ওড়িশা, 22 ফেব্রুয়ারি : একা ইশানে রক্ষা নেই, মুকেশ নীলকণ্ঠ দোসর । ওড়িশার বিরুদ্ধে তৃতীয় দিনের শেষে ম্যাচের রাশ তুলে নেওয়ার পরে অভিমন্য়ু ঈশ্বরণ একথা বলতেই পারেন । নিষ্প্রাণ 22 গজে কীভাবে নিয়ন্ত্রিত বোলিংয়ের মাধ্যমে প্রতিপক্ষকে পিষে ফেলা যায় তার উজ্জ্বল উদাহরণ দেখালেন বাংলার বোলাররা । 332 রান তাড়া করতে নেমে ওড়িশা চার উইকেটে 151 রানে আগেই হারিয়েছিল । তৃতীয় দিনের শুরু থেকে বাংলার তিন পেসার ইশান পোড়েল, মুকেশ কুমার, নীলকণ্ঠ দাসের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ওড়িশা নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ।
নাইটওয়াচম্যান দেবব্রত প্রধানকে সাজঘরে ফেরান নীলকণ্ঠ দাস । এরপর মুকেশ কুমার দ্রুত সামন্ত্রয় ও রাজেশ ধুপেরকে ফিরিয়ে দেওয়ার সঙ্গেই ওড়িশার ইনিংস প্রতিপক্ষের রান টপকাতে পারবে না তা কার্যত নিশ্চিত হয়ে যায় । বাকি তিন উইকেট 15 রানের মধ্যে তুলে নিয়ে ওড়িশাকে 250 রানে অলআউট করেন ইশান পোড়েল । বাংলার পেসার ইশান পোড়েল, মুকেশ কুমার, নীলকণ্ঠ দাস তিনটে করে উইকেট নিয়েছেন । শাহবাজ আহমেদের শিকার মাত্র এক ।
প্রথম ইনিংসে 82 রানের লিড নিয়ে খেলতে নেমে বাংলা দ্বিতীয় ইনিংসে দুই উইকেটে 79 রান তুলেছে । ফলে 161 রানে এগিয়ে বাংলা । দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ 30 এবং কৌশিক ঘোষ 41 রানে সাজঘরে ফিরে গেছেন । অভিষেক রামণ 4 রানে এবং মনোজ তিওয়ারি 3 রানে উইকেটে রয়েছেন । বাংলার অধিনায়ক অভিমন্য়ু ঈশ্বরণ বলেছেন, তাঁরা বড় রানের ইনিংস গড়তে চান । সেজন্য বাকি দুই দিনের বেশিরভাগ সময় ব্যাট করাই তাঁদের লক্ষ্য । উইকেট ক্রমশই ধীর গতির হয়ে যাচ্ছে । সেই উইকেটে ইশানরা যেভাবে নিয়ন্ত্রিত বোলিং করেছে তা প্রশংসার যোগ্য ।
প্রতিপক্ষকে ম্যাচে ফেরার সুযোগ দিতে চান না বাংলার কোচ অরুণলাল ।