কলকাতা, 2 জানুয়ারি : গুজরাতের বিরুদ্ধে আগ্রাসী মেজাজে খেলার পরামর্শ দিলেন অরুণলাল । পার্থিব প্যাটেলদের বিরুদ্ধে আগামীকাল ইডেনে খেলতে নামবে বাংলা । দুটো ম্যাচ জিতে ইডেনে পা দিয়েছে প্রতিপক্ষ । ঝুলিতে 12 পয়েন্ট । অন্যদিকে বাংলার ঝুলিতে দুই ম্যাচে নয় পয়েন্ট । তাই ভয়ডরহীন ক্রিকেটের কথা বলছেন বাংলার কোচ ।
বছরের প্রথম দিনে দীর্ঘক্ষণ চলল বাংলার অনুশীলন । প্রতিপক্ষ শিবিরের কোচ সাইরাজ বাহুতুলে । বর্তমান বাংলা দলের হাঁড়ির খবর জানেন বাংলা দলের প্রাক্তন দ্রোণাচার্য । তাঁর বাংলা দলের দায়িত্ব ছাড়াটাও মোটেই মধুরেণ সমাপয়েৎ ছিল না । ফলে প্রাক্তন মুম্বই লেগস্পিনার ইডেনে পার্থিব প্যাটেলদের নৈপুণ্যে ভর দিয়ে বাংলাকে যে জবাব দিতে চলেছেন তা ধরে নেওয়া যায় । সাইরাজ বাহুতুলের উপস্থিতি যে বঙ্গ সাজঘরের অস্বস্তি, তা মানছেন অরুণলাল । তবে তা নিয়ে বাড়তি শব্দ ব্যয় না করে বরং দলের জয়ের খিদে বাড়ানোর চেষ্টায় তিনি । ইডেনের বাইশ গজে ঘাস থাকলেও তা পুরোপুরি পেসার সহায়ক হবে বলে মনে করেন না অরুণলাল । একপ্রান্তের শুকনো ভাব নজরে পড়েছে । তাই গুজরাতের বিরুদ্ধে চার পেসারে বাংলা খেলবে এমন নিশ্চয়তা অভিমন্যুর দ্রোণাচার্য দিতে পারছেন না । প্রতিপক্ষ গুজরাতকে ধরতে হলে দরকার তিন পয়েন্ট । তাই শুক্রবার থেকে শুরু হওয়া র চিন্তার কারণ হতে পারে । ঈশান পোড়েলকে লম্বা রেসের ঘোড়া মনে করছেন অরুণ । একইভাবে অভিষেক রামনের ব্যাক টু ব্যাক সেঞ্চুরিতে, ভরসার সুর অরুনলালের গলায় ।
অন্ধ্রপ্রদেশ ম্যাচে বৃষ্টি,আলোর অভাব জয়ের পথে প্রতিবন্ধকতা তৈরি করেছিল । গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও সেই আশঙ্কা রয়েছে । তবে আলোর অভাবে ম্যাচ বন্ধ করার যে সিদ্ধান্ত আম্পায়াররা নেন তার বিরুদ্ধে সরব অরুণলাল । কোনও রাখঢাক না করে আম্পায়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলার কোচ । কারণ বাধ্যতামূলক কোনও নিয়ম রুলবুকে নেই । পুরোটাই আম্পায়ারের সিদ্ধান্ত নির্ভর । এই বিষয়ের নিষ্পত্তির জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের পদক্ষেপ করার আর্জিও জানিয়েছেন অরুণলাল ।