ETV Bharat / sports

ব্যর্থ কোহলি-রাহানে, দিনের শেষে আড়াইশো রানের গণ্ডি পেরোল ভারত - চেন্নাই টেস্টের লাঞ্চ রিপোর্ট

রবিবাসরীয় সকালে ভারতীয় শিবিরের উপর আছড়ে পড়ে আর্চার ঝড় ৷ ভারতের ইনিংসের শুরুতেই ইংরেজ পেসার ফেরান দুই ওপেনার রোহিত শর্মা এবং শুভমন গিলকে ৷

Chennai Test
Chennai Test
author img

By

Published : Feb 7, 2021, 12:43 PM IST

Updated : Feb 7, 2021, 5:45 PM IST

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যর্থ সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও ৷ কিছুটা চেষ্টা করলেন চেতেশ্বর পূজারা-ঋষভ পন্থ ৷ যার জেরে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে আড়াইশো রানের গণ্ডি টপকাল ভারত ৷ ইংল্যান্ডের থেকে 321 রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করল ভারত ৷ ইংল্যান্ডের 557 রানের জবাবে তৃতীয় দিনের শেষে 6 উইকেট খুইয়ে প্রথম ইনিংসে 257 রান তুলেছে কোহলির দল ৷ ওয়াশিংটন সুন্দর 33 এবং রবিচন্দ্রন অশ্বিন 8 রানে ক্রিজে রয়েছেন ৷

রবিবাসরীয় সকালে ভারতীয় শিবিরের উপর আছড়ে পড়ে আর্চার ঝড় ৷ ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ কিন্তু ভারতের ওপেনিং জুটি দেশকে শক্ত ভিতের উপর বসাতে পারল না ৷ 9 বলে একটি ছয় হাঁকিয়েই জোফ্রে আর্চারের বলে উইকেটকিপার জস বাটলারের হাতে ধরা পড়েন রোহিত ৷ এরপর আর্চারের দ্বিতীয় শিকার হন শুভমন গিল ৷ চিপকের উইকেটে গিলকে স্বচ্ছন্দ দেখালেও বেশিক্ষণ টিকতে পারলেন না ৷ আর্চারের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ 5টি চারের সাহায্যে 28 বলে 29 রানের ইনিংস খেলেন গিল ৷ মধ্যাহ্নভোজ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 59 রান তোলে ভারত ৷

মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারতের স্কোর ছিল 59/2 ৷ অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ভরসা দিতে পারেননি ৷ ইনিংসের 25তম ওভারে ডমিনিক বেসের বলে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন বিরাট ৷ 48 বলে 11 রান করেন তিনি ৷ ক্যাপ্টেনের ফেরার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ডেপুটি অজিঙ্ক রাহানেকে (1) ৷ বেসের বলে রাহানের ক্যাচ নেন জো রুট ৷

কোহলি, অশ্বিনদের উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ এরপর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত ৷ দুজনের ব্যাট থেকেই আসে অর্ধশতরান ৷ কিন্তু এই জুটিতে ভাঙন ধরান ইংল্যান্ডের ডান হাতি অফস্পিনার ডম বেস ৷ 51তম ওভারে ররি বার্নসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা ৷ 11টি বাউন্ডারির সাহায্যে 143 বলে 73 রান করে ফেরেন তিনি ৷ ভারতের স্কোর তখনও দুশোর গণ্ডি পার করেনি ৷ তবে অন্য প্রান্ত ধরে নিজস্ব ভঙ্গিতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ ৷ শতরানের দোরগোড়ায় দাঁড়ানো সেই পন্থকেও ফেরালেন বেস ৷ 9টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে 88 বলে 91 রান করে জ্যাক লিচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্থ ৷

আরও পড়ুন : ইনিংসে 10, কুম্বলের পাক-বধের 22 বছর

জো রুটের দ্বিশতরান ও বেন স্টোকস, ডমিনিক সিবলিদের অর্ধশতরানের দৌলতে প্রথম ইনিংসে 578 রানের বড় স্কোর খাড়া করেছে ইংল্যান্ড ৷ প্রথমদিন 3 উইকেট হারিয়ে 263 রান তোলে ৷ দ্বিতীয়দিন আরও দুই উইকেট হারিয়ে যোগ করে 292 রান ৷ রবিবার সকালে 578 রানে অলআউট হয় ইংল্যান্ড ৷ আড়াই দিন ধরে ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৷

মধ্যাহ্নভোজের আগে ফিরলেন দুই ওপেনার, প্রবল চাপে ভারত
মধ্যাহ্নভোজের আগে ফিরলেন দুই ওপেনার, প্রবল চাপে ভারত

চেন্নাই, 7 ফেব্রুয়ারি : ব্যর্থ অধিনায়ক বিরাট কোহলি ৷ ব্যর্থ সহ অধিনায়ক অজিঙ্ক রাহানেও ৷ কিছুটা চেষ্টা করলেন চেতেশ্বর পূজারা-ঋষভ পন্থ ৷ যার জেরে তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে আড়াইশো রানের গণ্ডি টপকাল ভারত ৷ ইংল্যান্ডের থেকে 321 রান পিছিয়ে থেকে তৃতীয় দিনের খেলা শেষ করল ভারত ৷ ইংল্যান্ডের 557 রানের জবাবে তৃতীয় দিনের শেষে 6 উইকেট খুইয়ে প্রথম ইনিংসে 257 রান তুলেছে কোহলির দল ৷ ওয়াশিংটন সুন্দর 33 এবং রবিচন্দ্রন অশ্বিন 8 রানে ক্রিজে রয়েছেন ৷

রবিবাসরীয় সকালে ভারতীয় শিবিরের উপর আছড়ে পড়ে আর্চার ঝড় ৷ ভারতের হয়ে ইনিংসের সূচনা করেন রোহিত শর্মা এবং শুভমন গিল ৷ কিন্তু ভারতের ওপেনিং জুটি দেশকে শক্ত ভিতের উপর বসাতে পারল না ৷ 9 বলে একটি ছয় হাঁকিয়েই জোফ্রে আর্চারের বলে উইকেটকিপার জস বাটলারের হাতে ধরা পড়েন রোহিত ৷ এরপর আর্চারের দ্বিতীয় শিকার হন শুভমন গিল ৷ চিপকের উইকেটে গিলকে স্বচ্ছন্দ দেখালেও বেশিক্ষণ টিকতে পারলেন না ৷ আর্চারের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৷ 5টি চারের সাহায্যে 28 বলে 29 রানের ইনিংস খেলেন গিল ৷ মধ্যাহ্নভোজ পর্যন্ত 2 উইকেট হারিয়ে 59 রান তোলে ভারত ৷

মধ্যাহ্নভোজ পর্যন্ত ভারতের স্কোর ছিল 59/2 ৷ অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও ভরসা দিতে পারেননি ৷ ইনিংসের 25তম ওভারে ডমিনিক বেসের বলে ওলি পোপের হাতে ক্যাচ দিয়ে সাজঘরের পথ ধরেন বিরাট ৷ 48 বলে 11 রান করেন তিনি ৷ ক্যাপ্টেনের ফেরার পর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি ডেপুটি অজিঙ্ক রাহানেকে (1) ৷ বেসের বলে রাহানের ক্যাচ নেন জো রুট ৷

কোহলি, অশ্বিনদের উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল ভারত ৷ এরপর চেতেশ্বর পূজারা ও ঋষভ পন্থের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ভারত ৷ দুজনের ব্যাট থেকেই আসে অর্ধশতরান ৷ কিন্তু এই জুটিতে ভাঙন ধরান ইংল্যান্ডের ডান হাতি অফস্পিনার ডম বেস ৷ 51তম ওভারে ররি বার্নসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পূজারা ৷ 11টি বাউন্ডারির সাহায্যে 143 বলে 73 রান করে ফেরেন তিনি ৷ ভারতের স্কোর তখনও দুশোর গণ্ডি পার করেনি ৷ তবে অন্য প্রান্ত ধরে নিজস্ব ভঙ্গিতে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ ৷ শতরানের দোরগোড়ায় দাঁড়ানো সেই পন্থকেও ফেরালেন বেস ৷ 9টি বাউন্ডারি এবং পাঁচটি ওভার বাউন্ডারির সাহায্যে 88 বলে 91 রান করে জ্যাক লিচের হাতে ক্যাচ দিয়ে ফেরেন পন্থ ৷

আরও পড়ুন : ইনিংসে 10, কুম্বলের পাক-বধের 22 বছর

জো রুটের দ্বিশতরান ও বেন স্টোকস, ডমিনিক সিবলিদের অর্ধশতরানের দৌলতে প্রথম ইনিংসে 578 রানের বড় স্কোর খাড়া করেছে ইংল্যান্ড ৷ প্রথমদিন 3 উইকেট হারিয়ে 263 রান তোলে ৷ দ্বিতীয়দিন আরও দুই উইকেট হারিয়ে যোগ করে 292 রান ৷ রবিবার সকালে 578 রানে অলআউট হয় ইংল্যান্ড ৷ আড়াই দিন ধরে ভারতীয় বোলারদের নাস্তানাবুদ করে ছেড়েছেন ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ৷

মধ্যাহ্নভোজের আগে ফিরলেন দুই ওপেনার, প্রবল চাপে ভারত
মধ্যাহ্নভোজের আগে ফিরলেন দুই ওপেনার, প্রবল চাপে ভারত
Last Updated : Feb 7, 2021, 5:45 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.