ETV Bharat / sports

বর্ধমানে ব্রায়ান লারা - বর্ধমানে লারা

বর্ধমানে একটি ক্রিকেট টুর্নামেন্টে অতিথি হিসাবে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা ৷ তাঁকে দেখতে ভিড় জমায় ক্রিকেটপ্রেমীরা ৷

image
বর্ধমানে লারা
author img

By

Published : Jan 25, 2020, 7:51 PM IST

বর্ধমান, 25 জানুয়ারি : বর্ধমানে লারা ৷ বর্ধমানে মালির মাঠে চলছে তিন দিন ব্যাপি রাজনন্দনী ক্রিকেট টুর্নামেন্ট ৷ আজ ছিল দ্বিতীয় দিন ৷ আর সেই টুর্নামেন্টে অতিথি হিসাবে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা ৷

কয়েকদিন আগে থেকেই লারা আসার কথা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাই আজ সকাল থেকেই বর্ধমানের মালির মাঠে জনসমুদ্র দেখা গেল ৷ দুপুর তিনটে নাগাদ প্রতীক্ষার অবসান ঘটে ৷ মালির মাঠে এসে উপস্থিত হন ক্রিকেটের রাজপুত্র ৷ অগণিত মানুষের ভিড় দেখে আপ্লুত হয়ে পড়েন লারা নিজেও ৷

প্রথমে হুড খোলা গাড়ি করে গোটা মাঠ ঘোরানো হয় লারাকে ৷ মাঠের বাইরে থাকা দর্শকদের মধ্যে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ ভিড়ের কারণে প্রথমে একবার লারাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করানো হয় ৷ যদিও ফের একবার হুড খোলা গাড়ি করে ঘোরানো হয় লারাকে ৷ এরপর হেঁটে মালির মাঠে ক্রিকেটের 22 গজে যান লারা ৷ ক্রিকেটারদের সঙ্গে পরিচয় সারেন তিনি ৷ ভালো খেলার জন্য উৎসাহ দেন ৷ বিকাল পাঁচটা নাগাদ বর্ধমান ছাড়েন কিংবদন্তি লারা ৷ সড়ক পথে কলকাতা ফেরেন তিনি ৷

বর্ধমানে লারা...

বর্ধমানে লারাকে ICC -র প্রস্তাবিত 4 দিনের টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ লারা জানান, এতে তাঁর মত নেই ৷ তিনি মনে করেন চারদিনের টেস্ট ম্যাচ ক্রিকেটে কোনও পরিবর্তন আনবে না ৷ বর্তমানে সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নও করা হয় তাঁকে ৷ তবে নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারের নাম করেননি লারা ৷ তবে কোহলি, স্মিথ, রুট, স্ট্রোক ও লোকেশ রাহুল এরা সবাই ভালো ক্রিকেটার বলে উল্লেখ করেন তিনি ৷

বর্ধমান, 25 জানুয়ারি : বর্ধমানে লারা ৷ বর্ধমানে মালির মাঠে চলছে তিন দিন ব্যাপি রাজনন্দনী ক্রিকেট টুর্নামেন্ট ৷ আজ ছিল দ্বিতীয় দিন ৷ আর সেই টুর্নামেন্টে অতিথি হিসাবে এসেছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান চার্লস লারা ৷

কয়েকদিন আগে থেকেই লারা আসার কথা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ তাই আজ সকাল থেকেই বর্ধমানের মালির মাঠে জনসমুদ্র দেখা গেল ৷ দুপুর তিনটে নাগাদ প্রতীক্ষার অবসান ঘটে ৷ মালির মাঠে এসে উপস্থিত হন ক্রিকেটের রাজপুত্র ৷ অগণিত মানুষের ভিড় দেখে আপ্লুত হয়ে পড়েন লারা নিজেও ৷

প্রথমে হুড খোলা গাড়ি করে গোটা মাঠ ঘোরানো হয় লারাকে ৷ মাঠের বাইরে থাকা দর্শকদের মধ্যে ছবি তোলার জন্য হুড়োহুড়ি পড়ে যায় ৷ ভিড়ের কারণে প্রথমে একবার লারাকে নিয়ে মাঠ প্রদক্ষিণ করানো হয় ৷ যদিও ফের একবার হুড খোলা গাড়ি করে ঘোরানো হয় লারাকে ৷ এরপর হেঁটে মালির মাঠে ক্রিকেটের 22 গজে যান লারা ৷ ক্রিকেটারদের সঙ্গে পরিচয় সারেন তিনি ৷ ভালো খেলার জন্য উৎসাহ দেন ৷ বিকাল পাঁচটা নাগাদ বর্ধমান ছাড়েন কিংবদন্তি লারা ৷ সড়ক পথে কলকাতা ফেরেন তিনি ৷

বর্ধমানে লারা...

বর্ধমানে লারাকে ICC -র প্রস্তাবিত 4 দিনের টেস্ট ম্যাচ নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা ৷ লারা জানান, এতে তাঁর মত নেই ৷ তিনি মনে করেন চারদিনের টেস্ট ম্যাচ ক্রিকেটে কোনও পরিবর্তন আনবে না ৷ বর্তমানে সেরা ক্রিকেটার কে? এই প্রশ্নও করা হয় তাঁকে ৷ তবে নির্দিষ্ট করে কোনও ক্রিকেটারের নাম করেননি লারা ৷ তবে কোহলি, স্মিথ, রুট, স্ট্রোক ও লোকেশ রাহুল এরা সবাই ভালো ক্রিকেটার বলে উল্লেখ করেন তিনি ৷

Intro:
চারদিনের টেস্ট ম্যাচ কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না বললেন লারা

পুলক যশ , বর্ধমান

টেস্ট চ্যাম্পিয়ন ম্যাচ কে 5 দিনের জায়গায় 4 দিনে করার চিন্তাভাবনা শুরু করেছে আইসিসি কিন্তু টেস্ট ম্যাচ পাঁচ দিনেই থাক বর্ধমান এসে এমনটাই মন্তব্য করলেন ক্রিকেটের রাজপুত্র ব্রায়ান লারা। বর্ধমানের মালিরমাঠে একটা টেনিস টুর্নামেন্টের অনুষ্ঠানে যোগ দিতে আসেন লারা। এদিন লারা মাঠে আসতেই আছড়ে পড়ে দর্শকদের ঢল। গাড়িতে করে দুবার মাঠ প্রদক্ষিন করেন লারা। পরে লারা বলেন , আইসিসি টেস্ট ম্যাচ নিয়ে চিন্তাভাবনা করছে। চার দিনের টেস্ট কোনো পরিবর্তন আনতে পারে বলে মনে হয় না।


Body:
চারদিনের টেস্ট ম্যাচ কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না বললেন লারা


Conclusion:
চারদিনের টেস্ট ম্যাচ কোনো পরিবর্তন আনবে বলে মনে হয় না বললেন লারা
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.