কিংসটন, 3 সেপ্টেম্বর : ওয়েস্ট ইন্ডিজ় সফরে অব্যাহত থাকল ভারতের জয়ের ধারা ৷ দ্বিতীয় টেস্টে ক্যারিবিয়ানদের 257 রানে দুরমুশ করে টেস্ট সিরিজ় জিতলেন বিরাট কোহলিরা ৷ এর ফলে 120 পয়েন্ট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে থাকলেন তাঁরা ৷
চতুর্থ ইনিংসে 468 রান তাড়া করতে নেমে তৃতীয় দিনের শেষেই দু'উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ আশা জিইয়ে রাখতে ক্যারিবিয়ানদের ভরসা ছিলেন ড্যারেন ব্র্যাভো ৷ কিন্তু, চতুর্থ দিন সকালেই ধাক্কা খায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ দিনের চতুর্থ ওভারে বুমরার বলে কভার ড্রাইভ মারার পর অসুস্থ বোধ করেন ব্র্যাভো ৷ মাঠে আসেন ক্যারিবিয়ান ফিজ়িও ৷ কিছুক্ষণ কথা বলার পর মাঠ ছেড়ে বেরিয়ে যান ব্র্যাভো ৷ মেডিকেল পরীক্ষার পর জানা যায়, তৃতীয় দিনের শেষ ওভারে বুমরারই একটি বাউন্সার ব্র্যাভোর হেলমেটের ডানদিকে আছড়ে পড়েছিল ৷ তার জেরে কনকাশন হয়েছে ব্র্যাভোর ৷ তড়িঘড়ি কনকাশন সাব হিসেবে জারমাইন ব্ল্যাকউডকে দলে নেওয়ার আবেদন জানানো হয় ৷ তা মঞ্জুর করেন ম্যাচ রেফারি ডেভিড বুন ৷
ব্র্যাভো মাঠ ছাড়ার পর ক্রিজ়ে আসেন রস্টন চেজ় ৷ এর আগে 2016 সালে সাবাইনা পার্কেই ভারতের বিরুদ্ধে 137 রান করেছিলেন তিনি ৷ তাই এবারও তাঁর দিকে তাকিয়ে ছিল ক্যারিবিয়ানরা ৷ তবে, ক্রিজ়ে বেশিক্ষণ স্থায়ী হননি ৷ 12 রান করে রবীন্দ্র জাদেজার শিকার হন তিনি ৷ এরপর ক্রিজ়ে আসেন শিমরন হেটমায়ার ৷ পরের ওভারেই ড্রেসিংরুমে ফিরে যান তিনি ৷ 97 রানে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ় ৷ এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলেন ব্রুকস ও ব্ল্যাকউড ৷ প্রাথমিকভাবে টেস্ট দলেও ছিলেন না তিনি ৷ জামাইকার খেলোয়াড় হওয়ায় পরিবর্ত ফিল্ডার হিসেবে নেমেছিলেন ৷ হঠাৎ আসা সুযোগের সদ্ব্যবহার করেন তিনি ৷ বুঝেশুনে খেলতে থাকেন ৷ যখন মনে হচ্ছিল আরও কিছুটা লড়াই করবে ওয়েস্ট ইন্ডিজ়, তখনই ব্ল্যাকউডকে আউট করেন বুমরা ৷ তিনি করেন 38 রান ৷ তখন ক্যারিবিয়ানদের স্কোর ছিল পাঁচ উইকেটে 157 ৷
এরপর নামেন জেসন হোল্ডার ৷ এর মধ্যেই অর্ধ শতরান পূর্ণ করেন ব্রুকস ৷ এরপরই রান আউট হন তিনি ৷ শেষের দিকে হোল্ডার কিছুটা চেষ্টা করলেও তা কাজে আসেনি ৷ 210 রানে শেষ হয় ক্যারিবিয়ানদের দ্বিতীয় ইনিংস ৷ 257 রানে টেস্ট জিতে দু'ম্যাচের সিরিজ়ে তাদের হোয়াইটওয়াশ করে ভারত ৷ দ্বিতীয় ইনিংসে তিনটি করে উইকেট নেন জাদেজা ও শামি ৷ দুটি উইকেট পান ইশান্ত ৷ একটি উইকেট নেন বুমরা ৷ প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধ শতরানের জন্য ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হন হনুমা বিহারি ৷
এই টেস্ট সিরিজ় জয়ের ফলে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া ৷ তাদের পয়েন্ট 120 ৷ দ্বিতীয় স্থানে রয়েছে নিউজ়িল্যান্ড ৷ তাদের ঝুলিতে রয়েছে 60 পয়েন্ট ৷