ETV Bharat / sports

বিজয় হাজারে ট্রফি থেকে কার্যত বিদায় বাংলার - বাংলা

বিজয় হাজারে ট্রফিতে পরপর দু’ম্যাচে হার বাংলা দলের ৷ ফলে মূলপর্বে যাওয়ার আশা কার্যত ধাক্কা খেল ৷ 324 রান তাড়া করতে নেমে মাত্র 175 রানে অল আউট হয়ে গেল গোটা বাংলা দল ৷

bengal team lose in vijay hazare match against saurastra
বিজয় হাজারে ট্রফি থেকে কার্যত বিদায় বাংলার
author img

By

Published : Feb 25, 2021, 9:13 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : চণ্ডীগড়ের পর এবার সৌরাষ্ট্র । জোড়া হারের ধাক্কায় বিজয় হাজারে ট্রফির মূলপর্বে যাওয়ার আশা কার্যত ধাক্কা খেল বাংলা দলের । বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে সৌরাষ্ট্রের বিরুদ্ধে 150 রানে হারলেন অনুষ্টুপ মজুমদাররা । সৌরাষ্ট্রের 324 রানের জবাবে 175 রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস ৷

আজ টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে ছিল বাংলা । কিন্তু ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ সিং, শাহবাজ আহমেদদের সামলে সৌরাষ্ট্র 9 উইকেট হারিয়ে 324 রান তোলে । বাংলার বোলারদের সাধারণ মানের বোলিং এবং ততধিক খারাপ ফিল্ডিং সৌরাষ্ট্রকে সোয়া তিনশো রান তুলতে সাহায্য করেছে । ওপেনার অভি ব্যারট 83 বলে 90 রান করেছেন । আটটি বাউন্ডারিতে সাজানো ব্যারটের ইনিংসের ওপর ভর দিয়ে সৌরাষ্ট্র তিনশোর বেশি রান তোলে । মিডল অর্ডারে পেরাক মানকাডের 59 বলে 59 রান এবং অর্পিতের 59 বলে 91 রান দলের বড় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন : দ্বিতীয় ম্যাচে হারল বাংলা

প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটসম্যানরা বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন । কাইফ আহমেদ (37) এবং অভিমন্যু ঈশ্বরন (44) ছাড়া বাংলার বাকিরা সেভাবে রান পাননি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেছেন, সব বিভাগে দল ব্যর্থ । তবে, মূল পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়নি । তাঁরা শেষ ম্যাচ পর্যন্ত চেষ্টা করবেন । তবে কাজটা কঠিন হয়ে গেল এই ব্যাপারটা মানছেন বাংলা দলের অধিনায়ক ।

কলকাতা, 25 ফেব্রুয়ারি : চণ্ডীগড়ের পর এবার সৌরাষ্ট্র । জোড়া হারের ধাক্কায় বিজয় হাজারে ট্রফির মূলপর্বে যাওয়ার আশা কার্যত ধাক্কা খেল বাংলা দলের । বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে সৌরাষ্ট্রের বিরুদ্ধে 150 রানে হারলেন অনুষ্টুপ মজুমদাররা । সৌরাষ্ট্রের 324 রানের জবাবে 175 রানে শেষ হয়ে গেল বাংলার ইনিংস ৷

আজ টসে জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়ে ছিল বাংলা । কিন্তু ঈশান পোড়েল, আকাশ দীপ, মুকেশ সিং, শাহবাজ আহমেদদের সামলে সৌরাষ্ট্র 9 উইকেট হারিয়ে 324 রান তোলে । বাংলার বোলারদের সাধারণ মানের বোলিং এবং ততধিক খারাপ ফিল্ডিং সৌরাষ্ট্রকে সোয়া তিনশো রান তুলতে সাহায্য করেছে । ওপেনার অভি ব্যারট 83 বলে 90 রান করেছেন । আটটি বাউন্ডারিতে সাজানো ব্যারটের ইনিংসের ওপর ভর দিয়ে সৌরাষ্ট্র তিনশোর বেশি রান তোলে । মিডল অর্ডারে পেরাক মানকাডের 59 বলে 59 রান এবং অর্পিতের 59 বলে 91 রান দলের বড় ইনিংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

আরও পড়ুন : দ্বিতীয় ম্যাচে হারল বাংলা

প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে বাংলার ব্যাটসম্যানরা বড় পার্টনারশিপ গড়তে ব্যর্থ হন । কাইফ আহমেদ (37) এবং অভিমন্যু ঈশ্বরন (44) ছাড়া বাংলার বাকিরা সেভাবে রান পাননি। অধিনায়ক অনুষ্টুপ মজুমদার বলেছেন, সব বিভাগে দল ব্যর্থ । তবে, মূল পর্বে যাওয়ার সম্ভাবনা শেষ হয়নি । তাঁরা শেষ ম্যাচ পর্যন্ত চেষ্টা করবেন । তবে কাজটা কঠিন হয়ে গেল এই ব্যাপারটা মানছেন বাংলা দলের অধিনায়ক ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.