ETV Bharat / sports

ইডেনে দিল্লির বিরুদ্ধে অনুষ্টুপের ব্যাটে ম্যাচে ফিরল বাংলা

কল্যাণীতে হায়দরাবাদ ম্যাচের পরে ইডেনে দিল্লির বিরুদ্ধে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠল অনুষ্টুপের ব্যাট । স্কোর বোর্ড জানাচ্ছে, দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে বাংলা পাঁচ উইকেটে করেছে 286 । উইকেটে রয়েছেন অনুস্টুপ ও  এবং শাহবাজ আহমেদ । অনুষ্টুপ 94 রানে অপরাজিত ৷ শাহবাজ খেলছেন 39 রানে ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে অন্তত সাড়ে চারশো রানের লক্ষ্যমাত্রা দিল্লির সামনে রাখতে চাইছেন অরুণ লাল ।

image
অনুষ্টুপের ব্যাটে ম্যাচে ফিরল বাংলা
author img

By

Published : Jan 27, 2020, 7:38 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : বারবার সমালোচকদের ভুল প্রমাণ করেছেন তিনি ৷ চলতি রনজি ট্রফিতে দুটো ম্যাচে দলে সুযোগ পাননি । তা সত্ত্বেও তার ওপর বাংলার টিম ম্যানেজমেন্টের বিশেষ ভরসা আছে । আজ দিল্লির বিরুদ্ধে বাংলা দলের ত্রাতা হয়ে উঠলেন সেই অনুষ্টুপ মজুমদার ৷

কল্যাণীতে হায়দরাবাদ ম্যাচের পরে ইডেনে দিল্লির বিরুদ্ধে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠল অনুষ্টুপের ব্যাট । স্কোর বোর্ড জানাচ্ছে, দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে বাংলা পাঁচ উইকেটে করেছে 286 । উইকেটে রয়েছেন অনুস্টুপ ও এবং শাহবাজ আহমেদ । অনুষ্টুপ 94 রানে অপরাজিত ৷ শাহবাজ খেলছেন 39 রানে ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে অন্তত সাড়ে চারশো রানের লক্ষ্যমাত্রা দিল্লির সামনে রাখতে চাইছেন অরুণ লাল ।

বাংলা দলের কামব্যাকে খুশি কোচ অরুণ লাল

সকালে দিল্লির পেসারদের সামলাতে ওপেনার অভিষেক রামন ও তিন নম্বরে ব্যাট করতে নামা কাজি সইফি ব্যর্থ হন । কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন অন্য ওপেনার কৌশিক ঘোষ ৷ 46 রানের ইনিংস খেললেন তিনি । এই অবস্থায় অধিনায়ক মনোজ তিওয়ারির ব্যাট ভরসা হতে পারত । কিন্তু এদিন ব্যর্থ হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করা মনোজ ৷ মাত্র 72 রানের মধ্যে অভিষেক রামন, কাজি সইফি ও মনোজকে হারিয়ে বাংলার ইনিংস যখন ধুঁকছে, তখন পরিত্রাতা হয়ে হাল ধরলেন অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী । তাঁদের জুটির 117 রানের মজবুত ইনিংস বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনে । অরুণ লাল বলেন, "দলের ছেলেদের এই পারফরম্যান্সে আমি গর্বিত । ওই দু'জন হাল না ধরলে হয়তো পৌনে দুশোতেই ইনিংস শেষ হয়ে যেত ।"

178 বলে 14টি বাউন্ডারিতে সাজানো অনুষ্টুপের 94 রানের ইনিংস । দ্বিতীয় দিনের সকালে প্রথম ঘণ্টা সামলে দেওয়াই এখন বাংলার মূল লক্ষ্য ৷ তাহলেই দিল্লির সামনে বাংলা সাড়ে চারশোর টার্গেট দিতে পারবেন । শ্রীবৎস গোস্বামীর 84 বলের ইনিংসে 10টি বাউন্ডারি রয়েছে । করেন 59 রান । তবে অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শাহবাজ আহমেদ । 39 রানে উইকেটে রয়েছেন তিনি ।

নীলকণ্ঠ দাসের অভিষেক হল এই ম্যাচে । চার পেসারে দল সাজিয়েছে বাংলা । সবুজ উইকেটে সকালের ভেজা ভাব দিল্লির ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগানোর কথা অরুণ লালের মুখেও । তাই অনুষ্টুপের ব্যাটে যে লড়াইয়ের আশা তৈরি হয়েছে তাকে বাস্তবায়ন করাই পাখির চোখ বাংলার ।

কলকাতা, 27 জানুয়ারি : বারবার সমালোচকদের ভুল প্রমাণ করেছেন তিনি ৷ চলতি রনজি ট্রফিতে দুটো ম্যাচে দলে সুযোগ পাননি । তা সত্ত্বেও তার ওপর বাংলার টিম ম্যানেজমেন্টের বিশেষ ভরসা আছে । আজ দিল্লির বিরুদ্ধে বাংলা দলের ত্রাতা হয়ে উঠলেন সেই অনুষ্টুপ মজুমদার ৷

কল্যাণীতে হায়দরাবাদ ম্যাচের পরে ইডেনে দিল্লির বিরুদ্ধে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠল অনুষ্টুপের ব্যাট । স্কোর বোর্ড জানাচ্ছে, দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে বাংলা পাঁচ উইকেটে করেছে 286 । উইকেটে রয়েছেন অনুস্টুপ ও এবং শাহবাজ আহমেদ । অনুষ্টুপ 94 রানে অপরাজিত ৷ শাহবাজ খেলছেন 39 রানে ৷ দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে অন্তত সাড়ে চারশো রানের লক্ষ্যমাত্রা দিল্লির সামনে রাখতে চাইছেন অরুণ লাল ।

বাংলা দলের কামব্যাকে খুশি কোচ অরুণ লাল

সকালে দিল্লির পেসারদের সামলাতে ওপেনার অভিষেক রামন ও তিন নম্বরে ব্যাট করতে নামা কাজি সইফি ব্যর্থ হন । কিছুটা লড়াইয়ের চেষ্টা করেন অন্য ওপেনার কৌশিক ঘোষ ৷ 46 রানের ইনিংস খেললেন তিনি । এই অবস্থায় অধিনায়ক মনোজ তিওয়ারির ব্যাট ভরসা হতে পারত । কিন্তু এদিন ব্যর্থ হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করা মনোজ ৷ মাত্র 72 রানের মধ্যে অভিষেক রামন, কাজি সইফি ও মনোজকে হারিয়ে বাংলার ইনিংস যখন ধুঁকছে, তখন পরিত্রাতা হয়ে হাল ধরলেন অনুষ্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী । তাঁদের জুটির 117 রানের মজবুত ইনিংস বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনে । অরুণ লাল বলেন, "দলের ছেলেদের এই পারফরম্যান্সে আমি গর্বিত । ওই দু'জন হাল না ধরলে হয়তো পৌনে দুশোতেই ইনিংস শেষ হয়ে যেত ।"

178 বলে 14টি বাউন্ডারিতে সাজানো অনুষ্টুপের 94 রানের ইনিংস । দ্বিতীয় দিনের সকালে প্রথম ঘণ্টা সামলে দেওয়াই এখন বাংলার মূল লক্ষ্য ৷ তাহলেই দিল্লির সামনে বাংলা সাড়ে চারশোর টার্গেট দিতে পারবেন । শ্রীবৎস গোস্বামীর 84 বলের ইনিংসে 10টি বাউন্ডারি রয়েছে । করেন 59 রান । তবে অনুষ্টুপকে যোগ্য সঙ্গত দিচ্ছেন শাহবাজ আহমেদ । 39 রানে উইকেটে রয়েছেন তিনি ।

নীলকণ্ঠ দাসের অভিষেক হল এই ম্যাচে । চার পেসারে দল সাজিয়েছে বাংলা । সবুজ উইকেটে সকালের ভেজা ভাব দিল্লির ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগানোর কথা অরুণ লালের মুখেও । তাই অনুষ্টুপের ব্যাটে যে লড়াইয়ের আশা তৈরি হয়েছে তাকে বাস্তবায়ন করাই পাখির চোখ বাংলার ।

Intro:বাংলার ঘরোয়া ক্রিকেটে যাদের নামের পাশে তারকা ছাপ্পা রয়েছে সেই তালিকায় ওর নাম নেই। তবে সুযোগ পেলে সমালোচকদের ভুল প্রমাণ করার সুঅভ্যাস ওর রয়েছে।চলতি রঞ্জি ট্রফিতে দুটো ম্যাচে দলে সুযোগ পাননি।তা সত্ত্বেও তার ওপর বঙ্গ টিম ম্যানেজমেন্টের অদৃশ্য ভরসা।
অনুস্টুপ মজুমদার, বাংলা ক্রিকেট দলের মধুসূদন দাদা। কল্যানীতে হায়দরাবাদ ম্যাচের পরে ইডেনে দিল্লির বিরুদ্ধে প্রয়োজনীয় সময়ে জ্বলে উঠল তার ব্যাট। স্কোরবোর্ড বলছে দিল্লির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে বাংলা পাচ উইকেটে 286। উইকেটে রয়েছেন অনুস্টুপ মজুমদার 94 এবং শাহবাজ আহমেদ 39।
দ্বিতীয় দিনের প্রথম ঘণ্টা সামলে অন্তত সাড়ে চারশো রানের লক্ষ্য মাত্রা দিল্লির সামনে রাখতে চাইছেন অরুনলাল। তার পরিকল্পনার মেরুদণ্ড অনুস্টুপ মজুমদারের সংমমী এবং প্রত্যয়ী ব্যাটিং।
সকালে ছবিটা এইরকম আশার আলো মাখানো ছিল না।দিল্লির পেসারদের সামলাতে ওপেনার অভিষেক রামন ও তিন নম্বরে ব্যাট করতে নামাকাজী সইফি ব্যর্থ। কিছুটা লড়াইয়ে র চেষ্টা আরেক ওপেনার কৌশিক ঘোষের 46রানের ইনিংসে।এই অবস্থায় অধিনায়ক মনোজ তিওয়ারির ব্যাট ভরসা হতে পারত। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে অপরাজিত ট্রিপল সেঞ্চুরি করা মনোজ অনাবশ্যক তাড়াহুড়ো করে দিল্লির কাজটা সহজ করে দিয়েছিলেন।মাত্র 72 রানের মধ্যে অভিষেক রামন কাজি সইফি, মনোজকে হারিয়ে বাংলার সাজঘরে ব্যর্থতার ঘূর্নাবর্ত জোরালো হচ্ছে তখনই পরিত্রত হয়ে হাল ধরলেন অনুস্টুপ মজুমদার ও শ্রীবৎস গোস্বামী । জুটিতে একশো সতেরো রানের মজবুত ইনিংস বাংলাকে ম্যাচে ফিরিয়ে আনে। অরুনলাল বলছেন দলের ছেলেদের এই পারফরম্যান্সে তিনি গর্বিত। দলের বিপন্ন অবস্থায় দুজন হাল না ধরলে হয়তো পৌনে দুশোতে ইনিংস শেষ হয়ে যেত।
178বলে 14টি বাউন্ডারিতে সাজানো 94রানের ইনিংস অনুস্টুপ কে কার্যত সেঞ্চুরির দোরগোড়ায় পৌছে দিয়েছে।অনুস্টুপ বলছেন দ্বিতীয় দিনের সকালে প্রথম ঘণ্টা সামলে দেওয়াই পাখির চোখ তাদের।তাহলেই তারা দিল্লির সামনে সাড়ে চারশোর টার্গেট ছুড়তে পারবেন।তবে প্রথম দিন যেমন ভাবে ব্যাট করেছেন সেই মানসিকতা তেই দ্বিতীয় দিনটা শুরু করতে চান।
শ্রীবৎস গোস্বামী 84বলে 10টি বাউন্ডারিতে 59রান ক‍রেফিরে যান।বিকাশ মিশ্রের বিরুদ্ধে ঝুকি না নিলে তার নামের পাশেও বড় রানের জোরালো সম্ভাবনা ছিল।
অনুস্টুপ কে যোগ্য সঙ্গত দিচ্ছেন শাহবাজ আহমেদ। 39রানে উইকেটে রয়েছেন।65বলে আটটি বাউন্ডারিতে সাজানো তার ইনিংস বাংলাকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার অন্যতম কারিগর।
নীলকণ্ঠ দাসের অভিষেক হল এই ম্যাচে।দিল্লির পেসাররা সবুজ উইকেটের ভেজা ভাব কাজে লাগিয়ে বাংলাকে শুরুতে ব্যাকফুটে ঠেলতে সফল।
চার পেসারে দল সাজিয়েছে বাংলা। সবুজ উইকেটে সকালের ভেজাভাব দিল্লির ব্যাটসম্যানদের বিরুদ্ধে কাজে লাগানোর কথা অরুনলালের মুখে।তাই অনুস্টুপের ব্যাটে যে লড়াইয়ের আশা তৈরি হয়েছে তাকে বাস্তবায়ন করাই পাখির চোখ বাংলার।


Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.