ঔরঙ্গাবাদ (মহারাষ্ট্র), 23 জানুয়ারি : ফের সমস্যায় মহম্মদ আজ়হারউদ্দিন ৷ এবার তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে FIR দায়ের করলেন এক ট্রাভেল এজেন্ট ৷ 20.96 লাখ টাকা প্রতারণার অভিযোগ দায়ের হয়েছে ৷
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন আজ়হার ৷ এবং অভিযোগকারীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান তিনি ৷
ঔরঙ্গাবাদের এক টুর ও ট্রাভেল এজেন্সির মালিক মহম্মদ শাহহাব আজ়হারের বিরুদ্ধে FIR দায়ের করেন ৷ তিনি বলেন, আজ়হারের ব্যক্তিগত আপ্তসহায়কের কথায় আজ়হার ও আরও কয়েকজনের জন্য 20.96 লাখ টাকার আন্তর্জাতিক বিমানের টিকিট কেটেছিলেন তিনি ৷ কিন্তু বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও তাঁকে কোনও টাকা দেওয়া হয়নি ৷
তাঁর অভিযোগে শাহহাব দাবি করেন, মুজিব খান ই-মেল মারফত তাঁকে 10.6 লাখ টাকা দেওয়ার দাবি করলেও তিনি কোনও টাকা পাননি ৷
-
I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T
— Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T
— Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020I strongly rubbish the false FIR filed against me in Aurangabad. I’m consulting my legal team, and would be taking actions as necessary pic.twitter.com/6XrembCP7T
— Mohammed Azharuddin (@azharflicks) January 22, 2020
এদিকে তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেন আজ়হার ৷ টুইটারে তিনি একটি ভিডিয়ো পোস্ট করে তিনি বলেন, ‘‘এই অভিযোগের কোনও ভিত্তি নেই, শুধুমাত্র প্রচারের আলোয় আসার জন্য এই অভিযোগ ৷ আমি তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব ও 100 কোটি টাকার মানহানির মামলা করব৷’’