ETV Bharat / sports

ইডেনের বিকল্প ক্রিকেট স্টেডিয়াম হতে চলেছে রাজ্যে, সবুজ সংকেত নবান্নের

author img

By

Published : Dec 23, 2019, 11:59 PM IST

হাওড়ার ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হতে চলেছে নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম । বিষয়টি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে দেওয়া হয়েছিল প্রস্তাব । সেই প্রস্তাব আজ মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা । আগামী দিনে ইডেনের পাশাপাশি ডুমুরজলাকেও আয়োজিত হবে আন্তর্জাতিক টেস্ট, টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ ।

Eden
ফাইল ছবি

কলকাতা, 23 ডিসেম্বর : হাওড়ার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক । ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হতে চলেছে নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম । বিষয়টি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে দেওয়া হয়েছিল প্রস্তাব । সেই প্রস্তাব আজ মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা । পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আর ডানকুনিতে তৈরি হতে চলেছে প্রাইভেট ফ্রেট টার্মিনাল, যা কি না অমৃতসর-ডানকুনি ফ্রেট কড়িডর তৈরি হলে তার সহায়ক হয়ে উঠবে ।

ইডেন গার্ডেন্স । ক্রিকেটের নন্দনকানন । ইতিহাস বলছে 1934 সালে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ হয় । প্রতিপক্ষ ছিল ভারত এবং ইংল্যান্ড । তখন অবশ্য কোনও স্টেডিয়াম ছিল না । ফুটবল ক্রিকেট সব খেলাই হত সেখানে । 1911 সালের মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয় এই মাঠেই । 1964 সালে ইডেন গার্ডেন্সে তৈরি হয় স্টেডিয়াম । তারপর থেকেই ইডেন হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন । যৌবন পেরিয়ে ইডেন এখন প্রবীণ । এই কারণেই কলকাতার আশপাশে দ্বিতীয় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভব করে CAB । সেই সূত্রেই রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল প্রস্তাব । ডুমুরজলার নাম প্রস্তাব করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল । সেই প্রস্তাবে আজ সিলমোহর পড়ল । ঠিক হয়েছে 14 একর জমি স্টেডিয়ামের জন্য দেওয়া হবে । আর তাতেই গড়ে উঠবে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম । আগামী দিনে ইডেনের পাশাপাশি ডুমুরজলাকেও আয়োজিত হবে আন্তর্জাতিক টেস্ট, টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ ।

দেখুন ভিডিয়ো

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, "IIM কলকাতা তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে । পাঁচ একর জমি তাদের দেওয়া হচ্ছে নিউটাউনে ।" পাশাপাশি ডানকুনিতে প্রাইভেট ফ্রেট টার্মিনাল তৈরি হওয়ার কথাও জানান তিনি । উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দিয়েছিলেন । সেই কাজ শুরু হচ্ছে । করিডর তৈরি হওয়ার আগেই ফ্রেট টার্মিনাল তৈরি হয়ে যাবে, যা ভবিষ্যতে বহু সম্ভাবনা তৈরি করবে বলেই মনে করছে রাজ্য সরকার । পাশাপাশি রঘুনাথপুরে তৈরি হতে যাচ্ছে শিল্প পার্ক । 2666 একর জমিতে তৈরি হবে এই পার্ক । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতও মিলেছে বলে জানিয়েছেন অমিত মিত্র ।

কলকাতা, 23 ডিসেম্বর : হাওড়ার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক । ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হতে চলেছে নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম । বিষয়টি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে দেওয়া হয়েছিল প্রস্তাব । সেই প্রস্তাব আজ মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা । পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত । ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার । আর ডানকুনিতে তৈরি হতে চলেছে প্রাইভেট ফ্রেট টার্মিনাল, যা কি না অমৃতসর-ডানকুনি ফ্রেট কড়িডর তৈরি হলে তার সহায়ক হয়ে উঠবে ।

ইডেন গার্ডেন্স । ক্রিকেটের নন্দনকানন । ইতিহাস বলছে 1934 সালে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ হয় । প্রতিপক্ষ ছিল ভারত এবং ইংল্যান্ড । তখন অবশ্য কোনও স্টেডিয়াম ছিল না । ফুটবল ক্রিকেট সব খেলাই হত সেখানে । 1911 সালের মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয় এই মাঠেই । 1964 সালে ইডেন গার্ডেন্সে তৈরি হয় স্টেডিয়াম । তারপর থেকেই ইডেন হয়ে উঠেছে ক্রিকেটের নন্দনকানন । যৌবন পেরিয়ে ইডেন এখন প্রবীণ । এই কারণেই কলকাতার আশপাশে দ্বিতীয় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভব করে CAB । সেই সূত্রেই রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল প্রস্তাব । ডুমুরজলার নাম প্রস্তাব করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল । সেই প্রস্তাবে আজ সিলমোহর পড়ল । ঠিক হয়েছে 14 একর জমি স্টেডিয়ামের জন্য দেওয়া হবে । আর তাতেই গড়ে উঠবে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম । আগামী দিনে ইডেনের পাশাপাশি ডুমুরজলাকেও আয়োজিত হবে আন্তর্জাতিক টেস্ট, টি-টোয়েন্টি ও একদিনের ম্যাচ ।

দেখুন ভিডিয়ো

আজ মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, "IIM কলকাতা তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে । পাঁচ একর জমি তাদের দেওয়া হচ্ছে নিউটাউনে ।" পাশাপাশি ডানকুনিতে প্রাইভেট ফ্রেট টার্মিনাল তৈরি হওয়ার কথাও জানান তিনি । উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডর তৈরির প্রস্তাব দিয়েছিলেন । সেই কাজ শুরু হচ্ছে । করিডর তৈরি হওয়ার আগেই ফ্রেট টার্মিনাল তৈরি হয়ে যাবে, যা ভবিষ্যতে বহু সম্ভাবনা তৈরি করবে বলেই মনে করছে রাজ্য সরকার । পাশাপাশি রঘুনাথপুরে তৈরি হতে যাচ্ছে শিল্প পার্ক । 2666 একর জমিতে তৈরি হবে এই পার্ক । ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সবুজ সংকেতও মিলেছে বলে জানিয়েছেন অমিত মিত্র ।

Intro:কলকাতা, ২৩ ডিসেম্বর: হাওড়ার মুকুটে যোগ হতে চলেছে নতুন পালক। ডুমুরতলা স্পোর্টস কমপ্লেক্সে তৈরি হতে চলেছে নতুন আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম। বিষয়টি নিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের তরফে দেওয়া হয়েছিল প্রস্তাব। সেই প্রস্তাব আজ মঞ্জুর করল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভার বৈঠকে নেওয়া হল আরও দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টকে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য জমি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। আর ডানকুনিতে তৈরি হতে চলেছে প্রাইভেট ফ্রেট টার্মিনাল। যা অমৃতসর-ডানকুনি ফ্রেট কড়িডর তৈরি হলে তার সহায়ক হয়ে উঠবে। Body:ইডেন গার্ডেন্স। ক্রিকেটের স্বর্গোদ্যান। ইতিহাস বলছে ১৯৩৪ সালে ইডেন গার্ডেন্সে প্রথম টেস্ট ম্যাচ হয়। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে। তখন অবশ্য কোনো স্টেডিয়াম ছিল না। ফুটবল ক্রিকেট সব খেলাই হতো সেখানে। 1911 সালের মোহনবাগানের ঐতিহাসিক শিল্ড জয় এই মাঠেই। 1964 সালে ইডেন গার্ডেন্সে তৈরি হয় স্টেডিয়াম। তারপর থেকেই ইডেন হয়ে উঠেছে ক্রিকেটের স্বর্গোদ্যান। যৌবন পেরিয়ে ইডেন এখন প্রবীণ। একটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল কলকাতার আশপাশে দ্বিতীয় স্টেডিয়ামের প্রয়োজনীয়তা অনুভব করে। সেই সূত্রেই রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল প্রস্তাব। অনেক ভেবেচিন্তে ডুমুরজলার নাম প্রস্তাব করেছিল ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। সেই প্রস্তাবে আজ সীলমোহর পড়ল। ঠিক হয়েছে 14 একর জমি স্টেডিয়ামের জন্য তুলে দেওয়া হবে। আর তাতেই গড়ে উঠবে বিশ্বমানের ক্রিকেট স্টেডিয়াম। আগামী দিনে ইডেনের পাশাপাশি ডুমুরতলা কেউ খাবে আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচ।
Conclusion:আজ মন্ত্রিসভার বৈঠক শেষে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “আইআইএম কলকাতা তাদের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার জন্য জমি চেয়েছিল রাজ্য সরকারের কাছে। পাঁচ একর জমি তাদের দেওয়া হচ্ছে নিউটাউনে।"

পাশাপাশি তিনি জানান, ডানকুনিতে তৈরি হতে চলেছে প্রাইভেট ফ্রেট টার্মিনাল। উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন অমৃতসর থেকে ডানকুনি পর্যন্ত ফ্রেট করিডোর তৈরির প্রস্তাব দিয়েছিলেন। সেই কাজ শুরু হচ্ছে। করিডোর তৈরি হওয়ার আগেই ফ্রেট টার্মিনাল তৈরি হয়ে যাবে। যা ভবিষ্যতে বহু সম্ভাবনা তৈরী করবে' বলেই মনে করছে রাজ্য সরকার। পাশাপাশি রঘুনাথপুরে তৈরি হতে যাচ্ছে শিল্প পার্ক। ২৬৬৬ একর জমিতে তৈরি হবে এই পার্ক।ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের সবুজসংকেত মিলেছে বলে জানিয়েছেন অমিত মিত্র।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.