ETV Bharat / sports

ছন্নছাড়া KKR, তবুও সুখী সাজঘরের কথা ব্রাথওয়েটের মুখে - andre russell

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছন্নছাড়া পরিস্থিতিতে নাইট শিবির । কার্লোস ব্রাথওয়েট অবশ্য আশাবাদী ।

কার্লোস ব্রাথওয়েট
author img

By

Published : Apr 25, 2019, 12:14 PM IST

কলকাতা, 25 এপ্রিল : অশান্তির আগুন জ্বলছে নাইট শিবিরে । ম্যাচের আগের দিনের অনুশীলনে দলের অধিনায়ক দীনেশ কার্তিক অনুপস্থিত । বাকিরা কবে আসছেন তা নিয়ে ধোঁয়াশা । নাইট ম্যানেজমেন্ট বলছে দলনেতা ম্যাচে সরাসরি যোগ দেবেন । গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছন্নছাড়া পরিস্থিতি যে কোনও দলের কাছেই অশনি সংকেত । KKR ব্যতিক্রম নয় । কোচ জ্যাক কালিস ভাঙা দল নিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচের প্রস্তুতি সারলেন । দলের ফর্মে থাকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে অনুশীলনে দেখা যায়নি ।

দারুন শুরু করেও KKR-এর সামনে বিদায়ের ভ্রুকুটি । ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলছেন দুর্ভাগ্যবশত তারা প্রত্যাশিত মানে খেলতে পারেননি । চার ম্যাচ জিতলে খুলতে পারে প্লে-অফের দরজা। আপাতত পরিস্থিতি ঠিক করতে বাকি চারটে ম্যাচ জিততে হবে বলে জানিয়েছেন তিনি । চলতি IPL-এ প্লে-অফের সম্ভাবনা বাচিয়ে রাখার লড়াইয়ে নামার আগে দলের টালমাটাল অবস্থা যে স্বস্তি দিচ্ছে না তা বলাই বাহুল্য । সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কার্লোস ব্রাথওয়েট । তিনি অবশ্য দলের অভ্যন্তরের অস্বস্তির কথা মানতে নারাজ । বরং বলছেন বাইরে থেকের অনেক কিছু অনুমান করার চেষ্টা করা হলেও তার সঙ্গে বাস্তবের মিল নেই । পরস্পরের সঙ্গে হাসি ঠাট্টা, ফুটবল খেলা চলছে যা দলের সুস্থ পরিবেশের প্রমাণ দেয় বলে তিনি মনে করেন ।

kkr
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে দল

ক্যারিবিয়ান ক্রিকেটারটি চলতি IPL-এর সিংহভাগ ডাগ আউটে বসে কাটিয়েছেন । অথচ ইডেনেই তাঁর বিশ্বকাপ জেতানো ইনিংস রয়েছে । তবে অতীত নয়, KKR-এর বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রাথওয়েট অনর্গল । সুযোগ না পেলেও ব্রাথওয়েট দলকে পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন । বিশ্বকাপে উইন্ডিজ় দলে সুযোগ পাওয়ায় খুশি । তিনি বলেন, "দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের । তবে এখন আমি KKR-এর হয়ে পারফরম্যান্স করাকেই পাখির চোখ করতে চাই ।" রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ । প্রতিপক্ষ শিবিরে বেন স্টোক রয়েছেন । যার বিরুদ্ধে ইডেনেই চার ছক্কা মেরে জয় ছিনিয়ে নিয়ে আসার কৃতিত্ব রয়েছে ব্রাথওয়েটের । তবে বেন স্টোকসকে খাটো করতে রাজি নন তিনি । ব্যক্তিগত সম্পর্কও দুজনের ভালো বলে দাবি করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

এদিকে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রশংসা ব্রাথওয়েটের মুখে । তার মতে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাসেলের রয়েছে । তাই কোচ ও অধিনায়ক যেভাবে ব্যবহার করতে চাইবেন সেভাবেই রাসেলকে ব্যাট করতে নামবেন । পেশাদার ক্রীড়াজগতে দলের প্রয়োজন সমাধা করাই একমাত্র কাজ ।

কলকাতা, 25 এপ্রিল : অশান্তির আগুন জ্বলছে নাইট শিবিরে । ম্যাচের আগের দিনের অনুশীলনে দলের অধিনায়ক দীনেশ কার্তিক অনুপস্থিত । বাকিরা কবে আসছেন তা নিয়ে ধোঁয়াশা । নাইট ম্যানেজমেন্ট বলছে দলনেতা ম্যাচে সরাসরি যোগ দেবেন । গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ছন্নছাড়া পরিস্থিতি যে কোনও দলের কাছেই অশনি সংকেত । KKR ব্যতিক্রম নয় । কোচ জ্যাক কালিস ভাঙা দল নিয়ে রাজস্থান রয়্যালস ম্যাচের প্রস্তুতি সারলেন । দলের ফর্মে থাকা ব্যাটসম্যান আন্দ্রে রাসেলকে অনুশীলনে দেখা যায়নি ।

দারুন শুরু করেও KKR-এর সামনে বিদায়ের ভ্রুকুটি । ক্যারিবিয়ান ব্যাটসম্যান বলছেন দুর্ভাগ্যবশত তারা প্রত্যাশিত মানে খেলতে পারেননি । চার ম্যাচ জিতলে খুলতে পারে প্লে-অফের দরজা। আপাতত পরিস্থিতি ঠিক করতে বাকি চারটে ম্যাচ জিততে হবে বলে জানিয়েছেন তিনি । চলতি IPL-এ প্লে-অফের সম্ভাবনা বাচিয়ে রাখার লড়াইয়ে নামার আগে দলের টালমাটাল অবস্থা যে স্বস্তি দিচ্ছে না তা বলাই বাহুল্য । সাংবাদিক সম্মেলনে এসেছিলেন কার্লোস ব্রাথওয়েট । তিনি অবশ্য দলের অভ্যন্তরের অস্বস্তির কথা মানতে নারাজ । বরং বলছেন বাইরে থেকের অনেক কিছু অনুমান করার চেষ্টা করা হলেও তার সঙ্গে বাস্তবের মিল নেই । পরস্পরের সঙ্গে হাসি ঠাট্টা, ফুটবল খেলা চলছে যা দলের সুস্থ পরিবেশের প্রমাণ দেয় বলে তিনি মনে করেন ।

kkr
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে দল

ক্যারিবিয়ান ক্রিকেটারটি চলতি IPL-এর সিংহভাগ ডাগ আউটে বসে কাটিয়েছেন । অথচ ইডেনেই তাঁর বিশ্বকাপ জেতানো ইনিংস রয়েছে । তবে অতীত নয়, KKR-এর বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রাথওয়েট অনর্গল । সুযোগ না পেলেও ব্রাথওয়েট দলকে পরামর্শ দিয়ে সাহায্য করার চেষ্টা করেন । বিশ্বকাপে উইন্ডিজ় দলে সুযোগ পাওয়ায় খুশি । তিনি বলেন, "দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সবসময়ই সম্মানের । তবে এখন আমি KKR-এর হয়ে পারফরম্যান্স করাকেই পাখির চোখ করতে চাই ।" রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ । প্রতিপক্ষ শিবিরে বেন স্টোক রয়েছেন । যার বিরুদ্ধে ইডেনেই চার ছক্কা মেরে জয় ছিনিয়ে নিয়ে আসার কৃতিত্ব রয়েছে ব্রাথওয়েটের । তবে বেন স্টোকসকে খাটো করতে রাজি নন তিনি । ব্যক্তিগত সম্পর্কও দুজনের ভালো বলে দাবি করেছেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

এদিকে অলরাউন্ডার আন্দ্রে রাসেলের প্রশংসা ব্রাথওয়েটের মুখে । তার মতে যে কোনও পরিস্থিতিতে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাসেলের রয়েছে । তাই কোচ ও অধিনায়ক যেভাবে ব্যবহার করতে চাইবেন সেভাবেই রাসেলকে ব্যাট করতে নামবেন । পেশাদার ক্রীড়াজগতে দলের প্রয়োজন সমাধা করাই একমাত্র কাজ ।

Intro:নাইটদের প্রস্তুতি


Body:জোর কদমে অনুশীলনে নাইটরা।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.