ETV Bharat / sports

ঈশান-আকাশের দুরন্ত বোলিংয়ে বাংলার ঘরে 3 পয়েন্ট - দুরন্ত বোলিং বাংলার

গুজরাতের বিরুদ্ধে ঈশান ও আকাশের দুরন্ত বোলিংয়ে তিন পয়েন্ট এল বাংলার ঘরে ৷ বাংলার এই দুই পেসারের বিক্রমে 194 রানেই থেমে যায় গুজরাতের ইনিংস ৷ ব্যাট হাতে সহজেই প্রথম ইনিংসে গুজরাতের রান টপকে য়ায় বাংলা ৷ প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 239 ৷

image
বাংলা বনাম গুজরাত
author img

By

Published : Jan 6, 2020, 1:44 PM IST

Updated : Jan 6, 2020, 4:29 PM IST

কলকাতা, 6 জানুয়ারি: বৃষ্টি বিঘ্নিত ইডেনে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে ৷ বৃষ্টির কারণে প্রথম তিন দিন খেলা বিঘ্নিত হলেও চতুর্থ বা শেষ দিনে আবহাওয়া ছিল ঝলমলে ৷ তাই প্রথম ইনিংসে গুজরাতের করা 194 রান, শেষ দিনে সহজেই টপকে যায় টিম বাংলা ৷ যদিও ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পরে অভিমন্যুর দল ৷ ঋত্বিক চৌধুরি, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারির ব্যাটে ভর করে গুজরাতের প্রথম ইনিংসের রান টপকে যায় বাংলার রঞ্জি দল ৷ ম্যাচের শেষ দিনে প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 239 রান ৷ তিন ম্যাচের শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে এল বাংলা ৷ ম্যাচের সেরা আকাশ দীপ ৷

গুজরাতের প্রথম ইনিংস মাত্র 194 রানেই শেষ ৷ সৌজন্যে ঈশান পোড়েল ও আকাশ দীপের বোলিং ৷ অশোক দিন্দার অভাব বল হাতে কড়ায়গন্ডায় মিটিয়ে দেন আকাশ ও ঈশান ৷ দুই বোলারই তুলে নিলেন প্রতিপক্ষের 10টি উইকেট ৷ তবে ঈশানকে ছাপিয়ে গেলেন আকাশ দীপ ৷ মাত্র 18.3 ওভার বল করে তুলে নিলেন 6টি উইকেট ৷ অন্যদিকে ঈশান নিলেন বাকি 4টি উইকেট ৷

image
ঈশান ও আকাশ

ঈশান ও আকাশের দুরন্ত বোলিংয়ে খুশি বাংলার বোলিং কোচ রণদেব বসু ৷ মনোজ ও অভিমন্যুদের নিয়ে আশাবাদী ছিলেন বাংলা কোচ অরুণ লাল ৷ কোচের আস্থার মর্যাদা রাখলেন মনোজরা ৷ তবে এর মধ্যেই পরবর্তী ম্যাচের দল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজ়িল্যান্ড যাচ্ছেন ঈশান ৷ তাই তাঁর পরিবর্ত কে হবেন ? অশোক দিন্দা সহজ সমাধান হতে পারত ৷ ততে বিতর্কিত বোলারের দলে অন্তর্ভুক্তি নিয়ে অনীহা টিম ম্যানেজম্যান্টের ৷ এই মরশুমে দিন্দার দলে ফেরার সম্ভবনা প্রায় নেই বললেই চলে ৷ তাই দিন্দা নির্ভরতা ছেড়ে নতুনভাবে দল গড়াই লক্ষ্য বাংলার ৷

কলকাতা, 6 জানুয়ারি: বৃষ্টি বিঘ্নিত ইডেনে তিন পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হল বাংলা দলকে ৷ বৃষ্টির কারণে প্রথম তিন দিন খেলা বিঘ্নিত হলেও চতুর্থ বা শেষ দিনে আবহাওয়া ছিল ঝলমলে ৷ তাই প্রথম ইনিংসে গুজরাতের করা 194 রান, শেষ দিনে সহজেই টপকে যায় টিম বাংলা ৷ যদিও ব্যাটিং করতে এসে শুরুতেই দুই উইকেট হারিয়ে বিপাকে পরে অভিমন্যুর দল ৷ ঋত্বিক চৌধুরি, অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ, মনোজ তিওয়ারির ব্যাটে ভর করে গুজরাতের প্রথম ইনিংসের রান টপকে যায় বাংলার রঞ্জি দল ৷ ম্যাচের শেষ দিনে প্রথম ইনিংসে বাংলার সংগ্রহ 5 উইকেটের বিনিময়ে 239 রান ৷ তিন ম্যাচের শেষে 12 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চলে এল বাংলা ৷ ম্যাচের সেরা আকাশ দীপ ৷

গুজরাতের প্রথম ইনিংস মাত্র 194 রানেই শেষ ৷ সৌজন্যে ঈশান পোড়েল ও আকাশ দীপের বোলিং ৷ অশোক দিন্দার অভাব বল হাতে কড়ায়গন্ডায় মিটিয়ে দেন আকাশ ও ঈশান ৷ দুই বোলারই তুলে নিলেন প্রতিপক্ষের 10টি উইকেট ৷ তবে ঈশানকে ছাপিয়ে গেলেন আকাশ দীপ ৷ মাত্র 18.3 ওভার বল করে তুলে নিলেন 6টি উইকেট ৷ অন্যদিকে ঈশান নিলেন বাকি 4টি উইকেট ৷

image
ঈশান ও আকাশ

ঈশান ও আকাশের দুরন্ত বোলিংয়ে খুশি বাংলার বোলিং কোচ রণদেব বসু ৷ মনোজ ও অভিমন্যুদের নিয়ে আশাবাদী ছিলেন বাংলা কোচ অরুণ লাল ৷ কোচের আস্থার মর্যাদা রাখলেন মনোজরা ৷ তবে এর মধ্যেই পরবর্তী ম্যাচের দল নিয়ে শুরু হয়েছে জল্পনা ৷ ভারতীয় A দলের হয়ে খেলতে নিউজ়িল্যান্ড যাচ্ছেন ঈশান ৷ তাই তাঁর পরিবর্ত কে হবেন ? অশোক দিন্দা সহজ সমাধান হতে পারত ৷ ততে বিতর্কিত বোলারের দলে অন্তর্ভুক্তি নিয়ে অনীহা টিম ম্যানেজম্যান্টের ৷ এই মরশুমে দিন্দার দলে ফেরার সম্ভবনা প্রায় নেই বললেই চলে ৷ তাই দিন্দা নির্ভরতা ছেড়ে নতুনভাবে দল গড়াই লক্ষ্য বাংলার ৷

Intro:হাওয়া অফিসের পূর্বাভাসে আস্থা রাখতে পারছে না বাংলার ক্রিকেট দল। রবিবাসরীয় সকালে রৌদ্রজ্বল আকাশের পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর।কিন্তু সূর্যদেবের দেখা সেভাবে মেলেনি।মেঘলা আকাশ ও আলোর অভাবে মোট চারবার খেলা বন্ধ রাখেন আম্পায়ার রা।রঞ্জি ট্রফিতে চারদিনের ম্যাচ বৃষ্টি বিঘ্নিত হলে ফয়সালার সম্ভাবনা কমে।তবুও মেঘলা আকাশ, ভিজে এবং সবুজ ঘাসের উইকেটে টস জিতে বোলিং করার সিদ্ধান্তে অন্তত তিন পয়েন্টের স্বপ্ন বাংলা দলে।ইশান পোড়েল, আকাশ দীপ,মুকেশকুমার দলের স্বপ্নপূরনের নীল নকশা সফল করার দিকে এগোলেও বাধা হয়ে দাড়াচ্ছেন বরুনদেব।
রবিবার ম্যাচের তৃতীয় দিনে এক উইকেটে 46রান নিয়ে খেলা শুরু করে গুজরাট আলোর অভাবে খেলা বন্ধ হওয়া পর্যন্ত 7উইকেটে169রান তুলেছে।সারাদিনে মাত্র 45ওভার খেলা সম্ভব হয়েছে।তার মধ্যে প্রতিপক্ষের ছয় উইকেট তুলে নিয়ে গুজরাটকে পিছনের পায়ে ঠেলে দিয়েছেন বাংলার পেসার রা। ইশান পোড়েল চুয়ান্ন রানে তিন উইকেট পেয়েছেন।তবে তাকে ছাপিয়ে গেলেন আকাশ দীপ।14ওভার হাত ঘুরিয়ে 43রানের বিনিময়ে তার ঝুলিতে প্রিয়াঙ্ক পাঞ্চাল,সমিত গোহেল,মনপ্রীত জুনেজা,পীযুষ চাওলার উইকেট।চার শিকারের মধ্যে প্রিয়াঙ্ক পাঞ্চালের উইকেট কে সবার আগে রাখছেন নবাগত বঙ্গ পেসার।দিনের শেষে রুজুল ভাট 19রানে ও রুশ কালারিয়া 33রানে ব্যাট করছেন। সোমবার ম্যাচের শেষদিনে বাকি তিন উইকেট দ্রুত তুলে নিয়ে প্রথম ইনিংসের রানে গুজরাটকে টেক্কা দিতে চায় বাংলা। বোলিং কোচ বলছেন বোলারদের পারফরম্যান্সে তিনি খুশি।বিশেষ করে আকাশ দীপের পারফরম্যান্সের মধ্যে আশার আলো দেখছেন।
গুজরাটের বিরুদ্ধে তিন পয়েন্ট পাওয়া সম্ভব হবে কি না তা সোমবারের আবহাওয়ার ওপর অনেকটা নির্ভরশীল।পাশাপাশি গুজরাট বোলারদের সামলে টেক্কা দেওয়ার চ্যালেঞ্জ বঙ্গ ব্যাটসম্যানদের নিতে হবে।বোলিং কোচ রনদেব বসু ও কোচ অরুনলাল এব্যাপারে রামন অভিমন্যু, মনোজদের নিয়ে আশাবাদী।
গুজরাট ম্যাচের ভবিতব্য নিয়ে আলোচনার ফাকে রঞ্জি ট্রফির পরবর্তী ম্যাচের দল নিয়ে জল্পনা শুরু হয়েছে।ঈশান পোড়েল ভারতীয় এ দলের হয়ে খেলতে নিউজিল্যান্ড চলে যাচ্ছেন।তার বদলে অশোক দিন্দার প্রত্যাবর্তন সহজ সমাধান হতে পারে।কিন্তু বিতর্কিত অভিঞ্জ পেসারের অর্ন্তভূক্তির ব্যাপারে টিম ম্যানেজমেন্টের তীব্র অসূয়া বর্তমান। রনদেব বসু অভিঞ্জতার প্রশ্নে "সৌরভ গাঙ্গুলী, পঙ্কজ রায়রা আরও অভিঞ্জ" বলছেন।টিম ম্যানেজমেন্ট এর শীর্ষ পদাধিকারী বলছেন ঈশানকে না পাওয়া বড় ধাক্কা।একই সঙ্গে যোগ করেছেন এই মরসুমে দিন্দার প্রত্যাবর্তনের সম্ভাবনা নেই।তাই দিন্দা নির্ভরতা ছেড়ে নতুনভাবে গড়ে তোলার চেষ্টায় বাংলা।


Body:বাংলা


Conclusion:
Last Updated : Jan 6, 2020, 4:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.