ETV Bharat / sports

"ব্যাপারটা আমরা সামলে নেব বাছাধন", কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে একহাত নিলেন গম্ভীর - কাশ্মীর ইশু

টুইট বিতণ্ডায় জড়ালেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব দিল্লির BJP সাংসদ গৌতম গম্ভীর ।

"ব্যাপারটা আমরা সামলে নেব বাছাধন", কাশ্মীর প্রসঙ্গে আফ্রিদিকে একহাত নিলেন গম্ভীর
author img

By

Published : Aug 6, 2019, 2:12 PM IST

দিল্লি, 6 অগাস্ট : 370 ধারা খারিজ ও জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাজনের সিদ্ধান্তটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করার পরই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ বেআইনি বলে নিন্দায় সরব হয়েছে পাকিস্তানও ৷ এবার সেই আঁচ ছড়াল দুই দেশের দুই ক্রিকেটারের টুইটে ৷ টুইট বিতণ্ডায় জড়ালেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর ।

শাহিদকে কটাক্ষ করে , বাছাধন (Son) বলেও উল্লেখ করেন গম্ভীর ৷ 370 ধারা প্রত্যাহারের বিরুদ্ধে একটি টুইট করেছিলেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি । বলেছিলেন রাষ্ট্রসংঘ কেন তৈরি করা হয়েছে, কেন ঘুমিয়ে রয়েছে সেই সংস্থা ৷

আফ্রিদির কথায়, “রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাঁদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাঁদেরও প্রাপ্য । এখনও রাষ্ট্রসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে ।” এরই উত্তরে গম্ভীর বলেন, “একদম ঠিক কথা ‘বিনা প্ররোচনায় আগ্রাসন’, ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ এই সমস্ত শব্দ ব্যবহারের জন্য ওঁর প্রশংসা করা উচিত । তবে উনি হয়ত বলতে ভুলে গিয়েছেন এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাক অধিকৃত কাশ্মীরে ।”

গম্ভীর তীব্র কটাক্ষ করে লেখেন, ''চিন্তা করার কিছু নেই, খুব তাড়াতাড়ি আমরা ব্যাপারটা সামলে নেব বাছাধন৷''

দিল্লি, 6 অগাস্ট : 370 ধারা খারিজ ও জম্মু-কাশ্মীরের প্রশাসনিক বিভাজনের সিদ্ধান্তটি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করার পরই মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ৷ বেআইনি বলে নিন্দায় সরব হয়েছে পাকিস্তানও ৷ এবার সেই আঁচ ছড়াল দুই দেশের দুই ক্রিকেটারের টুইটে ৷ টুইট বিতণ্ডায় জড়ালেন প্রাক্তন পাকিস্তানি অধিনায়ক শাহিদ আফ্রিদি ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার তথা পূর্ব দিল্লির সাংসদ গৌতম গম্ভীর ।

শাহিদকে কটাক্ষ করে , বাছাধন (Son) বলেও উল্লেখ করেন গম্ভীর ৷ 370 ধারা প্রত্যাহারের বিরুদ্ধে একটি টুইট করেছিলেন প্রাক্তন পাকিস্তানি অলরাউন্ডার শাহিদ আফ্রিদি । বলেছিলেন রাষ্ট্রসংঘ কেন তৈরি করা হয়েছে, কেন ঘুমিয়ে রয়েছে সেই সংস্থা ৷

আফ্রিদির কথায়, “রাষ্ট্রসংঘের সনদ অনুযায়ী কাশ্মীরিদের তাঁদের প্রাপ্য অধিকারটুকু পাওয়া উচিত, আমাদের সবার মতো স্বাধীনতা তাঁদেরও প্রাপ্য । এখনও রাষ্ট্রসংঘ চুপ কেন? বিনা প্ররোচনায় এই আগ্রাসন এবং মানবতার বিরুদ্ধে এই অপরাধ সকলে মনে রাখবে ।” এরই উত্তরে গম্ভীর বলেন, “একদম ঠিক কথা ‘বিনা প্ররোচনায় আগ্রাসন’, ‘মানবিকতার বিরুদ্ধে অপরাধ’ এই সমস্ত শব্দ ব্যবহারের জন্য ওঁর প্রশংসা করা উচিত । তবে উনি হয়ত বলতে ভুলে গিয়েছেন এই ধরনের অধিকাংশ অপরাধই হয় পাক অধিকৃত কাশ্মীরে ।”

গম্ভীর তীব্র কটাক্ষ করে লেখেন, ''চিন্তা করার কিছু নেই, খুব তাড়াতাড়ি আমরা ব্যাপারটা সামলে নেব বাছাধন৷''

Mumbai, Aug 06 (ANI): Bollywood actor John Abraham and actress Mrunal Thakur were spotted while promoting their movie 'Batla House' in Mumbai. Mrunal Thakur was seen wearing a white colour tube top pairing it with her formal attire. John Abraham was seen wearing a white shade tees with black trouser. They were seen posing with the director Nikkhil Advani and the team of the film. 'Batla House' movie is based on real-life incident. The film is based on the controversial encounter in Delhi's Batla House area which took place in 2008, in which the Delhi Police killed two alleged Indian Mujahideen terrorists and arrested two others, who were purportedly involved in serial blasts across the country earlier that year. Earlier, the team of Batla House met with the Vice President M Venkaiah Naidu and showed him glimpses of the film.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.