কলকাতা, 27 জানুয়ারি : বারবার সমালোচকদের ভুল প্রমাণ করেছেন তিনি ৷ চলতি রনজি ট্রফিতে দুটো ম্যাচে দলে সুযোগ পাননি । তা সত্ত্বেও তার ওপর বাংলার টিম ম্যানেজমেন্টের বিশেষ ভরসা আছে । আজ দিল্লির বিরুদ্ধে বাংলা দলের ত্রাতা হয়ে উঠলেন সেই অনুষ্টুপ মজুমদার ৷
কল্যাণীতে হায়দরাবাদ ম্যাচের পরে ইডেনে দিল্লির বিরুদ্ধে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠল অনুষ্টুপের ব্যাট । স্কোর বোর্ড জানাচ্ছে, দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে বাংলা পাঁচ উইকেটে করেছে 286 । উইকেটে রয়েছেন অনুস্টুপ ও এবং শাহবাজ আহমেদ । অনুষ্টুপ 94 রানে অপরাজিত ৷ শাহবাজ খেলছেন 39 রানে ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে অন্তত সাড়ে চারশো রানের লক্ষ্যমাত্রা দিল্লির সামনে রাখতে চাইছেন অরুণ লাল ।
সকালে দিল্লির পেসারদের সামলাতে ওপেনার অভিষেক রামন ও তিন নম্বরে ব্যাট করতে নামা কাজি সইফি ব্যর্থ হন । কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন অন্য ওপেনার কৌশিক ঘোষ ৷ 46 রানের ইনিংস খেললেন তিনি । এই অবস্থায় অধিনায়ক মনোজ তিওয়ারির ব্যাট ভরসা হতে পারত । কিন্তু এদিন ব্যর্থ হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করা মনোজ ৷ মাত্র 72 রানের মধ্যে অভিষেক রামন, কাজি সইফি ও মনোজকে হারিয়ে বাংলার ইনিংস যখন ধুঁকছে, তখন পরিত্রাতা হয়ে হাল ধরলেন অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী । তাঁদের জুটির 117 রানের মজবুত ইনিংস বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনে । অরুণ লাল বলেন, "দলের ছেলেদের এই পারফরম্যান্সে আমি গর্বিত । ওই দু'জন হাল না ধরলে হয়তো পৌনে দুশোতেই ইনিংস শেষ হয়ে যেত ।"
178 বলে 14টি বাউন্ডারিতে সাজানো অনুষ্টুপের 94 রানের ইনিংস । দ্বিতীয় দিনের সকালে প্রথম ঘণ্টা সামলে দেওয়াই এখন বাংলার মূল লক্ষ্য ৷ তাহলেই দিল্লির সামনে বাংলা সাড়ে চারশোর টার্গেট দিতে পারবেন । শ্রীবৎস গোস্বামীর 84 বলের ইনিংসে 10টি বাউন্ডারি রয়েছে । করেন 59 রান । তবে অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শাহবাজ আহমেদ । 39 রানে উইকেটে রয়েছেন তিনি ।
নীলকণ্ঠ দাসের অভিষেক হল এই ম্যাচে । চার পেসারে দল সাজিয়েছে বাংলা । সবুজ উইকেটে সকালের ভেজা ভাব দিল্লির ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগানোর কথা অরুণ লালের মুখেও । তাই অনুষ্টুপের ব্যাটে যে লড়াইয়ের আশা তৈরি হয়েছে তাকে বাস্তবায়ন করাই পাখির চোখ বাংলার ।