কলকাতা, 3 জানুয়ারি : সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসার হাল হকিকত জানতে অনেকেই নিয়মিত খোঁজ নিচ্ছেন । কী করে তাঁকে দ্রুত সুস্থ করে তোলা যায় এবং তার জন্য কী কী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার, সে সব খতিয়ে দেখছেন চিকিৎসকরা । এবার তাঁর শারীরিক পরিস্থিতি কী অবস্থায় রয়েছে তা দেখতে কলকাতায় আসছেন হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেটি ৷ আগামীকাল কলকাতায় আসছেন তিনি ৷
সৌরভের চিকিৎসায় আর কী করা দরকার, কীভাবে চিকিৎসা হবে সবই খতিয়ে দেখবেন তিনি ৷ ইতিমধ্যে তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছেন । যাবতীয় কাগজপত্র দেখেছেন । চিকিৎসা পদ্ধতির অগ্রগতিতে সন্তুষ্ট তিনি ।
আরও পড়ুন :- কার্ডিওভাসকুলার সিংকোপে আক্রান্ত সৌরভ, আসলে এটি কী ?
সৌরভের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সপ্তর্ষি বসু বলেন, সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় সামলানো গিয়েছে । কী কারণে তাঁর হৃদরোগের এই সমস্যা তা এখনই সঠিকভাবে বলা যাবে না । কারণ পারিবারিক হিস্ট্রি দেখা জরুরি । পাশাপাশি ব্যস্ত জীবনের স্ট্রেস একটা কারণ । তবে যেভাবে চিকিৎসা এগোচ্ছে এবং যেভাবে সাড়া দিচ্ছেন সৌরভ, তাতে স্বাভাবিক জীবনে ফেরা সমস্যা হবে না । কিন্তু বিধিনিষেধের লক্ষণরেখায় থাকতে হবে মহারাজকে ।