ETV Bharat / sports

ফাইনালে ওঠার স্বপ্ন দেখার মাঝে ব্যাটসম্যানদের সমালোচনায় অরুণলাল - রঞ্জি ট্রফির চতুর্থ দিন

দিনের শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হলেন বাংলার কোচ অরুণলাল ।

Coach Arun Lal criticize over batsmen of Bengal team
ব্যাটসম্যানদের সমালোচনায় অরুনলাল
author img

By

Published : Mar 2, 2020, 9:42 PM IST

কলকাতা, 2 মার্চ : রঞ্জি ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করতে দরকার সাতটি উইকেট । তাহলেই 13 বছরের খরা কাটবে বাংলার । ইশান পোড়েলদের ধারাবাহিক ভালো পারফরমেন্সে স্বপ্ন বাংলার সাজঘরে । তার মাঝেই দিনের শেষে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হলেন অরুণলাল ।

তিনি বলেন, 190 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চ্যাম্পিয়নের মতো ব্যাট করা উচিত ছিল । কিন্তু দলের টপ অর্ডার ব্যর্থ । এর কারণ বাংলার কোচের জানা নেই । তবে উপযুক্ত পরিবর্ত থাকলে অভিমন্যু ঈশ্বরনদের বাতিল করতে হাত যে কাঁপত না, তা বুঝিয়ে দিয়েছেন । ইডেনের চতুর্থ দিনের বাইশ গজে ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন । কারণ বলের নড়াচড়া । যা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলছে । নিজের দলের ব্যাটসম্যানদের সমালোচনার দিনে বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন অরুণলাল । ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপের জন্য কোনও বিশেষণ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বিশেষ করে ইশান পোড়েলের উন্নতিতে তিনি বিস্মিত । বাংলার তরুণ পেসারকে দ্রুত বিরাট কোহলিদের সাজঘরে দেখা গেলে বিস্মিত হবেন না বলে জানিয়েছেন অরুণলাল । দল প্রত্যাশা মতো রান করতে পারেনি বলে স্বীকার করছেন তিনি ।

ব্যাটসম্যানদের সমালোচনায় অরুণলাল

রঞ্জি ট্রফির ফাইনালের স্বপ্ন জোরালো অরুণলালের কথায় । কর্নাটক শিবির কে এল রাহুল এবং করুন নায়ারের উইকেট দ্রুত হারালেও বাকিদের ব্যাটে আস্থা রাখছেন ।

কলকাতা, 2 মার্চ : রঞ্জি ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করতে দরকার সাতটি উইকেট । তাহলেই 13 বছরের খরা কাটবে বাংলার । ইশান পোড়েলদের ধারাবাহিক ভালো পারফরমেন্সে স্বপ্ন বাংলার সাজঘরে । তার মাঝেই দিনের শেষে দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরব হলেন অরুণলাল ।

তিনি বলেন, 190 রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে চ্যাম্পিয়নের মতো ব্যাট করা উচিত ছিল । কিন্তু দলের টপ অর্ডার ব্যর্থ । এর কারণ বাংলার কোচের জানা নেই । তবে উপযুক্ত পরিবর্ত থাকলে অভিমন্যু ঈশ্বরনদের বাতিল করতে হাত যে কাঁপত না, তা বুঝিয়ে দিয়েছেন । ইডেনের চতুর্থ দিনের বাইশ গজে ব্যাট করা কঠিন হবে বলে মনে করেন । কারণ বলের নড়াচড়া । যা ব্যাটসম্যানদের সমস্যায় ফেলছে । নিজের দলের ব্যাটসম্যানদের সমালোচনার দিনে বোলারদের প্রশংসায় ভরিয়ে দিলেন অরুণলাল । ঈশান পোড়েল, মুকেশ কুমার, আকাশদীপের জন্য কোনও বিশেষণ যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। বিশেষ করে ইশান পোড়েলের উন্নতিতে তিনি বিস্মিত । বাংলার তরুণ পেসারকে দ্রুত বিরাট কোহলিদের সাজঘরে দেখা গেলে বিস্মিত হবেন না বলে জানিয়েছেন অরুণলাল । দল প্রত্যাশা মতো রান করতে পারেনি বলে স্বীকার করছেন তিনি ।

ব্যাটসম্যানদের সমালোচনায় অরুণলাল

রঞ্জি ট্রফির ফাইনালের স্বপ্ন জোরালো অরুণলালের কথায় । কর্নাটক শিবির কে এল রাহুল এবং করুন নায়ারের উইকেট দ্রুত হারালেও বাকিদের ব্যাটে আস্থা রাখছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.