোলারের অনুপ্রেরণা ৷’’

  • Well done james Anderson @jimmy9 .. this milestone is just greatness ..156 test matches as fast bowler is just unthinkable..u will make every young fast bowler believe that greatness is achievable .@bcci @ECB_cricket

    — Sourav Ganguly (@SGanguly99) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়েস্ট ইন্ডিজ়ের প্রাক্তন বোলার ভিভিয়ান রিচার্ড অ্যান্ডারসনের 600 টেস্ট উইকেটকে একটি অসাধারণ রেকর্ড বলে বর্ণনা করেছেন ৷

আর মাত্র 5টি টেস্ট ম্যাচ খেললেই ইংল্যান্ডের জার্সি পরে সর্বাধিক টেস্ট খেলার অনন্য রেকর্ড গড়ে ফেলবেন জিমি অ্যান্ডারসন ৷ বর্তমানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুক ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 161টি টেস্ট ম্যাচ খেলেছেন ৷ পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার বলেন, ‘‘ অসাধারণ জিমি ৷ অদ্ভুত উপলব্ধি ৷ একজন ফাস্ট বোলার হিসেবে 156 টেস্ট খেলা যথেষ্ট কৃতিত্বের ৷’’

প্রাক্তন পাকিস্তানি কিংবদন্তি বোলার ওয়াসিম আক্রমের মতে, ‘‘কঠিন পরিশ্রম, প্যাশন ও হার না মানা মনোভাবই আন্ডারসনকে অন্য মাত্রায় পৌঁছেছে ৷ ও একজন চ্যাম্পিয়ন বোলার ৷ ওর কেরিয়ারের জন্য শুভেচ্ছা ৷

  • Champion bowler James Anderson! Congrats on reaching the first-ever 600 wickets for a fast bowler.. hard work, passion and never-day-die approach have been the hallmark of your career.. doyen of fast bowlers, best wishes for the rest of your career @jimmy9

    — Wasim Akram (@wasimakramlive) August 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইংল্যান্ডের হয়ে বর্তমানে সর্বাধিক উইকেট শিকারি অ্যান্ডারসন ৷ গত মাসেই টেস্ট কেরিয়ারে 500 উইকেট তুলে নজির গড়েছিলেন স্ট্রুয়ার্ট ব্রড ৷ বর্তমানে ইংল্যান্ডের হয়ে উইকেট শিকারের তালিকায় তিনি দ্বিতীয় স্থানে আছেন ৷

Last Updated : Aug 27, 2020, 3:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.