কলকাতা, 25 মার্চ : কোরোনায় আক্রান্ত দেশ ৷ এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন সৌরভ গঙ্গোপাধ্যায় । একটি বেসরকারি চাল বিক্রয় সংস্থার সঙ্গে হাত মিলিয়ে প্রায় 50 লাখ টাকার চাল বিলি করার কথা জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি । এই চাল গরিব মানুষের মধ্যে বিনা পয়সায় বিতরণ করা হবে বলে জানিয়েছেন তিনি ।
শহরের ছাদহীন হতদরিদ্র মানুষদের স্কুল বাড়িতে রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার । তাঁদের এই চাল বিতরণ করা হবে । এই উদ্যোগে আরও মানুষ সাহায্যের হাত বাড়াবেন বলে আশা করছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ।
ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন রাজ্য সরকার চাইলে প্রয়োজনে ইডেনের ইনডোর এবং ক্রিকেটারদের ডরমেটরি সাময়িকভাবে চিকিৎসার কাজে ব্যবহার করতে পারবে ।
আরও পড়ুন : রাজ্য চাইলেই ইডেনে কোয়ারানটাইন : সৌরভ
কঠিন সময়ে সাহায্যের হাত বাড়াল ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলও । স্টেট ইমার্জেন্সি ফান্ডে 25 লাখ টাকা দেওয়ার কথা জানালেন CAB প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া । কোরোনা ভাইরাস আক্রান্তদের চিকিৎসার কাজে এই অর্থ ব্যবহার করা হবে। তিনি বলেছেন সভ্যতা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ক্রিকেট একতার জন্য । মানবিকতার পাশেও ক্রিকেট । সেই কারণেই CAB কোরোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ।