ETV Bharat / sports

ফিরলেন দিন্দা, রঞ্জির জন্য বাংলার দল ঘোষণা

ফিরলেন অশোক দিন্দা ৷ সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়ার পর রঞ্জি ট্রফিতে ফের দলে ফিরলেন অশোক দিন্দা ৷ 17 ডিসেম্বর থেকে বাংলার প্রথম ম্যাচ কেরলের বিরুদ্ধে ৷

image
অশোক দিন্দা
author img

By

Published : Dec 12, 2019, 10:48 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর : সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল থেকে বাদ পড়েছিলেন অশোক দিন্দা ৷ তবে রঞ্জি ট্রফিতে দিন্দাকে দলের বাইরে রাখার ঝুঁকি নিলেন না নির্বাচকরা ৷ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ থেকেই বাংলা দলে ফিরলেন অশোক দিন্দা ৷

রঞ্জির দল নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার আলোচনায় বসেছিলেন পলাশ নন্দীর নেতৃত্বাধীন বাংলার নির্বাচকমণ্ডলী । নতুনভাবে গঠিত বাংলার নির্বাচকমণ্ডলী নতুন সদস্য শুভময় দাস । বিজয় হাজারে ও মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থতা সরিয়ে রঞ্জি ট্রফিতে নতুনভাবে ঘুরে দাড়াতে চাইছে বাংলা । ফলে দল গঠনে নতুন পুরানো মুখ মিশিয়ে 15 জনকে বেছে নেওয়া হয়েছে । নেতৃত্বে দায়িত্ব অভিমন্যু ঈশ্বরণের উপর । সহ অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় । বাংলার প্রথম ম্যাচ কেরলের বিরুদ্ধে । 17 ডিসেম্বর থেকে তিরুবন্তপুরমে ম্যাচ খেলার লক্ষ্যে শনিবার কেরল রওনা হচ্ছে বাংলা দল ।

এই মরসুমের প্রথম দুটো সীমিত ওভারের টুর্নামেন্টে অশোক দিন্দাকে বাইরে রাখা হয়েছিল ৷ তা নিয়ে ক্ষুব্ধও হয়েছিলেন সিনিয়র পেসার । অন্য রাজ্যে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন দিন্দা । তবে সে সবকিছু এখন অতীত । রঞ্জি ট্রফির প্রস্তুতিতে প্রথম দিন থেকে দিন্দা ছিলেন । পরিচিত ছন্দে বল করতে দেখা গিয়েছে তাঁকে । এমনকি অন্য এক পেসার ইশান পোড়েলও ছিলেন প্রত্যাশিত ছন্দে ৷ যা দেখে খুশি বাংলা দলের কোচ অরুণলাল ।

নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায় (সহ অধিনায়ক), মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদার, অভিষেক রামন, শ্রীবৎস গোস্বামী, অর্ণব নন্দী, অশোক দিন্দা, ঋত্বিক রায় চৌধুরি, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত।

কলকাতা, 12 ডিসেম্বর : সৈয়দ মুস্তাক আলি ও বিজয় হাজারে ট্রফিতে বাংলা দল থেকে বাদ পড়েছিলেন অশোক দিন্দা ৷ তবে রঞ্জি ট্রফিতে দিন্দাকে দলের বাইরে রাখার ঝুঁকি নিলেন না নির্বাচকরা ৷ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ থেকেই বাংলা দলে ফিরলেন অশোক দিন্দা ৷

রঞ্জির দল নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার আলোচনায় বসেছিলেন পলাশ নন্দীর নেতৃত্বাধীন বাংলার নির্বাচকমণ্ডলী । নতুনভাবে গঠিত বাংলার নির্বাচকমণ্ডলী নতুন সদস্য শুভময় দাস । বিজয় হাজারে ও মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থতা সরিয়ে রঞ্জি ট্রফিতে নতুনভাবে ঘুরে দাড়াতে চাইছে বাংলা । ফলে দল গঠনে নতুন পুরানো মুখ মিশিয়ে 15 জনকে বেছে নেওয়া হয়েছে । নেতৃত্বে দায়িত্ব অভিমন্যু ঈশ্বরণের উপর । সহ অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায় । বাংলার প্রথম ম্যাচ কেরলের বিরুদ্ধে । 17 ডিসেম্বর থেকে তিরুবন্তপুরমে ম্যাচ খেলার লক্ষ্যে শনিবার কেরল রওনা হচ্ছে বাংলা দল ।

এই মরসুমের প্রথম দুটো সীমিত ওভারের টুর্নামেন্টে অশোক দিন্দাকে বাইরে রাখা হয়েছিল ৷ তা নিয়ে ক্ষুব্ধও হয়েছিলেন সিনিয়র পেসার । অন্য রাজ্যে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন দিন্দা । তবে সে সবকিছু এখন অতীত । রঞ্জি ট্রফির প্রস্তুতিতে প্রথম দিন থেকে দিন্দা ছিলেন । পরিচিত ছন্দে বল করতে দেখা গিয়েছে তাঁকে । এমনকি অন্য এক পেসার ইশান পোড়েলও ছিলেন প্রত্যাশিত ছন্দে ৷ যা দেখে খুশি বাংলা দলের কোচ অরুণলাল ।

নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ইশ্বরন (অধিনায়ক), সুদীপ চট্টোপাধ্যায় (সহ অধিনায়ক), মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদার, অভিষেক রামন, শ্রীবৎস গোস্বামী, অর্ণব নন্দী, অশোক দিন্দা, ঋত্বিক রায় চৌধুরি, ইশান পোড়েল, প্রদীপ্ত প্রামাণিক, শাহবাজ আহমেদ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত।

Intro:বাংলা দলে ফিরলেন অশোক দিন্দা। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচের দল নির্বাচনের লক্ষ্যে বৃহস্পতিবার আলোচনায় বসেছিলেন পলাশ নন্দীর নেতৃত্বাধীন বাংলার নির্বাচক মন্ডলী। নতুনভাবে গঠিত বাংলার নির্বাচক মন্ডলীতে নয়া মুখ শুভময় দাস। বিজয় হাজারে ও মুস্তাক আলি ট্রফিতে ব্যর্থতা সরিয়ে রঞ্জি ট্রফিতে নতুনভাবে ঘুরে দাড়াতে চাইছে বাংলা।ফলে দল গঠনে নতুন পুরানো মুখ মিশিয়ে পনেরো জনকে বেছে নেওয়া হয়েছে।নেতৃত্বে অভিমন্যু ঈশ্বরন।সহঅধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়। বাংলার প্রথম ম্যাচ কেরালার বিরুদ্ধে।17ডিসেম্বর থেকে তিরুবন্তপুরমে ম্যাচ খেলার লক্ষ্যে শনিবার বাংলা রওনা হচ্ছে।
নির্বাচিত বাংলা দল: অভিমন্যু ইশ্বরন(অধিনায়ক),সুদীপ চট্টোপাধ্যায়(সহঅধিনায়ক),মনোজ তিওয়ারি, অনুস্টুপ মজুমদার, অভিষেক রামন,শ্রীবৎস গোস্বামী, অর্নব নন্দী, অশোক দিন্দা,ঋত্বিক রায় চৌধুরী, ইশান পোড়েল,প্রদীপ্ত প্রামানিক, শাহবাজ আহমেদ,মুকেশ কুমার,কৌশিক ঘোষ,বি অমিত।
এই মরসুমের প্রথম দুটো সীমিত ওভারের টুর্নামেন্টে অশোক দিন্দাকে রাখা হয়েছিল না। তা নিয়ে সিনিয়র পেসার ক্ষুব্ধ হয়েছিলেন।অন্য রাজ্যে চলে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন।তবে এখন সবকিছু অতীত। রঞ্জি ট্রফির প্রস্তুতিতে প্রথম দিন থেকে দিন্দা ছিলেন।এবং পরিচিত ছন্দে বল করতে দেখা গিয়েছে। শুধু তিনি নন, ইশান পোড়েলরাও প্রত্যাশিত ছন্দে বল করতে দেখা গিয়েছে।যা দেখে বাংলা দলের কোচ অরুনলাল খুশি ও আশাবাদী। বাংলা দল এবার শুধু প্র্যাকটিস করেই প্রস্তুতি শেষ করেনি।মধ্যপ্রদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ খেলেছেন অভিমন্যু ইশ্বরনরা।সেখানেও দাপুটি পারফরম্যান্স।কেরলের বিরুদ্ধে তিরুবন্তপুরমে খেলার পরে বাংলা দ্বিতীয় ম্যাচ ঘরের মাঠে খেলবে।প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ।



Body:বাংলা


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.