ETV Bharat / sports

প্রতারণার অভিযোগ, পালটা মানহানি মামলার হুঁশিয়ারি আজ়হারের - 20.96 লাখ টাকার প্রতারণার অভিযোগ

প্রতারণার অভিযোগ উঠল প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজ়হারউদ্দিনের বিরুদ্ধে ৷ 20.96 লাখ টাকার প্রতারণার অভিযোগ তাঁর বিরুদ্ধে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন আজ়হার ৷

image
আজ়হারউদ্দিন
author img

By

Published : Jan 23, 2020, 4:55 PM IST

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 23 জানুয়ারি : ফের সমস্যায় মহম্মদ আজ়হারউদ্দিন ৷ এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে FIR দায়ের করলেন এক ট্রাভেল এজেন্ট ৷ 20.96 লাখ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আজ়হার ৷ এবং অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি ৷

ঔরঙ্গাবাদের এক টুর ও ট্রাভেল এজেন্সির মালিক মহম্মদ শাহহাব আজ়হারের বিরুদ্ধে FIR দায়ের করেন ৷ তিনি বলেন, আজ়হারের ব্যক্তিগত আপ্তসহায়কের কথায় আজ়হার ও আরও কয়েকজনের জন্য 20.96 লাখ টাকার আন্তর্জাতিক বিমানের টিকিট কেটেছিলেন তিনি ৷ কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাঁকে কোনও টাকা দেওয়া হয়নি ৷

তাঁর অভিযোগে শাহহাব দাবি করেন, মুজিব খান ই-মেল মারফত তাঁকে 10.6 লাখ টাকা দেওয়ার দাবি করলেও তিনি কোনও টাকা পাননি ৷

  • I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T

    — Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন আজ়হার ৷ টুইটারে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য এই অভিযোগ ৷ আমি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব ও 100 কোটি টাকার মানহানির মামলা করব৷’’

ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 23 জানুয়ারি : ফের সমস্যায় মহম্মদ আজ়হারউদ্দিন ৷ এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে FIR দায়ের করলেন এক ট্রাভেল এজেন্ট ৷ 20.96 লাখ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷

যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আজ়হার ৷ এবং অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি ৷

ঔরঙ্গাবাদের এক টুর ও ট্রাভেল এজেন্সির মালিক মহম্মদ শাহহাব আজ়হারের বিরুদ্ধে FIR দায়ের করেন ৷ তিনি বলেন, আজ়হারের ব্যক্তিগত আপ্তসহায়কের কথায় আজ়হার ও আরও কয়েকজনের জন্য 20.96 লাখ টাকার আন্তর্জাতিক বিমানের টিকিট কেটেছিলেন তিনি ৷ কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাঁকে কোনও টাকা দেওয়া হয়নি ৷

তাঁর অভিযোগে শাহহাব দাবি করেন, মুজিব খান ই-মেল মারফত তাঁকে 10.6 লাখ টাকা দেওয়ার দাবি করলেও তিনি কোনও টাকা পাননি ৷

  • I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T

    — Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন আজ়হার ৷ টুইটারে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য এই অভিযোগ ৷ আমি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব ও 100 কোটি টাকার মানহানির মামলা করব৷’’

Mumbai, Jan 23 (ANI): Various Bollywood celebrities attended birthday bash of filmmaker Sudhir Mishra in Mumbai on January 22. Actress Divya Dutta, Dia Mirza and Rasika Dugal graced the occasion in style. Film directors Madhur Bhandarkar and Imtiaz Ali also marked their presence. Actors Kabir Bedi, Dino Morea and Saurabh Shukla also attended the party. Actor Ronit Roy came along with spouse Neelam Singh. B-town celebs Neha Sharma, Tisca Chopra, Neena Gupta and Richa Chadha were among others who attended the birthday bash.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.