ETV Bharat / sports

চোটের কবলে IPL, ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমারও - ভুবনেশ্বর কুমারের চোট

চোটের গ্রহে চলতি কোটিপতি লিগের ক্রিকেটাররা ৷ তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ যেন একটু বেশিই চোট সমস্যায় ভুগছে ৷

চোটের কবলে IPL, ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমারও
চোটের কবলে IPL, ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমারও
author img

By

Published : Oct 5, 2020, 6:04 PM IST

দুবাই, 5 অক্টোবর : পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হার ৷ লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দল ৷ তার মধ্যেই খারাপ খবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ৷ চোটের কারণে চলতি IPL থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার ৷ গত শুক্রবার দুবাইয়ের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পেয়েছিলেন ভুবি ৷ এই নিয়ে একইদিনে দুজন ভারতীয় বোলার IPL থেকে ছিটকে গেলেন ৷

চোটের গ্রহে চলতি কোটিপতি লিগের ক্রিকেটাররা ৷ তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ যেন একটু বেশিই চোট সমস্যায় ভুগছে ৷ টুর্নামেন্টের প্রথমদিকে গোড়ালিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ৷ যে কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে ৷ মার্শের পরিবর্তে জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ ৷ সেই ঘটনার রেশ যেতে না যেতেই দলের আরও এক তারকা ক্রিকেটারকে হারাল হায়দরাবাদ ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে 19তম ওভারে মাঠ থেকে বেরিয়ে যান চোট পাওয়া ভুবি ৷ তার আগে অবশ্য বল করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু পরে ফিজিওর নির্দেশে মাঠ ছাড়েন ৷ ম্যাচের পর অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ভুবির চোট নিয়ে জিজ্ঞাসা করলে তিনি অবশ্য কিছুই বলতে পারেননি ৷

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসের সময় ওয়ার্নার জানান, "ভুবনেশ্বরকে হয়ত আগামী দু'টি ম্যাচে আমরা পাব না ৷" কিন্তু তখনও বোঝা যায়নি যে এই হিপ ইনজুরি তাঁকে বাকি IPL থেকেই ছিটকে দেবে ৷ টুর্নামেন্টে দলের অবস্থা ভালো নয় ৷ তাই খুব শীঘ্রই ভারতের এই অন্যতম সেরা পেসারের পরিবর্ত খোঁজা শুরু করতে হবে হায়দরাবাদকে ৷

তবে ভুবির চোট শুধু সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়িকেই নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালেও ভাঁজ ফেলবে ৷ IPL-এর পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল ৷ 4 ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতীয় স্কোয়াডের অন্যতম সেরা অস্ত্র ভুবনেশ্বর কুমার ৷ দেখা যাক ডিসেম্বরের বর্ডার-গাভাসকর সিরিজ়ের আগে সুস্থ হয়ে ফিরতে পারেন কি না ৷ তা না হলে ভুবিকে বাদ দিয়েই ভাবতে হবে কোহলি-শাস্ত্রী জুটিকে ৷

দুবাই, 5 অক্টোবর : পাঁচটি ম্যাচের মধ্যে তিনটিতেই হার ৷ লিগ টেবিলের সপ্তম স্থানে রয়েছে দল ৷ তার মধ্যেই খারাপ খবর সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ৷ চোটের কারণে চলতি IPL থেকে ছিটকে গেলেন ভুবনেশ্বর কুমার ৷ গত শুক্রবার দুবাইয়ের মাঠে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে চোট পেয়েছিলেন ভুবি ৷ এই নিয়ে একইদিনে দুজন ভারতীয় বোলার IPL থেকে ছিটকে গেলেন ৷

চোটের গ্রহে চলতি কোটিপতি লিগের ক্রিকেটাররা ৷ তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ যেন একটু বেশিই চোট সমস্যায় ভুগছে ৷ টুর্নামেন্টের প্রথমদিকে গোড়ালিতে চোট পেয়েছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মিচেল মার্শ ৷ যে কারণে টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয়েছে তাঁকে ৷ মার্শের পরিবর্তে জেসন হোল্ডারকে দলে নিয়েছে হায়দরাবাদ ৷ সেই ঘটনার রেশ যেতে না যেতেই দলের আরও এক তারকা ক্রিকেটারকে হারাল হায়দরাবাদ ৷ চেন্নাইয়ের বিরুদ্ধে 19তম ওভারে মাঠ থেকে বেরিয়ে যান চোট পাওয়া ভুবি ৷ তার আগে অবশ্য বল করার চেষ্টা করেছিলেন ৷ কিন্তু পরে ফিজিওর নির্দেশে মাঠ ছাড়েন ৷ ম্যাচের পর অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ভুবির চোট নিয়ে জিজ্ঞাসা করলে তিনি অবশ্য কিছুই বলতে পারেননি ৷

রবিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে টসের সময় ওয়ার্নার জানান, "ভুবনেশ্বরকে হয়ত আগামী দু'টি ম্যাচে আমরা পাব না ৷" কিন্তু তখনও বোঝা যায়নি যে এই হিপ ইনজুরি তাঁকে বাকি IPL থেকেই ছিটকে দেবে ৷ টুর্নামেন্টে দলের অবস্থা ভালো নয় ৷ তাই খুব শীঘ্রই ভারতের এই অন্যতম সেরা পেসারের পরিবর্ত খোঁজা শুরু করতে হবে হায়দরাবাদকে ৷

তবে ভুবির চোট শুধু সানরাইজার্স হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজ়িকেই নয়, ভারতীয় টিম ম্যানেজমেন্টের কপালেও ভাঁজ ফেলবে ৷ IPL-এর পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারতীয় দল ৷ 4 ম্যাচের টেস্ট সিরিজ়ে ভারতীয় স্কোয়াডের অন্যতম সেরা অস্ত্র ভুবনেশ্বর কুমার ৷ দেখা যাক ডিসেম্বরের বর্ডার-গাভাসকর সিরিজ়ের আগে সুস্থ হয়ে ফিরতে পারেন কি না ৷ তা না হলে ভুবিকে বাদ দিয়েই ভাবতে হবে কোহলি-শাস্ত্রী জুটিকে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.