ETV Bharat / sports

মেলবোর্নেই বক্সিং ডে টেস্ট, ঘোষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের নির্ঘণ্ট - ঘোষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের সময়সূচী

তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের পর সমসংখ্যক ম্যাচের টি-20 সিরিজ় খেলবে দু'টি দেশ ।

মেলবোর্নেই বক্সিং ডে টেস্ট, ঘোষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের নির্ঘণ্ট
মেলবোর্নেই বক্সিং ডে টেস্ট, ঘোষিত ভারত-অস্ট্রেলিয়া সিরিজ়ের নির্ঘণ্ট
author img

By

Published : Oct 28, 2020, 8:42 AM IST

Updated : Oct 28, 2020, 9:45 AM IST

সিডনি, 28 অক্টোবর : ঘোষিত হল বছর শেষের সবচেয়ে চর্চিত ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ়ের সময়সূচি । 27 নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ান ডে সিরিজ় দিয়ে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর । তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের পর সমসংখ্যক ম্যাচের টি-20 সিরিজ় খেলবে দু'টি দেশ । 17 ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ় ।

কোরোনার কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় শহর মেলবোর্নে একমাসের লকডাউন চলছিল । লকডাউন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল যে, মেলবোর্নেই হচ্ছে বক্সিং ডে টেস্ট । 27 ও 29 তারিখে একদিনের সিরিজ়ের প্রথম দু'টি ম্যাচ খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে । সিরিজ়ের তৃতীয় ম্যাচটি রয়েছে ক্যানবেরার মানুকা ওভালে । এই ওয়ান ডে সিরিজ় ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত হবে । যে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে প্রথম খেলবে ভারতীয় দল ।

এরপর দু'টি টিম ভিড়বে কুড়ি বিশের সিরিজ়ে । 4 ডিসেম্বর প্রথম ম্যাচটি খেলা হবে ক্যানবেরায় । পরের দু'টি ম্যাচ রয়েছে সিডনিতে । টি-20 র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া । গতবছর ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ় 2-0 ব্যবধানে জিতে নিয়েছিল তারা । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা শেষ 10টি টি-20তে 5টিতে জিতেছে ভারত । বাকি চারটি অস্ট্রেলিয়ার ।

  • 🇦🇺 v 🇮🇳 DATES CONFIRMED!

    3⃣ ODIs in @cricketworldcup Super League
    3⃣ T20Is
    4⃣ Tests as the top two go head to head in the ICC World Test Championship!

    It's going to be a cracker! Check out the fixtures 👇

    — ICC (@ICC) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ান ডে ও টি-20 সিরিজ়ের পর বহু চর্চিত বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ়ে মুখোমুখি হবে টেস্ট ফরম্যাটের দুই যুযুধান টিম । যা ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত । লাল বলের সিরিজ় শুরু হবে অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট দিয়ে । গতবছর দেশের মাটিতে গোলাপি বলের টেস্ট খেলায় অভিজ্ঞতা হয়েছে কোহলি ব্রিগেডের । এই প্রথম বিদেশের মাটিতে গোলাপি বলের চ্যালেঞ্জের মোকাবিলা করবে তারা । 17-21 ডিসেম্বর পর্যন্ত চলবে ম্যাচ । 26-30 ডিসেম্বর পর্যন্ত মেলবোর্নে বসবে ঐতিহ্যাবাহী বক্সিং ডে টেস্টের আসর । সিরিজ়ের তৃতীয় ম্যাচটি রয়েছে সিডনিতে । 7 জানুয়ারি থেকে শুরু এই টেস্ট শেষ হচ্ছে 11 তারিখ । 15 জানুয়ারি শেষ তথা চতুর্থ ম্যাচটি খেলা হবে ব্রিসবেনের গাব্বায় । বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে একনম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি টেস্ট সিরিজ় জিতেছে ভারত । এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে 2018-19 বর্ডার-গাভাসকার সিরিজ়ের ঐতিহাসিক জয় ।

10 নভেম্বর শেষ হচ্ছে IPL । 12 নভেম্বর আরব আমিরশাহী থেকে সোজা অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল । সিডনিতে 14 দিনের কোয়ারানটিনে থাকতে হবে তাদের ।

একনজরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময়সূচি

প্রথম ওয়ান ডে : 27 নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

দ্বিতীয় ওয়ান ডে : 29 নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় ওয়ান ডে : 2 ডিসেম্বর, ক্যানবেরা

প্রথম টি-20 : 4 ডিসেম্বর, ক্যানবেরা

দ্বিতীয় টি-20 : 6 ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টি-20 : 8 ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

প্রথম টেস্ট : 17-21 ডিসেম্বর, (দিন-রাতের টেস্ট)

দ্বিতীয় টেস্ট : 26-30 ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টেস্ট : 7-11 জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

চতুর্থ টেস্ট : 15-19 জানুয়ারি, গাব্বা

সিডনি, 28 অক্টোবর : ঘোষিত হল বছর শেষের সবচেয়ে চর্চিত ভারত-অস্ট্রেলিয়া পূর্ণাঙ্গ সিরিজ়ের সময়সূচি । 27 নভেম্বর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়ান ডে সিরিজ় দিয়ে শুরু হচ্ছে বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফর । তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ়ের পর সমসংখ্যক ম্যাচের টি-20 সিরিজ় খেলবে দু'টি দেশ । 17 ডিসেম্বর অ্যাডিলেডে দিন-রাতের ম্যাচ দিয়ে শুরু হবে টেস্ট সিরিজ় ।

কোরোনার কারণে অস্ট্রেলিয়ার দ্বিতীয় বড় শহর মেলবোর্নে একমাসের লকডাউন চলছিল । লকডাউন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়ে দিল যে, মেলবোর্নেই হচ্ছে বক্সিং ডে টেস্ট । 27 ও 29 তারিখে একদিনের সিরিজ়ের প্রথম দু'টি ম্যাচ খেলা হবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে । সিরিজ়ের তৃতীয় ম্যাচটি রয়েছে ক্যানবেরার মানুকা ওভালে । এই ওয়ান ডে সিরিজ় ICC মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগের অন্তর্গত হবে । যে লিগে দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্ল্ড কাপ সুপার লিগে প্রথম খেলবে ভারতীয় দল ।

এরপর দু'টি টিম ভিড়বে কুড়ি বিশের সিরিজ়ে । 4 ডিসেম্বর প্রথম ম্যাচটি খেলা হবে ক্যানবেরায় । পরের দু'টি ম্যাচ রয়েছে সিডনিতে । টি-20 র্যাঙ্কিংয়ে বর্তমানে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রেলিয়া । গতবছর ভারতের বিরুদ্ধে টি-20 সিরিজ় 2-0 ব্যবধানে জিতে নিয়েছিল তারা । অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলা শেষ 10টি টি-20তে 5টিতে জিতেছে ভারত । বাকি চারটি অস্ট্রেলিয়ার ।

  • 🇦🇺 v 🇮🇳 DATES CONFIRMED!

    3⃣ ODIs in @cricketworldcup Super League
    3⃣ T20Is
    4⃣ Tests as the top two go head to head in the ICC World Test Championship!

    It's going to be a cracker! Check out the fixtures 👇

    — ICC (@ICC) October 28, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ওয়ান ডে ও টি-20 সিরিজ়ের পর বহু চর্চিত বর্ডার-গাভাসকার ট্রফি সিরিজ়ে মুখোমুখি হবে টেস্ট ফরম্যাটের দুই যুযুধান টিম । যা ICC ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত । লাল বলের সিরিজ় শুরু হবে অ্যাডিলেডের গোলাপি বলের টেস্ট দিয়ে । গতবছর দেশের মাটিতে গোলাপি বলের টেস্ট খেলায় অভিজ্ঞতা হয়েছে কোহলি ব্রিগেডের । এই প্রথম বিদেশের মাটিতে গোলাপি বলের চ্যালেঞ্জের মোকাবিলা করবে তারা । 17-21 ডিসেম্বর পর্যন্ত চলবে ম্যাচ । 26-30 ডিসেম্বর পর্যন্ত মেলবোর্নে বসবে ঐতিহ্যাবাহী বক্সিং ডে টেস্টের আসর । সিরিজ়ের তৃতীয় ম্যাচটি রয়েছে সিডনিতে । 7 জানুয়ারি থেকে শুরু এই টেস্ট শেষ হচ্ছে 11 তারিখ । 15 জানুয়ারি শেষ তথা চতুর্থ ম্যাচটি খেলা হবে ব্রিসবেনের গাব্বায় । বর্তমানে টেস্ট র্যাঙ্কিংয়ে একনম্বরে থাকা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ চারটি টেস্ট সিরিজ় জিতেছে ভারত । এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়ার মাটিতে 2018-19 বর্ডার-গাভাসকার সিরিজ়ের ঐতিহাসিক জয় ।

10 নভেম্বর শেষ হচ্ছে IPL । 12 নভেম্বর আরব আমিরশাহী থেকে সোজা অস্ট্রেলিয়ায় যাবে ভারতীয় দল । সিডনিতে 14 দিনের কোয়ারানটিনে থাকতে হবে তাদের ।

একনজরে ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরের সময়সূচি

প্রথম ওয়ান ডে : 27 নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

দ্বিতীয় ওয়ান ডে : 29 নভেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় ওয়ান ডে : 2 ডিসেম্বর, ক্যানবেরা

প্রথম টি-20 : 4 ডিসেম্বর, ক্যানবেরা

দ্বিতীয় টি-20 : 6 ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টি-20 : 8 ডিসেম্বর, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

প্রথম টেস্ট : 17-21 ডিসেম্বর, (দিন-রাতের টেস্ট)

দ্বিতীয় টেস্ট : 26-30 ডিসেম্বর, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড

তৃতীয় টেস্ট : 7-11 জানুয়ারি, সিডনি ক্রিকেট গ্রাউন্ড

চতুর্থ টেস্ট : 15-19 জানুয়ারি, গাব্বা

Last Updated : Oct 28, 2020, 9:45 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.