অ্যান্টিগা, 25 অগাস্ট : 16 বছর আগের এক ইতিহাস পুনরাবৃত্তির সামনে ওয়েস্ট ইন্ডিজ় ৷ সেদিন ম্যাকগ্রা-গিলেসপি-ব্রেট লিদের আক্রমণকে ফুৎকারে উড়িয়ে 418 রানের পর্বত ছুঁয়েছিলেন চন্দ্রপল-সারওয়ানরা ৷ টেস্টে রূপকথার কলম যাঁদের হাত ধরে প্রত্যক্ষ হয়েছে, তাঁদের অন্যতম ব্রায়ান লারার উপস্থিতিতে হেডেনদের দুরমুশ করে 418 রান করেছিলেন ক্যারিবিয়ানরা ৷ 16 বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠেই সেই একই রকম লক্ষ্য তাঁদের সামনে ৷ এবার অস্ট্রেলিয়ার বদলে দলটা টিম ইন্ডিয়া ৷ ম্যাকগ্রা-লি'দের বদলে ইশান্ত শর্মা-বুমরারা ৷
2003 সালের ওই টেস্টে 418 রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৷ দুরন্ত ফর্মে ছিলেন ম্যাকগ্রা-লিরা ৷ প্রথম ইনিংসে অজ়ি বোলারদের দাপটে মাত্র 240 রানে শেষ হয়ে গেছিল ক্যারিবীয় ইনিংস ৷ ব্রায়ান লারার 68 রান ছাড়া মাথা তুলতে পারেননি সেদিন কেউই ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে যেন এক স্বপ্নের বর পেয়েছিলেন দুই ক্যারিবিয়ান ৷ সেদিন বিপক্ষ দলের কোর্টে প্রথম লড়াই পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক লারাই ৷ বাকি কাজটা পূরণ করেছিলেন সারওয়ান-চন্দ্রপল ৷ তাঁদের জোড়া শতরানে ভর করে 418 রানের পাহাড়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দ্বিতীয় ইনিংসে খুব অসহায় লেগেছিল ম্যাকগ্রাদের ৷
এবার ইতিহাস পুনরাবৃত্তির সামনে ক্যারিবিয়ানরা ৷ সেবারের থেকে টার্গেট মাত্র 1 রান বেশি, অর্থাৎ 419 রান করলে ফের ইতিহাসের মুখোমুখি হবেন লারা-চন্দ্রপলদের উত্তরসূরিরা ৷ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন তাঁরা ? না কি বুমরা-ইশান্তদের ছোবলে সেই ইতিহাস স্পর্শ অধরাই থেকে যাবে ?