ETV Bharat / sports

হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ়, দ্বিতীয় টেস্টে 257 রানে জয় ভারতের - Jasprit Bumrah

ওয়েস্ট ইন্ডিজ়কে দ্বিতীয় টেস্টে 257 রানে হারিয়ে সিরিজ় জিতল ভারত ৷ ম্যান অফ দা ম্যাচ হয়েছেন হনুমা বিহারি ৷

ভারত
author img

By

Published : Sep 3, 2019, 1:52 AM IST

কিংসটন, 3 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরে অব্যাহত থাকল ভারতের জয়ের ধারা ৷ দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের 257 রানে দুরমুশ করে টেস্ট সিরিজ় জিতলেন বিরাট কোহলিরা ৷ এর ফলে 120 পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকলেন তাঁরা ৷

চতুর্থ ইনিংসে 468 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষেই দু'উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ আশা জিইয়ে রাখতে ক্যারিবিয়ানদের ভরসা ছিলেন ড্যারেন ব্র্যাভো ৷ কিন্তু, চতুর্থ দিন সকালেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ দিনের চতুর্থ ওভারে বুমরার বলে কভার ড্রাইভ মারার পর অসুস্থ বোধ করেন ব্র্যাভো ৷ মাঠে আসেন ক্যারিবিয়ান ফিজ়িও ৷ কিছুক্ষণ কথা বলার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্র্যাভো ৷ মেডিকেল পরীক্ষার পর জানা যায়, তৃতীয় দিনের শেষ ওভারে বুমরারই একটি বাউন্সার ব্র্যাভোর হেলমেটের ডানদিকে আছড়ে পড়েছিল ৷ তার জেরে কনকাশন হয়েছে ব্র্যাভোর ৷ তড়িঘড়ি কনকাশন সাব হিসেবে জারমাইন ব্ল্যাকউডকে দলে নেওয়ার আবেদন জানানো হয় ৷ তা মঞ্জুর করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ৷

Darren Bravo
মাঠ ছেড়ে ফিরছেন ব্র্যাভো

ব্র্যাভো মাঠ ছাড়ার পর ক্রিজ়ে আসেন রস্টন চেজ় ৷ এর আগে 2016 সালে সাবাইনা পার্কেই ভারতের বিরুদ্ধে 137 রান করেছিলেন তিনি ৷ তাই এবারও তাঁর দিকে তাকিয়ে ছিল ক্যারিবিয়ানরা ৷ তবে, ক্রিজ়ে বেশিক্ষণ স্থায়ী হননি ৷ 12 রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি ৷ এরপর ক্রিজ়ে আসেন শিমরন হেটমায়ার ৷ পরের ওভারেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি ৷ 97 রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ব্রুকস ও ব্ল্যাকউড ৷ প্রাথমিকভাবে টেস্ট দলেও ছিলেন না তিনি ৷ জামাইকার খেলোয়াড় হওয়ায় পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন ৷ হঠাৎ আসা সুযোগের সদ্ব্যবহার করেন তিনি ৷ বুঝেশুনে খেলতে থাকেন ৷ যখন মনে হচ্ছিল আরও কিছুটা লড়াই করবে ওয়েস্ট ইন্ডিজ়, তখনই ব্ল্যাকউডকে আউট করেন বুমরা ৷ তিনি করেন 38 রান ৷ তখন ক্যারিবিয়ানদের স্কোর ছিল পাঁচ উইকেটে 157 ৷

Rabindra Jadeja
দ্বিতীয় ইনিংসে সফল জাদেজা

এরপর নামেন জেসন হোল্ডার ৷ এর মধ্যেই অর্ধ শতরান পূর্ণ করেন ব্রুকস ৷ এরপরই রান আউট হন তিনি ৷ শেষের দিকে হোল্ডার কিছুটা চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷ 210 রানে শেষ হয় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ৷ 257 রানে টেস্ট জিতে দু'ম্যাচের সিরিজ়ে তাদের হোয়াইটওয়াশ করে ভারত ৷ দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন জাদেজা ও শামি ৷ দুটি উইকেট পান ইশান্ত ৷ একটি উইকেট নেন বুমরা ৷ প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধ শতরানের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন হনুমা বিহারি ৷

Hanuma Vihari
ম্যান অফ দা ম্যাচ হলেন হনুমা বিহারি

এই টেস্ট সিরিজ় জয়ের ফলে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া ৷ তাদের পয়েন্ট 120 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড ৷ তাদের ঝুলিতে রয়েছে 60 পয়েন্ট ৷

Jasprit Bumrah
ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটসম্যানদের চুপ করিয়ে বুমরা

কিংসটন, 3 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরে অব্যাহত থাকল ভারতের জয়ের ধারা ৷ দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের 257 রানে দুরমুশ করে টেস্ট সিরিজ় জিতলেন বিরাট কোহলিরা ৷ এর ফলে 120 পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকলেন তাঁরা ৷

চতুর্থ ইনিংসে 468 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষেই দু'উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ আশা জিইয়ে রাখতে ক্যারিবিয়ানদের ভরসা ছিলেন ড্যারেন ব্র্যাভো ৷ কিন্তু, চতুর্থ দিন সকালেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ দিনের চতুর্থ ওভারে বুমরার বলে কভার ড্রাইভ মারার পর অসুস্থ বোধ করেন ব্র্যাভো ৷ মাঠে আসেন ক্যারিবিয়ান ফিজ়িও ৷ কিছুক্ষণ কথা বলার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্র্যাভো ৷ মেডিকেল পরীক্ষার পর জানা যায়, তৃতীয় দিনের শেষ ওভারে বুমরারই একটি বাউন্সার ব্র্যাভোর হেলমেটের ডানদিকে আছড়ে পড়েছিল ৷ তার জেরে কনকাশন হয়েছে ব্র্যাভোর ৷ তড়িঘড়ি কনকাশন সাব হিসেবে জারমাইন ব্ল্যাকউডকে দলে নেওয়ার আবেদন জানানো হয় ৷ তা মঞ্জুর করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ৷

Darren Bravo
মাঠ ছেড়ে ফিরছেন ব্র্যাভো

ব্র্যাভো মাঠ ছাড়ার পর ক্রিজ়ে আসেন রস্টন চেজ় ৷ এর আগে 2016 সালে সাবাইনা পার্কেই ভারতের বিরুদ্ধে 137 রান করেছিলেন তিনি ৷ তাই এবারও তাঁর দিকে তাকিয়ে ছিল ক্যারিবিয়ানরা ৷ তবে, ক্রিজ়ে বেশিক্ষণ স্থায়ী হননি ৷ 12 রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি ৷ এরপর ক্রিজ়ে আসেন শিমরন হেটমায়ার ৷ পরের ওভারেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি ৷ 97 রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ব্রুকস ও ব্ল্যাকউড ৷ প্রাথমিকভাবে টেস্ট দলেও ছিলেন না তিনি ৷ জামাইকার খেলোয়াড় হওয়ায় পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন ৷ হঠাৎ আসা সুযোগের সদ্ব্যবহার করেন তিনি ৷ বুঝেশুনে খেলতে থাকেন ৷ যখন মনে হচ্ছিল আরও কিছুটা লড়াই করবে ওয়েস্ট ইন্ডিজ়, তখনই ব্ল্যাকউডকে আউট করেন বুমরা ৷ তিনি করেন 38 রান ৷ তখন ক্যারিবিয়ানদের স্কোর ছিল পাঁচ উইকেটে 157 ৷

Rabindra Jadeja
দ্বিতীয় ইনিংসে সফল জাদেজা

এরপর নামেন জেসন হোল্ডার ৷ এর মধ্যেই অর্ধ শতরান পূর্ণ করেন ব্রুকস ৷ এরপরই রান আউট হন তিনি ৷ শেষের দিকে হোল্ডার কিছুটা চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷ 210 রানে শেষ হয় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ৷ 257 রানে টেস্ট জিতে দু'ম্যাচের সিরিজ়ে তাদের হোয়াইটওয়াশ করে ভারত ৷ দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন জাদেজা ও শামি ৷ দুটি উইকেট পান ইশান্ত ৷ একটি উইকেট নেন বুমরা ৷ প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধ শতরানের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন হনুমা বিহারি ৷

Hanuma Vihari
ম্যান অফ দা ম্যাচ হলেন হনুমা বিহারি

এই টেস্ট সিরিজ় জয়ের ফলে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া ৷ তাদের পয়েন্ট 120 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড ৷ তাদের ঝুলিতে রয়েছে 60 পয়েন্ট ৷

Jasprit Bumrah
ওয়েস্ট ইন্ডিজ় ব্যাটসম্যানদের চুপ করিয়ে বুমরা
New Delhi, Sep 02 (ANI): Prime Minister Narendra Modi inaugurated the 'Garvi Gujarat Bhavan' in Delhi on September 02. Gujarat Chief Minister Vijay Rupani along with Deputy Chief Minister Nitin Patel was also present. The building has been built at a cost of Rs 131 crore by Gujarat Government. 'Garvi Gujarat Bhavan' is equipped with many traditional and modern artefacts and technologies. It will serve as a home for Gujaratis in Delhi far from Gujarat.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.