ETV Bharat / sports

16 বছর আগের ইতিহাস ছোঁয়ার হাতছানি, পারবেন ক্যারিবিয়ানরা ? - West Indies Vs India

ফের ইতিহাসের মুখোমুখি হবেন লারা-চন্দ্রপলদের উত্তরসূরিরা ?

16 বছর আগের ইতিহাস ছোঁয়ার হাতছানি, পারবেন ক্যারিবিয়ানরা ?
author img

By

Published : Aug 25, 2019, 11:46 PM IST

অ্যান্টিগা, 25 অগাস্ট : 16 বছর আগের এক ইতিহাস পুনরাবৃত্তির সামনে ওয়েস্ট ইন্ডিজ় ৷ সেদিন ম্যাকগ্রা-গিলেসপি-ব্রেট লিদের আক্রমণকে ফুৎকারে উড়িয়ে 418 রানের পর্বত ছুঁয়েছিলেন চন্দ্রপল-সারওয়ানরা ৷ টেস্টে রূপকথার কলম যাঁদের হাত ধরে প্রত্যক্ষ হয়েছে, তাঁদের অন্যতম ব্রায়ান লারার উপস্থিতিতে হেডেনদের দুরমুশ করে 418 রান করেছিলেন ক্যারিবিয়ানরা ৷ 16 বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠেই সেই একই রকম লক্ষ্য তাঁদের সামনে ৷ এবার অস্ট্রেলিয়ার বদলে দলটা টিম ইন্ডিয়া ৷ ম্যাকগ্রা-লি'দের বদলে ইশান্ত শর্মা-বুমরারা ৷

2003 সালের ওই টেস্টে 418 রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৷ দুরন্ত ফর্মে ছিলেন ম্যাকগ্রা-লিরা ৷ প্রথম ইনিংসে অজ়ি বোলারদের দাপটে মাত্র 240 রানে শেষ হয়ে গেছিল ক্যারিবীয় ইনিংস ৷ ব্রায়ান লারার 68 রান ছাড়া মাথা তুলতে পারেননি সেদিন কেউই ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে যেন এক স্বপ্নের বর পেয়েছিলেন দুই ক্যারিবিয়ান ৷ সেদিন বিপক্ষ দলের কোর্টে প্রথম লড়াই পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক লারাই ৷ বাকি কাজটা পূরণ করেছিলেন সারওয়ান-চন্দ্রপল ৷ তাঁদের জোড়া শতরানে ভর করে 418 রানের পাহাড়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দ্বিতীয় ইনিংসে খুব অসহায় লেগেছিল ম্যাকগ্রাদের ৷

এবার ইতিহাস পুনরাবৃত্তির সামনে ক্যারিবিয়ানরা ৷ সেবারের থেকে টার্গেট মাত্র 1 রান বেশি, অর্থাৎ 419 রান করলে ফের ইতিহাসের মুখোমুখি হবেন লারা-চন্দ্রপলদের উত্তরসূরিরা ৷ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন তাঁরা ? না কি বুমরা-ইশান্তদের ছোবলে সেই ইতিহাস স্পর্শ অধরাই থেকে যাবে ?

অ্যান্টিগা, 25 অগাস্ট : 16 বছর আগের এক ইতিহাস পুনরাবৃত্তির সামনে ওয়েস্ট ইন্ডিজ় ৷ সেদিন ম্যাকগ্রা-গিলেসপি-ব্রেট লিদের আক্রমণকে ফুৎকারে উড়িয়ে 418 রানের পর্বত ছুঁয়েছিলেন চন্দ্রপল-সারওয়ানরা ৷ টেস্টে রূপকথার কলম যাঁদের হাত ধরে প্রত্যক্ষ হয়েছে, তাঁদের অন্যতম ব্রায়ান লারার উপস্থিতিতে হেডেনদের দুরমুশ করে 418 রান করেছিলেন ক্যারিবিয়ানরা ৷ 16 বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজ়ের মাঠেই সেই একই রকম লক্ষ্য তাঁদের সামনে ৷ এবার অস্ট্রেলিয়ার বদলে দলটা টিম ইন্ডিয়া ৷ ম্যাকগ্রা-লি'দের বদলে ইশান্ত শর্মা-বুমরারা ৷

2003 সালের ওই টেস্টে 418 রানের লক্ষ্য ছিল ওয়েস্ট ইন্ডিজ়ের সামনে ৷ দুরন্ত ফর্মে ছিলেন ম্যাকগ্রা-লিরা ৷ প্রথম ইনিংসে অজ়ি বোলারদের দাপটে মাত্র 240 রানে শেষ হয়ে গেছিল ক্যারিবীয় ইনিংস ৷ ব্রায়ান লারার 68 রান ছাড়া মাথা তুলতে পারেননি সেদিন কেউই ৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে যেন এক স্বপ্নের বর পেয়েছিলেন দুই ক্যারিবিয়ান ৷ সেদিন বিপক্ষ দলের কোর্টে প্রথম লড়াই পৌঁছে দিয়েছিলেন অধিনায়ক লারাই ৷ বাকি কাজটা পূরণ করেছিলেন সারওয়ান-চন্দ্রপল ৷ তাঁদের জোড়া শতরানে ভর করে 418 রানের পাহাড়ে উঠেছিল ওয়েস্ট ইন্ডিজ় ৷ দ্বিতীয় ইনিংসে খুব অসহায় লেগেছিল ম্যাকগ্রাদের ৷

এবার ইতিহাস পুনরাবৃত্তির সামনে ক্যারিবিয়ানরা ৷ সেবারের থেকে টার্গেট মাত্র 1 রান বেশি, অর্থাৎ 419 রান করলে ফের ইতিহাসের মুখোমুখি হবেন লারা-চন্দ্রপলদের উত্তরসূরিরা ৷ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে পারবেন তাঁরা ? না কি বুমরা-ইশান্তদের ছোবলে সেই ইতিহাস স্পর্শ অধরাই থেকে যাবে ?

New Delhi, Aug 25 (ANI): Shiv Sena MP Sanjay Raut defended the Jammu and Kashmir administration for sending back Congress MP Rahul Gandhi led Opposition delegation from the Srinagar airport. "If Rahul Gandhi wants to visit Jammu and Kashmir for touring then we will request the tourism department to make all the arrangements for those activities. He was sent back because there were chances that the situation could get dangerous," Raut told ANI. A delegation of leaders including Rahul Gandhi on Saturday was sent back to Delhi from Srinagar Airport.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.