কটক, 20 ফ্রেব্রুয়ারি: ব্যাটিং বিপর্যয়ে ফের বাংলার ত্রাতা অনুস্টুপ মজুমদার । বৃহস্পতিবার কটকের বারবাটি স্টেডিয়ামে রনজি ট্রফির শেষ আটের খেলায় টস হেরে ব্যাট করতে নেমে দিনের শেষে বাংলার স্কোর ছয় উইকেটে 306 । 136 রানে অপরাজিত রয়েছেন অনুস্টুপ মজুমদার । 82 রানে অপরাজিত শাহবাজ আহমেদ ।
দিনের শেষে বাংলা শক্ত ভিতের উপর দাঁড়িয়ে থাকলেও শুরু়টা মোটেই ভলো হয়নি । বাংলা দলের প্রথম পাঁচ ব্যাটসম্যানের সাজঘরে ফিরে যাওয়ার মধ্যে ছিল বড় বিপর্যয়ের ইঙ্গিত । অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ফের ব্যর্থ । মাত্র সাত রান করে ফিরে যান তিনি । অন্য এক ওপেনার কৌশিক ঘোষ নয় রানের বেশি করতে পারেননি । অভিষেক রামন ফিরে যান এক রান করে । শেষ দুই ম্যাচে বাংলার ব্যাটিংকে ভরসা দিলেও কটকে রান পেলেন না মনোজ তিওয়ারি । মাত্র চার রান করে ফিরে যান তিনিও । 46 রানে পাঁচ উইকেট পড়ে যেতে দেখে মনে হয়েছিল বাংলার ব্যাটিং বিপর্যয় সময়ের অপক্ষা । নিয়মিত উইকেট পতনের মধ্যে অর্ণব নন্দীর 24 রানে কিছুটা হলেও প্রতিরোধের চেষ্টা ছিল । এই সময় সূর্যকান্ত প্রধান ও কানোয়ার সিং চৌহান বাংলাকে ব্যাকফুটে ঠেলে দিয়েছিল ।
কোণঠাসা অবস্থা থেকে দলকে টেনে বের করার কাজটি শুরু করেন শ্রীবৎস গোস্বামী । তার সঙ্গে অনুস্টুপ মজুমদারের জুটি বাংলাকে প্রাথমিক বিপর্যয় এড়াতে সাহায্য করে । শ্রীবৎস ফিরে যান ব্যক্তিগত 34 রানে ৷
চলতি রনজি মরশুমে বাংলার সাফল্যের প্রধান কারণ লোয়ার মিডল অর্ডারের ভালো পারফরমেন্স । অনুস্টুপকে যোগ্য সঙ্গত দেওয়ার কাজটি শুরু করেন শাহবাজ আহমেদ ।
ইডেনে দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি হারিয়েছিলেন । কটকে কঠিন পরিস্থিতিতে দুরন্ত 136 রান করে ক্রিজে রয়েছেন । তাঁর 20টি বাউন্ডারিতে সাজানো ইনিংসে ভর করে গড়ে ওঠে বাংলার শক্ত ভিত । তারপর শাহবাজ আহমেদের 82 দিনের শেষে প্রতিপক্ষকে ব্যাকফুটে ঠেলে দিয়েছে । বল ও ব্যাট হাতে শাহবাজের ধারাবাহিক ভালো পারফরমেন্স বাংলাকে শক্তিশালী করেছে । অন্তত চারশো রানের কথা বলছেন অরুণ লাল । অনুস্টুপ, শাহবাজের ইনিংসে সেই স্বপ্ন দেখছে বাংলা ।