মেলবোর্ন, 4 অগাস্ট : কোরোনা সংক্রমণের জেরে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে T20 সিরিজ় স্থগিত করল ক্রিকেট অস্ট্রেলিয়া। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ় ক্রিকেট বোর্ড অক্টোবরে অনুষ্ঠিত হতে চলা T20 সিরিজ় পিছিয়ে দিতে সম্মত হয়েছে । 4, 6 এবং 9 অক্টোবর টাউনসভিল, কেয়ার্নস এবং গোল্ড কোস্টে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ়ের মধ্যে T20 ম্যাচগুলো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
ক্রিকেট অস্ট্রেলিয়ার এক আধিকারিক বলেন, "পরিবর্তিত সূচি অনুযায়ী অস্ট্রেলিয়ায় T20 বিশ্বকাপের আগে একটি ওয়ার্ম আপ সিরিজ় আয়োজন করা হয়েছিল । ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে তিনটি T20 ম্যাচ খেলার কথা ছিল অস্ট্রেলিয়ার । তবে ICC জানিয়েছে চলতি বছর T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে না । 2021 কিংবা 2022 সালে হবে । তাই এই সিরিজ় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । "
সেপ্টেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং T20 সিরিজ় দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে অস্ট্রেলিয়া । এদিকে জৈবিকভাবে সুরক্ষিত পরিবেশে ওয়েস্ট ইন্ডিজ় সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ় খেলেছে ।