দিল্লি, 4 জুন: কয়েকদিন আগে প্রাক্তন ইংল্যান্ড ব্যাটসম্যান কেভিন পিটারসন সচিন তেন্ডুলকরের থেকে বিরাট কোহলিকে এগিয়ে রেখেছিলেন। কারণ হিসেবে পিটারসন বলেছিলেন বিরাটের রান তাড়া করে ম্যাচ জেতানোর ক্ষমতা সচিনের থেকে বেশি । এবার প্রাক্তন অস্ট্রেলিয়ান স্পিনার ব্র্যাড হগ রোহিত শর্মার থেকেও বিরাট কোহলি কে এগিয়ে রাখলেন। কারণ হিসেবে তিনিও রান তাড়া করে জেতার কথা বলেছেন। তবে হগ আরো বলেন, এই দুজনের মধ্যে কোন তুলনাই চলে না কারণ দুজনের কাজ আলাদা।
নিজের ইউটিউব চ্যানেলে প্রশ্নোত্তর পর্বে হক বলেন, “আমি বিরাট কি এগিয়ে রাখব । কারণ ভারতকে যখন বড় রান তাড়া করতে হয় তখন বিরাট বেশি ধারাবাহিক।ভারত যখন দ্বিতীয় ইনিংসে ব্যাট করে তখন বিরাটের ব্যাটিং দেখার মত।”
তিনি আরো বলেন, “কিন্তু এই দুজনের মধ্যে কোন তুলনাই চলে না। কারণ দুজনের রোল আলাদা । রোহিত কে বেশী আগ্রাসী হতে হয় ফাস্ট বোলারদের বিরুদ্ধে। তখন ফিল্ডিং রেস্ট্রিকশন থাকে । অন্যদিকে বিরাটের কাজটা হলো ইনিংসের শেষ পর্যন্ত ব্যাট করে যাওয়া। সুতরাং বলাই যায় ওরা একে অপরের পরিপূরক।”
এর আগে MCC সভাপতি কুমার সাঙ্গাকারা বলেন রোহিত বিরাট জুটি মডার্ন ক্রিকেটের অন্যতম সেরা জুটি।