কলকাতা, 10 জানুয়ারি : নতুন মরশুমে নতুন লক্ষ্যে বাংলা । আজ থেকে ঘরোয়া ক্রিকেট মরশুমের বল গড়ানো শুরু করছে । প্রথম দিন প্রথম ম্যাচে অনুস্টুপ মজুমদারের বাংলা দলের প্রতিপক্ষ শক্তিশালী ওড়িশা । যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠে প্রথম ম্যাচ খেলতে নামার আগে অধিনায়ক অনুস্টুপ মজুমদার বলছেন,"আমি নিজের দল সম্পর্কে যথেষ্ট আত্মবিশ্বাসী । আমরা সকলে টুর্নামেন্ট নিয়ে মুখিয়ে রয়েছি । একই সঙ্গে আমি নিজের নেতৃত্ব নিয়েও উদগ্রীব । পুরোটাই আমার কাছে নতুন ভূমিকা । আমাদের দল তারুণ্য এবং অভিজ্ঞতায় গড়ে উঠেছে, যারা টি-টোয়েন্টির চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ।"
প্রতিপক্ষ ওড়িশা সম্পর্কে সমীহের সুর বঙ্গ অধিনায়কের গলায় । তাঁর মতে, "টি-টোয়েন্টি ক্রিকেটে প্রতিটি দলকেই সমান গুরুত্ব দিতে হয় । কারণ একটি ওভারে ম্যাচের ভাগ্য ঘুরে যেতে পারে । তাই ওড়িশাকে প্রথম বল থেকে আমাদের সমীহ করে খেলতে হবে ।" ভারতীয় দলের প্রাক্তন মিডল অর্ডার ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণের পরামর্শ এবং কোচ অরুণলালের নজরদারিতে বাংলা দল প্রস্তুতি সেরেছে ।
গত বছরের অধিনায়ক অভিমন্যু ঈশ্বরন বলেন, নেতৃত্বে না থাকলেও তিনি দলের প্রতিটি পদক্ষেপের সঙ্গে আরও বেশি করে জড়িয়ে রয়েছেন । গত মরশুমে ব্যাটে রান পাননি অভিমন্যু ঈশ্বরন । নতুন বছরে প্রথম ম্যাচ থেকে রানে ফিরতে চান তিনি । দলের প্রস্তুতিতে খুশি কোচ অরুণলাল বলেন,"আমি দল নিয়ে আশাবাদী । ভালো কিছু করার ব্যাপারে আশাবাদী । শুধু 11 জন ক্রিকেটার খেলবে । বাকিরা রিজ়ার্ভ বেঞ্চে থাকবে । আমাদের রিজ়ার্ভ বেঞ্চ শক্তিশালী । আর সেটা আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে ।"
বাংলা দলের ব্যাটিং লাইন আপে অনুস্টুপ মজুমদার, মনোজ তিওয়ারি, শ্রীবৎস গোস্বামী, বিবেক সিং, সুদীপ চ্যাটার্জির মতো অভিজ্ঞ ব্যাটসম্যান রয়েছেন । পাশাপাশি অভিমন্যু ঈশ্বরন, কাইফ আমেদ, ঋত্বিক রয়চৌধুরির মতো তরুণ ব্যাটসম্যান রয়েছেন । এছাড়াও শাহবাজ আহমেদের মত অলরাউন্ডার নিজের দিনে যে কোনও ম্যাচ একাই বের করতে পারেন । বল হাতে ঈশান পোড়েলের সঙ্গে আকাশ দীপ,মুকেশ কুমার বাংলার পেস ডিপার্টমেন্ট সামলাবেন । অন্যদিকে ওড়িশা শুভ্রাংশু, বিপ্লব সামন্ত রায়দের নিয়ে বাংলার জন্য কঠিন চ্যালেঞ্জ ছুড়তে তৈরি হচ্ছে । তাই রবিবারের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের মাঠ বাংলা এবং ওড়িশার ব্যাট-বলের কড়া লড়াইয়ের অপেক্ষায় ।