কটক, 21 ফেব্রুয়ারি: প্রাথমিক ধাক্কা সামলে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদ ৷ তবে এদিন তারা বাংলাকে রানের পাহাড়ে নিয়ে যেতে ব্যর্থ ।
308 রানে ছয় উইকেট নিয়ে খেলা শুরু করে বাংলা থামল 332 রানে । 24 রানের মধ্যে বাকি চার উইকেট পড়ে যায় । অনুষ্টুপ মজুমদার করেন 157 রান এবং শাহবাজ করেন 82 রান ।
বাংলার 332 রানের লক্ষ্মণরেখা পার করতে নেমে ওড়িশা দিনের শেষে চার উইকেটে 151 রান তুলেছে । শান্তুনু মিশ্রর 62, দেবাশিস সামন্তর 68 ওড়িশার ইনিংসের আপাতত বড় রান । বাংলার বোলারদের মধ্যে নীলকণ্ঠ দাস 20 রানে দুই উইকেট নিয়ে সফল । ইশান পোড়েল ও শাহবাজ আহমেদ একটি করে উইকেট পেয়েছেন ।
বাংলার কোচ অরুণলাল বলেছেন বোলারদের সামগ্রিক পারফরমেন্সে তিনি খুশি । প্রতিপক্ষ ব্যাটসম্যানরা মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করছে । তবে তা সত্ত্বেও ঈশান, শাহবাজরা চারটি উইকেট তুলে নিয়েছেন, তাতে তিনি খুশি ।
সকালে শাহবাজের দ্রুত ফিরে আসায় দলের রান অন্তত 360-এ পৌঁছায়নি বলে মনে করেন অরুণলাল । একই সঙ্গে বলেছেন এই উইকেটে চতুর্থ এবং পঞ্চম দিনে বল ঘুরবে বলে আশা করছেন । কারণ ইতিমধ্যে শাহবাজ বেশ কয়েকটি বল ভালো স্পিন করেছে ।
সামনে 181 রানের পুঁজি । প্রতিপক্ষ ওড়িশাকে ব্যাকফুটে ঠেলতে বাংলার ভরসা তাই বোলাররা ।